ETV Bharat / bharat

বাংলায় রাজনীতি না হলে কিষান সম্মাননিধির লাভ পেতেন কৃষকরা : মোদি - রাজ্যসভায় নরেন্দ্র মোদির জবাবি ভাষণ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজনীতির জন্যই বাংলার লাখো কৃষক কিষান সম্মাননিধির প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন ৷ বারবার এই অভিযোগ শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় ৷

modi
modi
author img

By

Published : Feb 8, 2021, 1:21 PM IST

দিল্লি, 8 ফেব্রুয়ারি : গতকাল হলদিয়ায় রাজনৈতিক সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন ৷ আজ রাজ্যসভাতেও সেই আক্রমণের রেশ বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পশ্চিমবঙ্গে কিষান সম্মাননিধি প্রকল্প চালু না হওয়ায় তৃণমূল সরকারকে আরও একবার বিঁধলেন তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজনীতির জন্যই বাংলার লাখো কৃষক কিষান সম্মাননিধির প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন ৷ এই অভিযোগ বারবার করে আসছেন বিজেপি নেতারা ৷ একই অভিযোগ শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলাতেও ৷ রাজ্যসভায় জবাবি ভাষণেও মোদির গলায় শোনা গেল সেই একই অভিযোগ ৷ বললেন, বাংলায় রাজনীতি না হলে আজ পশ্চিমবঙ্গের লাখ লাখ কৃষক সম্মাননিধি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারতেন ৷ কিন্তু, পশ্চিমবঙ্গ সরকারের রাজনীতির জন্যই এখনও কিষান সম্মাননিধির সুবিধা থেকে বঞ্চিত রাজ্যের কৃষকরা ৷

আরও পড়ুন : আন্দোলন প্রত্যাহার করুন, আলোচনায় বসুন ; কৃষকদের বার্তা প্রধানমন্ত্রীর

দেশের কতজন কৃষক তিন কিস্তিতে দু'হাজার টাকা করে পান তার পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ এরপর বলেন, "যদি বাংলায় রাজনৈতিক বাধা না আসত তাহলে আরও কৃষক কিষান সম্মাননিধি প্রকল্পের সুবিধা পেতেন ৷ সেক্ষেত্রে উপভোক্তার সংখ্যা বাড়ত ৷" রবিবার হলদিয়ার সভা থেকেও পিএম কিষান সম্মাননিধি নিয়ে রাজ্য সরকারকে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী ৷ বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ক্ষমতায় এলে বকেয়া সহ কৃষক প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণাও করেন তিনি ৷ তিনি বলেন, "কৃষকদের সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই পিএম কিষান সম্মাননিধি চালু করা হবে ৷"

দিল্লি, 8 ফেব্রুয়ারি : গতকাল হলদিয়ায় রাজনৈতিক সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন ৷ আজ রাজ্যসভাতেও সেই আক্রমণের রেশ বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পশ্চিমবঙ্গে কিষান সম্মাননিধি প্রকল্প চালু না হওয়ায় তৃণমূল সরকারকে আরও একবার বিঁধলেন তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজনীতির জন্যই বাংলার লাখো কৃষক কিষান সম্মাননিধির প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন ৷ এই অভিযোগ বারবার করে আসছেন বিজেপি নেতারা ৷ একই অভিযোগ শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলাতেও ৷ রাজ্যসভায় জবাবি ভাষণেও মোদির গলায় শোনা গেল সেই একই অভিযোগ ৷ বললেন, বাংলায় রাজনীতি না হলে আজ পশ্চিমবঙ্গের লাখ লাখ কৃষক সম্মাননিধি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারতেন ৷ কিন্তু, পশ্চিমবঙ্গ সরকারের রাজনীতির জন্যই এখনও কিষান সম্মাননিধির সুবিধা থেকে বঞ্চিত রাজ্যের কৃষকরা ৷

আরও পড়ুন : আন্দোলন প্রত্যাহার করুন, আলোচনায় বসুন ; কৃষকদের বার্তা প্রধানমন্ত্রীর

দেশের কতজন কৃষক তিন কিস্তিতে দু'হাজার টাকা করে পান তার পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ এরপর বলেন, "যদি বাংলায় রাজনৈতিক বাধা না আসত তাহলে আরও কৃষক কিষান সম্মাননিধি প্রকল্পের সুবিধা পেতেন ৷ সেক্ষেত্রে উপভোক্তার সংখ্যা বাড়ত ৷" রবিবার হলদিয়ার সভা থেকেও পিএম কিষান সম্মাননিধি নিয়ে রাজ্য সরকারকে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী ৷ বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ক্ষমতায় এলে বকেয়া সহ কৃষক প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণাও করেন তিনি ৷ তিনি বলেন, "কৃষকদের সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই পিএম কিষান সম্মাননিধি চালু করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.