ETV Bharat / bharat

উনি রাহুল গান্ধিও নন, রাহুল খান বা রাহুল নেহরু : মনোজ তিওয়ারি - Manoj Tiwari

BJP সাংসদ মনোজ তিওয়ারি বলেন, "রাহুল গান্ধি সাত জন্ম নিলেও সাভারকরের পায়ের ধুলোর সমান হতে পারবেন না । উনি মনে হয় ভুলে গেছেন যে, উনি রাহুল গান্ধিও নন, রাহুল খান বা রাহুল নেহরু ।"

Manoj and Narasima
ফাইল ফোটো
author img

By

Published : Dec 14, 2019, 9:20 PM IST

Updated : Dec 14, 2019, 9:40 PM IST

দিল্লি, 14 ডিসেম্বর : ঝাড়খণ্ডে নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রকে আক্রমণ করে রাহুল গান্ধি বলেছিলেন, "এটা মেক ইন ইন্ডিয়া নয়, যে দিকেই তাকান এটা রেপ ইন ইন্ডিয়া ।" তাঁর এই মন্তব্যে উত্তাল হয় সাংসদ । সংসদের দুই কক্ষে সরব হন BJP সাংসদরা । কিন্তু রাহুল স্পষ্ট জানিয়ে দেন, তিনি রাহুল সাভারকর নয় । রাহুল গান্ধি । তিনি যা বলেছেন তা সত্যি । তাই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না । আজ BJP-র মুখপাত্র জি ভি এল নরসিমা রাও বলেন, "রাহুল গান্ধি নয়, রাহুল জিন্নাহ সবচেয়ে যথার্থ নাম ।" BJP সাংসদ মনোজ তিওয়ারি বলেন, "উনি মনে হয় ভুলে গেছেন যে, উনি আসলে রাহুল গান্ধিও নন, রাহুল খান বা রাহুল নেহরু ।"

12 ডিসেম্বর ঝাড়খণ্ডের গদ্দায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন রাহুল । সেখানে মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, "নরেন্দ্র মোদি বলেছেন, মেক ইন ইন্ডিয়া । কিন্তু যেদিকেই তাকান এটা রেপ ইন ইন্ডিয়া ।" তাঁর এই মন্তব্যকে ঘিরে ওইদিনই উত্তাল হয় সংসদের দুই কক্ষ । রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে সরব হন BJP সাংসদরা । কিন্তু রাহুল জানায়, নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না তিনি । উলটে নরেন্দ্র মোদিকে ফের আক্রমণ করেন তিনি । বলেন, "আমার কাছে এমন একটি ভিডিয়ো ক্লিপ আছে সেখানে নরেন্দ্র মোদি দিল্লিকে ধর্ষণের রাজধানী বলেছেন । এটা আমি টুইট করব, যাতে সবাই দেখতে পায় । উত্তর-পূর্ব ভারতের প্রতিবাদ থেকে মানুষের চোখ সরানোর জন্যই এই ইশু তৈরি করেছে BJP ।"

রাহুল গান্ধির মন্তব্যের পর আজ টুইট করেন BJP মুখপাত্র জি ভি এল নরসিমা রাও । তিনি রাহুলকে কটাক্ষ করে টুইট করেন, "রাহুল গান্ধি আপনার জন্য যথার্থ নাম রাহুল জিন্নাহ । আপনার মুসলিম তোষণের রাজনীতি ও মানসিকতা আপনাকে সাভারকর নয়, মহম্মদ আলি জিন্নাহর উপযুক্ত উত্তরাধিকারী করেছে ।"

অন্যদিকে আজ রামলীলা ময়দান থেকে রাহুলকে কটাক্ষ করেন দিল্লির BJP সাংসদ মনোজ তিওয়ারি । তিনি বলেন, "রাহুল গান্ধি সাত জন্ম নিলেও সাভারকরের পায়ের ধুলোর সমান হতে পারবেন না । উনি মনে হয় ভুলে গেছেন যে, উনি রাহুল গান্ধিও নন, রাহুল খান বা রাহুল নেহেরু । উনি রাহুল গান্ধি কী করে হবেন ? ওনার বাবা কি গান্ধি ছিলেন ? বা ওনার মা কি গান্ধি ছিলেন ? না কি ওনার দাদু গান্ধি ছিলেন ? "

দিল্লি, 14 ডিসেম্বর : ঝাড়খণ্ডে নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রকে আক্রমণ করে রাহুল গান্ধি বলেছিলেন, "এটা মেক ইন ইন্ডিয়া নয়, যে দিকেই তাকান এটা রেপ ইন ইন্ডিয়া ।" তাঁর এই মন্তব্যে উত্তাল হয় সাংসদ । সংসদের দুই কক্ষে সরব হন BJP সাংসদরা । কিন্তু রাহুল স্পষ্ট জানিয়ে দেন, তিনি রাহুল সাভারকর নয় । রাহুল গান্ধি । তিনি যা বলেছেন তা সত্যি । তাই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না । আজ BJP-র মুখপাত্র জি ভি এল নরসিমা রাও বলেন, "রাহুল গান্ধি নয়, রাহুল জিন্নাহ সবচেয়ে যথার্থ নাম ।" BJP সাংসদ মনোজ তিওয়ারি বলেন, "উনি মনে হয় ভুলে গেছেন যে, উনি আসলে রাহুল গান্ধিও নন, রাহুল খান বা রাহুল নেহরু ।"

