মুম্বই, 19 মার্চ: কোরোনা ভাইরাস নিয়ে আজ রাত 8 টায় জনগণের উদ্দেশে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপরে কাল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী ৷
কোরোনা ভাইরাসে ভারতে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 49-এ ৷ আক্রান্তদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা নিয়ে কিছুটা চিন্তায় চিকিৎসকরা, তাদের মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷
রাজ্যের কঠিন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেন, ‘‘বর্তমানে 6টি প্যাথোলজি ল্যাবে কোরোনা ভাইরাস নির্ধারণের পরীক্ষা করা হচ্ছে ৷ কেন্দ্রের সঙ্গে কথা বলে বেসরকারি ল্যাবগুলিতেও কোরোনা ভাইরাসের পরীক্ষা করার অনুমতি চাওয়া হবে ৷’’
তিনি আরও যোগ করে বলেন, ‘‘কাল বিকেল 4টের সময় প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷’’
এখনও অবধি ভারতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 170 ৷ আজ পঞ্জাবে কোরোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ সতর্কতা অবলম্বন করতে মহারাষ্ট্রে সমস্ত এসি লোকাল ট্রেন কাল থেকে আগামী 31 মার্চ অবধি বাতিল করে দেওয়া হয়েছে ৷ তার বদলে নন-এসি লোকাল ট্রেন চালানো হবে ৷
অন্যদিকে নাগপুরের জেলাশাসক সমস্ত মদের দোকান, রেস্টুরেন্ট ও পানের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন ৷