মধ্যপ্রদেশ, 28 জুলাই : মধ্যপ্রদেশের ক্লাস টুয়েলভের মেধা তালিকায় জায়গা করে নিল জুতো বিক্রেতার মেয়ে ৷ এ বছর মধ্যপ্রদেশ বোর্ড অফ সেকেন্ডারির (MPBSE) পরীক্ষায় 500 মধ্যে 485 নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে মধু আরিয়া ৷
মধ্যপ্রদেশের হিরণ বস্তি এলাকার বাসিন্দা কানহাইয়ালাল ৷ স্ত্রী ও 5 ছেলে মেয়ে নিয়ে কষ্টের সংসার তাঁর ৷ স্থানীয় বাসস্ট্যান্ডের ফুটপাথের ধারে জুতো বিক্রি করেন তিনি ৷ দারিদ্র তাঁদের নিত্যদিনের সঙ্গী ৷ এরই মধ্যে ছেলে মেয়েদের পড়াশোনায় কোনও রকম খামতি রাখতি চাননি তিনি ৷ দারিদ্রতাকে জয় করে কী ভাবে জীবনে এগিয়ে যাওয়া যায় সেই শিক্ষাই দিয়েছেন ছেলে-মেয়েদের ৷ বিজ্ঞান বিভাগের ছাত্রী মধু প্রতিদিন ভোর 4টেয় ঘুম থেকে উঠতেন ৷ 8 থেকে 10 ঘণ্টা পড়াশুনা করতেন তিনি ৷ এর সঙ্গে ছিল নিত্যদিনের কাজও ৷ মধুর ফলাফল খুশী তাঁর বাবা-মা ৷ মা-বাবাকে খুশী করতে পেরে গর্ববোধ করেছেন মধু নিজেও ৷
পরীক্ষায় সাফল্যের খুশীর মাঝেও চিন্তার ভাঁজ পড়েছে কানহাইয়ালাল ও মধুর কপালে ৷ ভবিষ্যতে কি হবে? কিভাবে এগোবে তাঁর পড়াশোনা? এ প্রসঙ্গে মধু বলেন, " ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে ৷ NEET -এর জন্য পড়াশোনা শুরুও করে দিয়েছি ৷ কিন্তু আমার বাবার আর্থিক ক্ষমতা নেই ৷ তাই এখন সরকারের দিকেই তাকিয়ে রয়েছি ৷ সরকারি সাহায্য পেলে তবেই আমার স্বপ্ন পূরণ হতে পারে ৷ "