ETV Bharat / bharat

শহিদদের পরিবারকে আর্থিক সাহায্য, চাকরি : যোগী - death

শহীদদের সম্মান জ্ঞাপনে ঘোষণা যোগী আদিত্যনাথের।

যোগী
author img

By

Published : Feb 15, 2019, 2:53 PM IST

লখনউ, ১৫ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ ৪৫ জন জওয়ানের মধ্যে ১২ জন উত্তরপ্রদেশের। আজ সকালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, শহিদ ১২ জওয়ানের প্রত্যেকের পরিবারকে সরকারের তরফ থেকে ২৫ লাখ টাকা করে দেওয়া হবে।

যোগী আরও ঘোষণা করেন, শহিদদের প্রত্যেকের পরিবারের একজনকে উত্তরপ্রদেশ সরকার চাকরি দেবে। শুধু তাই নয়, শহিদদের নিজস্ব গ্রামের রাস্তার নাম তাঁদের নামে করা হবে।

গতকাল দুপুরে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪৫ জন CRPF জওয়ান। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। শহিদ জওয়ানদের পরিবারকে সমবেদনা জানিয়ে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি।

লখনউ, ১৫ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ ৪৫ জন জওয়ানের মধ্যে ১২ জন উত্তরপ্রদেশের। আজ সকালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, শহিদ ১২ জওয়ানের প্রত্যেকের পরিবারকে সরকারের তরফ থেকে ২৫ লাখ টাকা করে দেওয়া হবে।

যোগী আরও ঘোষণা করেন, শহিদদের প্রত্যেকের পরিবারের একজনকে উত্তরপ্রদেশ সরকার চাকরি দেবে। শুধু তাই নয়, শহিদদের নিজস্ব গ্রামের রাস্তার নাম তাঁদের নামে করা হবে।

গতকাল দুপুরে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪৫ জন CRPF জওয়ান। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। শহিদ জওয়ানদের পরিবারকে সমবেদনা জানিয়ে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি।


Lucknow (Uttar Pradesh), Feb 14 (ANI): Youth Congress workers paid tribute to CRPF personnel who lost their lives in Pulwama terrorist attack. They held a candlelight vigil to pay their respect in Lucknow. At least 40 CRPF personnel lost their lives in the IED attack. Pakistan-based terror outfir Jaish-e-Mohammed claimed responsibility for the attack.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.