দিল্লি, ৬ মার্চ : আজ সুপ্রিম কোর্টে রাফাল যুদ্ধ বিমান সংক্রান্ত শুনানি চলছে। এই শুনানিতে আজ অ্যাটর্নি জেনেরাল কে কে ভেনুগোপাল শীর্ষ আদালতকে বলেন, আবেদনকারীরা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করেছে। তথ্য প্রমাণ হিসেবে যা নথি আদালতে দেওয়া হয়েছে তা প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গেছে। রাফাল সংক্রান্ত তথ্য দেশের নিরাপত্তার ক্ষেত্রে সংবেদনশীল।
রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে দুর্নীতি হয়েছে অভিযোগ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনেকে। এই মামলায় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে ক্লিনচিট দেয়। কিন্তু সেই রায় খতিয়ে দেখার জন্য নতুন করে আবেদন জমা পড়ে। সুপ্রিম কোর্টে সেই আবেদনের শুনানি শুরু হয় আজ। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কিষান কউল এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে।
শুনানিতে কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনেরাল বলেন, প্রতিরক্ষামন্ত্রক থেকে এইসব তথ্য চুরি গেছে। কোনও প্রাক্তন বা বর্তমান কর্মী এই কাজ করেছে। এগুলো গোপন নথি। এবং প্রকাশ্যে আনা যায় না।
এরপরই প্রধান বিচারপতি জানতে চান, নথি চুরি যাওয়ার পর সরকার কী পদক্ষেপ নিয়েছে। তখন অ্যাটর্নি জেনেরাল বলেন, নথিগুলি কী ভাবে চুরি গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিরোধীরা দাবি করছে, রাফাল চুক্তি নিয়ে দুর্নীতি হয়েছে। এ ব্যাপারে সবচেয়ে বেশি সরব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। ডিসেম্বরে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, রাফাল নিয়ে তদন্ত করার কোনও প্রয়োজন নেই। কিন্তু পরে আদালতে দাবি করা হয়, বিভ্রান্তিকর এবং ভ্রান্ত তথ্য দিয়েছে সরকার। তাই আদালতের উচিত এই মামলাটি নতুন করে শোনা।