ETV Bharat / bharat

বেড়িমুক্ত জম্মু ও কাশ্মীর এখন নতুন ভোরের অপেক্ষায় : মোদি - J&K Reorganisation Bill

লোকসভায় আজ পাশ হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল । বিলটি পাশ হওয়ায় জম্মু ও কাশ্মীর ও লাদাখের জনগণকে স্বাগত জানিয়ে করে টুইট করেন প্রধানমন্ত্রী ।

মোদি
author img

By

Published : Aug 6, 2019, 9:28 PM IST

দিল্লি, 6 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । লোকসভায় আজ পাশ হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল । বিলটি আইনে পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা । সংসদের আজকের অধিবেশন শেষ হতেই বিলটি পাশ হওয়াকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে টুইট করেন প্রধানমন্ত্রী । জম্মু ও কাশ্মীর ও লাদাখের জনগণকে স্বাগত জানিয়ে তিনি লেখেন, "সাহস ও ধৈর্যের জন্য আমি আমার জম্মু ও কাশ্মীর ও লাদাখের ভাই-বোনেদের স্যালুট জানাই । নিজেদের কায়েমি স্বার্থরক্ষার্থে কিছু সংগঠন মানুষের ভাবাবেগের সঙ্গে প্রতারণা করেছে । কিন্তু, কখনই সেখানকার মানুষের উন্নয়ন করেনি । জম্মু ও কাশ্মীর এখন বেড়িমুক্ত । একটা নতুন ভোর ও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে ।"

পাশাপাশি তিনি লেখেন, "এবার আমরা এক সঙ্গে উঠে দাঁড়াব । একসঙ্গে 130 কোটি ভারতীয় নিজেদের স্বপ্ন পূরণ করব । বিপুল সমর্থনের সঙ্গে 370 ধারা প্রত্যাহারের এই ঘটনাটি ভারতীয় সংসদীয় গণতন্ত্রে একটি স্মরণীয় মুহূর্ত ।"

পাশাপাশি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পাওয়ায় লাদাখের জনগণকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, "লাদাখের জনগণের জন্য আজ খুব খুশির দিন । লাদাখ ডিভিশনের মানুষের বহুদিনের দাবি ছিল যাতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় । এই সিদ্ধান্তের ফলে লাদাখ ও জম্মু ও কাশ্মীরে উন্নয়নমূলক কাজের অগ্রগতি বেড়ে যাবে । লাদাখ আরও সমৃদ্ধ হবে ।" প্রধানমন্ত্রী আরও দাবি, এই সিদ্ধান্তের ফলে জম্মু ও কাশ্মীর ও লাদাখের যুব সমাজ মূলস্রোতে আসবে ।

আজ এই বিল পাশের জন্য অক্লান্ত পরিশ্রম করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভূয়সী প্রশংসা করেন । টুইটে তিনি লেখেন, "স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর ও লাদাখের মানুষের উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন । এই বিলগুলি পাশ করার ক্ষেত্রে তাঁর প্রতিশ্রুতি এবং অধ্যবসায় স্পষ্ট । আমি অমিত ভাইকে বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই ।"

দিল্লি, 6 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । লোকসভায় আজ পাশ হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল । বিলটি আইনে পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা । সংসদের আজকের অধিবেশন শেষ হতেই বিলটি পাশ হওয়াকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে টুইট করেন প্রধানমন্ত্রী । জম্মু ও কাশ্মীর ও লাদাখের জনগণকে স্বাগত জানিয়ে তিনি লেখেন, "সাহস ও ধৈর্যের জন্য আমি আমার জম্মু ও কাশ্মীর ও লাদাখের ভাই-বোনেদের স্যালুট জানাই । নিজেদের কায়েমি স্বার্থরক্ষার্থে কিছু সংগঠন মানুষের ভাবাবেগের সঙ্গে প্রতারণা করেছে । কিন্তু, কখনই সেখানকার মানুষের উন্নয়ন করেনি । জম্মু ও কাশ্মীর এখন বেড়িমুক্ত । একটা নতুন ভোর ও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে ।"

পাশাপাশি তিনি লেখেন, "এবার আমরা এক সঙ্গে উঠে দাঁড়াব । একসঙ্গে 130 কোটি ভারতীয় নিজেদের স্বপ্ন পূরণ করব । বিপুল সমর্থনের সঙ্গে 370 ধারা প্রত্যাহারের এই ঘটনাটি ভারতীয় সংসদীয় গণতন্ত্রে একটি স্মরণীয় মুহূর্ত ।"

পাশাপাশি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পাওয়ায় লাদাখের জনগণকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, "লাদাখের জনগণের জন্য আজ খুব খুশির দিন । লাদাখ ডিভিশনের মানুষের বহুদিনের দাবি ছিল যাতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় । এই সিদ্ধান্তের ফলে লাদাখ ও জম্মু ও কাশ্মীরে উন্নয়নমূলক কাজের অগ্রগতি বেড়ে যাবে । লাদাখ আরও সমৃদ্ধ হবে ।" প্রধানমন্ত্রী আরও দাবি, এই সিদ্ধান্তের ফলে জম্মু ও কাশ্মীর ও লাদাখের যুব সমাজ মূলস্রোতে আসবে ।

