ETV Bharat / bharat

দেশবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

মহাষ্টমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট করে রাষ্ট্রপতি লেখেন, দেবী দুর্গার আশীর্বাদে সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক ।

narendra modi
author img

By

Published : Oct 6, 2019, 10:10 AM IST

দিল্লি, 6 অক্টোবর : আজ মহাষ্টমী ৷ দেশবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

হিন্দি, ইংরেজির পাশাপাশি বাংলায় টুইট করেছেন রাষ্ট্রপতি ৷ টুইটে তিনি লেখেন , "পবিত্র দুর্গাপূজা উপলক্ষ্যে দেশ-বিদেশে সব ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । এই উৎসব অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয়ের উদযাপন । দেবী দুর্গার আশীর্বাদে আমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক ।"

মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "নবরাত্রির মহাষ্টমীতে সবাইকে শুভেচ্ছা ৷ দুর্গাষ্টমীর আরাধ্য দেবী মহাগৌরী আমাদের সবার জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনুক ৷"

দিল্লি, 6 অক্টোবর : আজ মহাষ্টমী ৷ দেশবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

হিন্দি, ইংরেজির পাশাপাশি বাংলায় টুইট করেছেন রাষ্ট্রপতি ৷ টুইটে তিনি লেখেন , "পবিত্র দুর্গাপূজা উপলক্ষ্যে দেশ-বিদেশে সব ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । এই উৎসব অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয়ের উদযাপন । দেবী দুর্গার আশীর্বাদে আমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক ।"

মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "নবরাত্রির মহাষ্টমীতে সবাইকে শুভেচ্ছা ৷ দুর্গাষ্টমীর আরাধ্য দেবী মহাগৌরী আমাদের সবার জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনুক ৷"

New Delhi, Oct 06 (ANI): Instagram has launched a pilot that uses Facebook's Spark AR platform to digitally try on items users want to purchase through the image-sharing service. As Engadget reports, Instagram users can now digitally try on eyewear from Ray-Ban and Warby Parker, and cosmetics from MAC and NARS through the feature. Users can also experiment with different colours and models. The feature is accessible from feed posts as well as shop pages and stories.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.