12 ডিসেম্বর ঝাড়খণ্ডের গদ্দায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন রাহুল । সেখানে মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, "নরেন্দ্র মোদি বলেছেন, মেক ইন ইন্ডিয়া । কিন্তু যেদিকেই তাকান এটা রেপ ইন ইন্ডিয়া ।" তাঁর এই মন্তব্যকে ঘিরে ওইদিনই উত্তাল হয় সংসদের দুই কক্ষ । রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে সরব হন BJP সাংসদরা । কিন্তু রাহুল জানায়, নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না তিনি । উলটে নরেন্দ্র মোদিকে ফের আক্রমণ করেন তিনি । বলেন, "আমার কাছে এমন একটি ভিডিয়ো ক্লিপ আছে সেখানে নরেন্দ্র মোদি দিল্লিকে ধর্ষণের রাজধানী বলেছেন । এটা আমি টুইট করব, যাতে সবাই দেখতে পায় । উত্তর-পূর্ব ভারতের প্রতিবাদ থেকে মানুষের চোখ সরানোর জন্যই এই ইশু তৈরি করেছে BJP ।"

রাহুল গান্ধির মন্তব্যের পর আজ টুইট করেন BJP মুখপাত্র জি ভি এল নরসিমা রাও । তিনি রাহুলকে কটাক্ষ করে টুইট করেন, "রাহুল গান্ধি আপনার জন্য যথার্থ নাম রাহুল জিন্নাহ । আপনার মুসলিম তোষণের রাজনীতি ও মানসিকতা আপনাকে সাভারকর নয়, মহম্মদ আলি জিন্নাহর উপযুক্ত উত্তরাধিকারী করেছে ।"

অন্যদিকে আজ রামলীলা ময়দান থেকে রাহুলকে কটাক্ষ করেন দিল্লির BJP সাংসদ মনোজ তিওয়ারি । তিনি বলেন, "রাহুল গান্ধি সাত জন্ম নিলেও সাভারকরের পায়ের ধুলোর সমান হতে পারবেন না । উনি মনে হয় ভুলে গেছেন যে, উনি রাহুল গান্ধিও নন, রাহুল খান বা রাহুল নেহেরু । উনি রাহুল গান্ধি কী করে হবেন ? ওনার বাবা কি গান্ধি ছিলেন ? বা ওনার মা কি গান্ধি ছিলেন ? না কি ওনার দাদু গান্ধি ছিলেন ? "

Intro:रामलीला मैदान की रैली में राहुल गांधी द्वारा दिए गए बयान को लेकर विवाद शुरू हो गया है. राहुल गांधी ने कहा था कि मैं राहुल सावरकर नहीं हूं कि माफी मांग लूंगा. उनके इस बयान पर भाजपा ने पलटवार किया है.


Body:नई दिल्ली: रामलीला मैदान की रैली को सम्बोधित करते हुए शनिवार को कांग्रेस नेता राहुल गांधी ने कहा कि 'मेरा नाम राहुल सावरकर नहीं है कि मैं माफी मांग लूंगा, मेरा नाम राहुल गांधी है.' राहुल गांधी के इस बयान पर दिल्ली भाजपा अध्यक्ष मनोज तिवारी ने कड़ी प्रतिक्रिया व्यक्त की है.

गांधी कैसे हो सकते हैं राहुल

मनोज तिवारी ने कहा कि 'राहुल गांधी सात जन्म लें, तो भी सावरकर जी के पैरों की धूल नहीं हो सकते हैं.' उन्होंने कि वे शायद भूल गए हैं कि वे राहुल गांधी भी नहीं, राहुल खान हैं या फिर राहुल नेहरू हैं. वे राहुल गांधी कैसे हो सकते हैं. क्या उनके पिता गांधी थे, या उनकी मां गांधी हैं, या उनके दादा गांधी थे.

राहुल खान लिखने में शर्म आती है

मनोज तिवारी ने यह भी कहा कि क्या आपको राहुल खान लिखने में शर्म आती है. इतना ही नहीं, मनोज तिवारी ने यहां तक कह दिया कि जो उधार का नाम लेकर घूम रहा हो, वह क्या समझ सकता है कि सावरकर का मतलब क्या होता है.


Conclusion:'रेप इन इंडिया' पर बवाल

गौरतलब है कि राहुल गांधी ने रेप की बढ़ती घटनाओं को लेकर कहा था कि ये मेक इन इंडिया का नारा दे रहे थे और आज रेप इन इंडिया हो रहा है. राहुल के इस बयान को लेकर बीते दिन संसद में खूब बवाल भी हुआ और केंद्रीय मंत्री स्मृति ईरानी ने उनसे माफी की मांग की थी, जिसके बाद आज रामलीला मैदान में राहुल ने खुद को गांधी बताते हुए कहा कि मैं सावरकर नहीं हूं.
Last Updated : Dec 14, 2019, 9:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.