আজ এই বিল পাশের জন্য অক্লান্ত পরিশ্রম করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভূয়সী প্রশংসা করেন । টুইটে তিনি লেখেন, "স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর ও লাদাখের মানুষের উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন । এই বিলগুলি পাশ করার ক্ষেত্রে তাঁর প্রতিশ্রুতি এবং অধ্যবসায় স্পষ্ট । আমি অমিত ভাইকে বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই ।"

Intro:স্পেশাল বাল্যকালের প্রেম। সদ্য যৌবনে পা রাখব রাখব করছে দুজনে। একরাশ স্বপ্ন বুকে। সব তছনছ করে দিল প্রেমিকার ক্যানসার। কাটা পড়ল একটা হাত। কেমোর জেরে উঠে গেল মাথার চুল। কিন্তু চোখের দৃষ্টিতে নয়, মনের দৃষ্টিতেই প্রেমিকাকে ভালবেসেছিল প্রেমিক। তাই দশ বছর হাতে হাত মিলিয়ে লড়াই শুরু দুজনের। শেষমেশ মৃত্যুর আগে আইসিইউতে প্রেমিকাকে সিঁদুরদান, বিয়ে। মেয়েকে হারালেও এমন জামাই পেয়ে গর্বিত মেয়ের পরিবার।


Body:শিলিগুড়ির ডাবগ্রামে ছোট্ট একটা বাড়ি। কিছুটা পাকা, কিছুটা টিনের চাল দেওয়া। সেখানে থাকেন অবসরপ্রাপ্ত রেলের কর্মী কালিপদ দাস। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে ভালোই কাটছিল জীবন। কিন্তু বছর দশেক আগে শুরু হয় অন্য এক লড়াই। ছোট মেয়ে বীথি দাসের ক্যান্সারে আক্রান্ত বুঝে শুরু হয় চিকিৎসা। কালিপদবাবুর কথায়, জানতাম না মেয়ে প্রেম করে। একদিন একটা ম্যাসেজ দেখে বুঝেছিলাম ওদের ভালোবাসার বিষয়টা। গত দশ বছরে মেয়ের হাত কাটা গিয়েছে, চুল উঠে গিয়েছে। মৃত্যু নিশ্চিত জেনেই জামাই ওকে ছেড়ে পালায় নি। বরং আমাদের পরিবারের সদস্য হিসেবে কোমর বেঁধে লড়াই করেছে। বীথির মা জানান গত শনিবার কেমন যেন ছটফট করছিল মেয়েটা। চিকিৎসকেরা বললেন সময় কম। মেয়ে আমায় বলল আমার ভালোবাসার পাত্র সুব্রত। ও আমায় সিঁদুর পরিয়ে দিক। আইসিইউ তেই সে ব্যবস্থাও করলাম। তার দু ঘন্টা পর মারা গেল বীথি। আমরা হেরে গেলাম লড়াইতে। গত দশ বছরে বীথির ভালোবাসার পাত্র সুব্রত প্রেমিক হিসেবে শুধু আমার মেয়েকে ভালোবেসেছে তা নয়, এই দুঃসমযে মেয়ের পাশে থেকেছে। শেষ দিন পর্যন্ত থেকেছে। আজকের দিনে এমন ভালোবাসায় আমরাও আশ্চর্য হয়েছি। মেয়েকে হারিয়েছি ঠিকই। কিন্তু সুব্রত মেয়ের মৃত্যুর দিনে সিঁদুর দিয়েছে। জামাই আমাদের। আমরা গর্বিত জামাই এর ভালোবাসার জন্য।


Conclusion:উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘির বাসিন্দা সুব্রত কুন্ডু। সার্ভেয়ারের কাজ করেন। ক্যামেরার সামনে আসতে অস্বীকার করে বলেন প্রচার চাই না। জা হারালাম তাতো আর ফিরে আসবে না। তিনি আরো বলেন মন থেকে ভাল বাসতাম। তাই ছেড়ে যাই নি। শেষদিনে সিঁদুর পরিয়ে দিয়েছি দুই পরিবারের সম্মতিতেই। গত দশ বছরে বারবার গিয়েছি মুম্বাই। সেখানেই চিকিৎসা চলছিল ওর। পরে শিলিগুড়ি নিয়ে আসা হয়। 2017 তে বীথির ডান হাত কাটা যায়। পাশে ছিলাম। সাহস দিয়েছি। মাথার চুল উঠে চেহারায় বার্ধক্য আসছিল। কিন্তু বাহ্যিক চেহারাকে ভাল বাসিনি। ভালোবাসতাম অন্তরের দৃষ্টিতে। তাই ছেড়ে যাই নি। কিন্তু শেষরক্ষা করতে পারলাম না।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.