দিল্লি, 1 সেপ্টেম্বর : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন RSS প্রধান মোহন ভাগবত । প্রণববাবুকে রাষ্ট্রীয় স্বংয়সেবক সংঘের গাইড হিসেবে উল্লেখ করেন । তিনি বলেন, রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করতেন না প্রণব মুখোপাধ্যায় ।
গতকাল দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় প্রণব মুখোপাধ্যায়ের । প্রায় 21দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল । প্রণববাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের রাজনৈতিক মহলে ।
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে স্মৃতিচারণ করেন সংঘ প্রধান মোহন ভাগবতও । তিনি বলেন, "প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে । যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং তারপরও কথা হয়েছে । যখন তাঁর সঙ্গে কথা বলেছি মনে হয়নি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছি । মনে হয়েছে পরিবারের কারও সঙ্গে কথা বলছি । তাঁর সান্নিধ্যে নিজের ব্যক্তিত্ব সমৃদ্ধ হয়েছে । "
রাজনৈতিক মতভেদ থাকার পরও প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন প্রণব মুখোপাধ্যায় । তাঁর মতো মানুষ জীবনে খুব কম সময়ের জন্যই এসেছিলেন বলে উল্লেখ করেন মোহন ভাগবত । প্রণববাবুর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ।
2018 সালের জুন মাসে RSS-র একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রণব মুখোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন অনেকে । সেই সময়, প্রণববাবু মনে করিয়ে দিয়েছিলেন ভারত বহুত্ববাদে বিশ্বাসী । সহনশীলতা বজায় রাখতে হবে ।