ETV Bharat / bharat

পাকিস্তানের হিংসাত্মক মনোভাব তাদের মিজ়াইলের নামে ফুটে ওঠে : রাজনাথ - india

আজ হায়দরাবাদে পাকিস্তানের মিজ়াইলের নাম নিয়ে কটাক্ষ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

রাজনাথ
author img

By

Published : Aug 3, 2019, 8:50 PM IST

হায়দরাবাদ, 3 অগাস্ট : পাকিস্তানের মিজ়াইলের নাম নিয়ে কটাক্ষ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ আজ হায়দরাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমাদের প্রতিবেশী দেশের মিজ়াইলের নামগুলি দেখুন ৷ বাবর, ঘোরি, ঘজ়নাবি ৷ এই নামগুলির থেকেই বোঝা যায় যে পাকিস্তান হিংসাত্মক মনোভাব নিয়ে চলে ৷"

মিজ়াইল প্রযুক্তির বিষয়ে ভারতের মনোভাব বোঝাতে তিনি বলেন, "মিজ়াইলের মাধ্যমে দেশের মানুষ প্রযুক্তিগত অগ্রগতি দেখতে চায় ৷ ভারতে প্রতিরক্ষা বাহিনী অন্য দেশের উপর আক্রমণ চালানোর জন্য নয় বরং আঞ্চলিক ও মহাদেশীয় স্তরে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে ৷ আমাদের দেশে মিজ়াইলগুলির নাম পৃথ্বী, আকাশ, অগ্নি, ত্রিশুল, ব্রহ্মমোস । আমাদের প্রতিরক্ষা বাহিনীর জওয়ানরা ভারসাম্য ও ধৈর্যের প্রতিচ্ছবি ৷ তবে প্রয়োজনে তারা শত্রুপক্ষকে ধ্বংস করার ক্ষমতাও রাখে ৷"

পাশাপাশি আজ রাজনাথ সিং জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে হুঁশিয়ারির সুরে বলেন, "সন্ত্রাসবাদ রুখতে আমরা জ়িরো টলারেন্সে বিশ্বাস করি ।" কাশ্মীরে বায়ুসেনা ও স্থলসেনাকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠায় কেন্দ্র । সেই বার্তা পেয়ে উপত্যকায় টহলদারি শুরু করেছে বায়ুসেনার যুদ্ধবিমান । নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই অমরনাথ যাত্রী ও অন্য পর্যটকদের সরে যাওয়ার পরামর্শ দেয় প্রশাসন । এই সবের মধ্যে রাজনাথের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

হায়দরাবাদ, 3 অগাস্ট : পাকিস্তানের মিজ়াইলের নাম নিয়ে কটাক্ষ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ আজ হায়দরাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমাদের প্রতিবেশী দেশের মিজ়াইলের নামগুলি দেখুন ৷ বাবর, ঘোরি, ঘজ়নাবি ৷ এই নামগুলির থেকেই বোঝা যায় যে পাকিস্তান হিংসাত্মক মনোভাব নিয়ে চলে ৷"

মিজ়াইল প্রযুক্তির বিষয়ে ভারতের মনোভাব বোঝাতে তিনি বলেন, "মিজ়াইলের মাধ্যমে দেশের মানুষ প্রযুক্তিগত অগ্রগতি দেখতে চায় ৷ ভারতে প্রতিরক্ষা বাহিনী অন্য দেশের উপর আক্রমণ চালানোর জন্য নয় বরং আঞ্চলিক ও মহাদেশীয় স্তরে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে ৷ আমাদের দেশে মিজ়াইলগুলির নাম পৃথ্বী, আকাশ, অগ্নি, ত্রিশুল, ব্রহ্মমোস । আমাদের প্রতিরক্ষা বাহিনীর জওয়ানরা ভারসাম্য ও ধৈর্যের প্রতিচ্ছবি ৷ তবে প্রয়োজনে তারা শত্রুপক্ষকে ধ্বংস করার ক্ষমতাও রাখে ৷"

পাশাপাশি আজ রাজনাথ সিং জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে হুঁশিয়ারির সুরে বলেন, "সন্ত্রাসবাদ রুখতে আমরা জ়িরো টলারেন্সে বিশ্বাস করি ।" কাশ্মীরে বায়ুসেনা ও স্থলসেনাকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠায় কেন্দ্র । সেই বার্তা পেয়ে উপত্যকায় টহলদারি শুরু করেছে বায়ুসেনার যুদ্ধবিমান । নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই অমরনাথ যাত্রী ও অন্য পর্যটকদের সরে যাওয়ার পরামর্শ দেয় প্রশাসন । এই সবের মধ্যে রাজনাথের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

Mumbai, Aug 03 (ANI): Massive fire engulfed Navrang building at Abdul Rehman Street in Mumbai today. Fire tenders reached at the spot to douse the fire. Firefighting operations are underway. No injuries have been reported yet. A firefighter has been moved to a hospital due to suffocation.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.