ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর ভাইঝির নগদ টাকা, মোবাইল ফোন ছিনতাই দিল্লিতে - delhi robbery

প্রধানমন্ত্রীর ভাইঝির নগদ টাকা, মোবাইল ফোন ছিনতাই

প্রধানমন্ত্রীর ভাইঝির নগদ টাকা, মোবাইল ফোন ছিনতাই দিল্লিতে
author img

By

Published : Oct 12, 2019, 6:35 PM IST

দিল্লি, 12 অক্টোবর : সম্প্রতি দিল্লির বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের অভিযোগ এসেছে ৷ এবার রেহাই পেলেন না স্বয়ং প্রধানমন্ত্রীর ভাইঝিও ৷ ছিনতাই হল নগদ টাকা, মোবাইল ফোনও, জরুরি নথি সহ ওয়ালেটও ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিনতাইয়ের ঘটনা ঘটে ৷

গত শনিবার, দময়ন্তী বেন মোদি দিল্লির একটি পুলিশ স্টেশনে ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন ৷ বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা ৷ গুজরাতি সমাজ ভবনের সামনে তাঁর পয়সা ব্যাগটি নিয়ে চম্পট দেয় তারা ৷ শনিবার সকালে অমৃতসর থেকে দিল্লি ফিরছিলেন দময়ন্তী ৷ গুজরাতি সমাজ ভবনে তাঁর ঘর ঠিক করা ছিল আগে থেকেই ৷ হোটেলে পৌঁছানোর মুখেই ছিনতাইকারীরা হামলা চালায় ৷

দময়ন্তী অভিযোগে জানিয়েছেন, প্রায় 56 হাজার টাকা নগদ, দুটি মোবাইল ফোন ও ব্যাগে জরুরি নথি ছিল তাঁর ৷ ছিনতাইবাজরা এগুলি হাতিয়ে নিয়েছে ৷ শনিবার সন্ধ্যায় উড়ান থাকলেও তাঁর কাছে কোনও নথি ছিল না, অভিযোগে একথা জানান প্রধানমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷

দিল্লি, 12 অক্টোবর : সম্প্রতি দিল্লির বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের অভিযোগ এসেছে ৷ এবার রেহাই পেলেন না স্বয়ং প্রধানমন্ত্রীর ভাইঝিও ৷ ছিনতাই হল নগদ টাকা, মোবাইল ফোনও, জরুরি নথি সহ ওয়ালেটও ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিনতাইয়ের ঘটনা ঘটে ৷

গত শনিবার, দময়ন্তী বেন মোদি দিল্লির একটি পুলিশ স্টেশনে ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন ৷ বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা ৷ গুজরাতি সমাজ ভবনের সামনে তাঁর পয়সা ব্যাগটি নিয়ে চম্পট দেয় তারা ৷ শনিবার সকালে অমৃতসর থেকে দিল্লি ফিরছিলেন দময়ন্তী ৷ গুজরাতি সমাজ ভবনে তাঁর ঘর ঠিক করা ছিল আগে থেকেই ৷ হোটেলে পৌঁছানোর মুখেই ছিনতাইকারীরা হামলা চালায় ৷

দময়ন্তী অভিযোগে জানিয়েছেন, প্রায় 56 হাজার টাকা নগদ, দুটি মোবাইল ফোন ও ব্যাগে জরুরি নথি ছিল তাঁর ৷ ছিনতাইবাজরা এগুলি হাতিয়ে নিয়েছে ৷ শনিবার সন্ধ্যায় উড়ান থাকলেও তাঁর কাছে কোনও নথি ছিল না, অভিযোগে একথা জানান প্রধানমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷

Raipur (Chhattisgarh), Oct 12 (ANI): Chhattisgarh Chief Minister Bhupesh Baghel on October 12 unveiled logo of National Tribal Dance Festival. The festival will be held from December 27-29 in Raipur. The Chief Minister also released social media pages of Facebook, Twitter and Instagram, including the festival website www.tribalfest2019.in. This will be the first National Tribal Dance Festival of the state. All the states and neighbouring countries are being invited to this festival. It is expected that around 2,500 dancers will perform at the event.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.