ETV Bharat / bharat

কুম্ভমেলায় পুণ্যস্নান প্রধানমন্ত্রীর, পা ধোয়ালেন সাফাইকর্মীদের

কুম্ভমেলায় এসে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিবেনী সংগমে গিয়ে প্রার্থনাও করেন তিনি। পরে সাফাইকর্মীদের পা ধুইয়ে দেন প্রধানমন্ত্রী।

কুম্ভমেলায় পুণ্যস্নান প্রধানমন্ত্রীর
author img

By

Published : Feb 24, 2019, 6:00 PM IST

প্রয়াগরাজ, ২৪ ফেব্রুয়ারি : কুম্ভমেলায় এসে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিবেনী সংগমে গিয়ে প্রার্থনাও করেন তিনি। পরে সাফাইকর্মীদের পা ধুইয়ে দেন প্রধানমন্ত্রী।

পুণ্যস্নানের পর গেরুয়া কুর্তা ও শাল পরে ত্রিবেণী ঘাটে আরতি করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে আরতিতে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। টুইটে তিনি লেখেন, "কুম্ভে পুণ্যস্নান করার সৌভাগ্য আমার ছিল। ১৩০ কোটি ভারতীয়দের জন্য প্রার্থনা করলাম।"

আজ "স্বচ্ছ কুম্ভ, স্বচ্ছ আভার" অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানেও অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে ১৪ ফেব্রুয়ারি BJP সভাপতি অমিত শাহ কুম্ভমেলায় পুণ্যস্নান করেছিলেন। তিনিও ত্রিবেনী সংগমে গিয়ে প্রার্থনা করেছিলেন এবং ত্রিবেনী ঘাটে আরতি করেছিলেন। ত্রিবেনী সংগম স্থানকে পবিত্র বলে মনে করা হয়। হিন্দুরা মনে করে, এখানে স্নান করলে পুণ্য লাভ করা যায়। তীর্থযাত্রীদের জন্য নদীর তীরে থাকার ব্যবস্থা করা হয়েছে।

প্রয়াগরাজ, ২৪ ফেব্রুয়ারি : কুম্ভমেলায় এসে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিবেনী সংগমে গিয়ে প্রার্থনাও করেন তিনি। পরে সাফাইকর্মীদের পা ধুইয়ে দেন প্রধানমন্ত্রী।

পুণ্যস্নানের পর গেরুয়া কুর্তা ও শাল পরে ত্রিবেণী ঘাটে আরতি করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে আরতিতে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। টুইটে তিনি লেখেন, "কুম্ভে পুণ্যস্নান করার সৌভাগ্য আমার ছিল। ১৩০ কোটি ভারতীয়দের জন্য প্রার্থনা করলাম।"

আজ "স্বচ্ছ কুম্ভ, স্বচ্ছ আভার" অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানেও অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে ১৪ ফেব্রুয়ারি BJP সভাপতি অমিত শাহ কুম্ভমেলায় পুণ্যস্নান করেছিলেন। তিনিও ত্রিবেনী সংগমে গিয়ে প্রার্থনা করেছিলেন এবং ত্রিবেনী ঘাটে আরতি করেছিলেন। ত্রিবেনী সংগম স্থানকে পবিত্র বলে মনে করা হয়। হিন্দুরা মনে করে, এখানে স্নান করলে পুণ্য লাভ করা যায়। তীর্থযাত্রীদের জন্য নদীর তীরে থাকার ব্যবস্থা করা হয়েছে।


Jammu, Feb 24 (ANI): Bharatiya Janata Party president took jibe at Congress party and Rahul Gandhi and also blamed India's first prime minister Jawaharlal Nehru for not letting forces conquer PoK. ''Rahul Gandhi raises questions on situation of Kashmir. I want to tell him that if questions are being raised about Kashmir today, it's because of your great-grandfather Jawaharlal Nehru. When our forces were going to conquer PoK, who stopped them? It was Jawaharlal Nehru'', said Amit Shah in Jammu.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.