ETV Bharat / bharat

গুরু আদবানিকে জুতো মেরে সরিয়েছেন শিষ্য মোদি : রাহুল - লালকৃষ্ণ আদবানি

ব্লগে নাম না করেই নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটির সমালোচনা করেছিলেন লালকৃষ্ণ আদবানি। তাঁর কথার রেশ ধরেই এবার মোদিকে আক্রমণ শানালেন রাহুল গান্ধি।

রাহুল গান্ধি
author img

By

Published : Apr 6, 2019, 6:05 AM IST

Updated : Apr 6, 2019, 6:14 AM IST

চন্দ্রপুর (মহারাষ্ট্র), 6 এপ্রিল : লালকৃষ্ণ আদবানির সঙ্গে সম্পর্ক নিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন রাহুল গান্ধি। "গুরু-শিষ্য"-র সম্পর্ককে মান্যতা না দিয়ে মোদি কীভাবে কর্তৃত্ব ফলাতে চেয়েছেন তা উঠে এসেছে রাহুলের বক্তব্যে।

গতকাল মহারাষ্ট্রের চন্দ্রপুরে সভা করেন রাহুল। সেখানে তিনি বলেন, "এটা আদর্শগত লড়াই। একদিকে রয়েছে ঘৃণা, ক্রোধ, বিভাজন। যেখানেই প্রধানমন্ত্রী যান, কারোর না কারোর বিরুদ্ধে কথা বলেন। উনি ধর্ম নিয়ে কথা বলেন। হিন্দু ধর্মে সবার আগে স্থান পান গুরু। এটাই কি গুরু-শিষ্যর সম্পর্ক ? মোদিজির গুরু কে ? আদবানিজি। গুরুকে শিষ্য কখনও নমস্কার করেন না। জুতো মেরে মঞ্চ থেকে সরিয়ে দিয়েছেন। আর উনি হিন্দু ধর্ম নিয়ে কথা বলেন !"

রাহুল আরও বলেন, "হিন্দু ধর্মের কোথায় হিংসা ছড়ানোর কথা বলা হয়েছে ? মানুষকে খুন করার কথা কোথায় বলা আছে ? আমি তো দেখিনি। আমি তো পড়েছি, সুখ-শান্তিতে থাকা, ভ্রাতৃত্বের বন্ধন ও সবাইকে আপন করে নেওয়ার কথা বলা হয়।"

এই সংক্রান্ত আরও খবর : সমালোচনা করলেই দেশদ্রোহী নয় : আদবানি

বৃহস্পতিবার লালকৃষ্ণ আদবানি তাঁর ব্লগে লেখেন, "BJP রাজনৈতিক মতবিরোধীদের কখনই শত্রু বা দেশদ্রোহী হিসেবে দেখে না।" সেই বক্তব্যের রেশ ধরে গতকাল রাহুল আক্রমণ করেন নরেন্দ্র মোদিকে।

এবার লোকসভা নির্বাচনে দল টিকিট দেয়নি লালকৃষ্ণ আদবানিকে। তিনি গান্ধিনগর আসন থেকে একাধিকবার নির্বাচনে জিতেছেন। তাঁর জায়গায় এবার ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন অমিত শাহ।

চন্দ্রপুর (মহারাষ্ট্র), 6 এপ্রিল : লালকৃষ্ণ আদবানির সঙ্গে সম্পর্ক নিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন রাহুল গান্ধি। "গুরু-শিষ্য"-র সম্পর্ককে মান্যতা না দিয়ে মোদি কীভাবে কর্তৃত্ব ফলাতে চেয়েছেন তা উঠে এসেছে রাহুলের বক্তব্যে।

গতকাল মহারাষ্ট্রের চন্দ্রপুরে সভা করেন রাহুল। সেখানে তিনি বলেন, "এটা আদর্শগত লড়াই। একদিকে রয়েছে ঘৃণা, ক্রোধ, বিভাজন। যেখানেই প্রধানমন্ত্রী যান, কারোর না কারোর বিরুদ্ধে কথা বলেন। উনি ধর্ম নিয়ে কথা বলেন। হিন্দু ধর্মে সবার আগে স্থান পান গুরু। এটাই কি গুরু-শিষ্যর সম্পর্ক ? মোদিজির গুরু কে ? আদবানিজি। গুরুকে শিষ্য কখনও নমস্কার করেন না। জুতো মেরে মঞ্চ থেকে সরিয়ে দিয়েছেন। আর উনি হিন্দু ধর্ম নিয়ে কথা বলেন !"

রাহুল আরও বলেন, "হিন্দু ধর্মের কোথায় হিংসা ছড়ানোর কথা বলা হয়েছে ? মানুষকে খুন করার কথা কোথায় বলা আছে ? আমি তো দেখিনি। আমি তো পড়েছি, সুখ-শান্তিতে থাকা, ভ্রাতৃত্বের বন্ধন ও সবাইকে আপন করে নেওয়ার কথা বলা হয়।"

এই সংক্রান্ত আরও খবর : সমালোচনা করলেই দেশদ্রোহী নয় : আদবানি

বৃহস্পতিবার লালকৃষ্ণ আদবানি তাঁর ব্লগে লেখেন, "BJP রাজনৈতিক মতবিরোধীদের কখনই শত্রু বা দেশদ্রোহী হিসেবে দেখে না।" সেই বক্তব্যের রেশ ধরে গতকাল রাহুল আক্রমণ করেন নরেন্দ্র মোদিকে।

এবার লোকসভা নির্বাচনে দল টিকিট দেয়নি লালকৃষ্ণ আদবানিকে। তিনি গান্ধিনগর আসন থেকে একাধিকবার নির্বাচনে জিতেছেন। তাঁর জায়গায় এবার ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন অমিত শাহ।

Kochi (Kerala), Apr 06 (ANI): Costa Cruise ship is docked at Kerala's Cochin port and it has luxurious facilities to fulfill all the requirements of the tourists. Bringing cruise line in India will help to expand tourism in the country. While speaking to ANI, Managing Director of Lotus Destination Nalini Udai Gupta spoke about her vision behind bringing the cruise line in India. She said, "Cruise line is coming to Indian ports and especially to Cochin which has the port infrastructure which allows the big ships to come in. I think Keralites are actually, natural cruisers. They are living all over the world so even in Maldives we had a very good response. Costa brings ships to Indian ports, it shows their commitment and from my side, I always tell the headquarters that they look at India and do what they can do because people will travel so you don't have to worry about people travelling or no. So, bringing ships is our first step to towards increasing tourism and increasing cruising."
Last Updated : Apr 6, 2019, 6:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.