প্রয়াগরাজ, ২৪ ফেব্রুয়ারি : কুম্ভমেলায় এসে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিবেনী সংগমে গিয়ে প্রার্থনাও করেন তিনি। পরে সাফাইকর্মীদের পা ধুইয়ে দেন প্রধানমন্ত্রী।
#WATCH: Prime Minister Narendra Modi washes feet of sanitation workers in Prayagraj pic.twitter.com/otTUJpqynU
— ANI UP (@ANINewsUP) February 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH: Prime Minister Narendra Modi washes feet of sanitation workers in Prayagraj pic.twitter.com/otTUJpqynU
— ANI UP (@ANINewsUP) February 24, 2019#WATCH: Prime Minister Narendra Modi washes feet of sanitation workers in Prayagraj pic.twitter.com/otTUJpqynU
— ANI UP (@ANINewsUP) February 24, 2019
পুণ্যস্নানের পর গেরুয়া কুর্তা ও শাল পরে ত্রিবেণী ঘাটে আরতি করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে আরতিতে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। টুইটে তিনি লেখেন, "কুম্ভে পুণ্যস্নান করার সৌভাগ্য আমার ছিল। ১৩০ কোটি ভারতীয়দের জন্য প্রার্থনা করলাম।"
Had the good fortune of taking a holy dip at the #Kumbh. Prayed for the well being of 130 Crore Indians. pic.twitter.com/jTI2QbmWxb
— Narendra Modi (@narendramodi) February 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Had the good fortune of taking a holy dip at the #Kumbh. Prayed for the well being of 130 Crore Indians. pic.twitter.com/jTI2QbmWxb
— Narendra Modi (@narendramodi) February 24, 2019Had the good fortune of taking a holy dip at the #Kumbh. Prayed for the well being of 130 Crore Indians. pic.twitter.com/jTI2QbmWxb
— Narendra Modi (@narendramodi) February 24, 2019
আজ "স্বচ্ছ কুম্ভ, স্বচ্ছ আভার" অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানেও অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে ১৪ ফেব্রুয়ারি BJP সভাপতি অমিত শাহ কুম্ভমেলায় পুণ্যস্নান করেছিলেন। তিনিও ত্রিবেনী সংগমে গিয়ে প্রার্থনা করেছিলেন এবং ত্রিবেনী ঘাটে আরতি করেছিলেন। ত্রিবেনী সংগম স্থানকে পবিত্র বলে মনে করা হয়। হিন্দুরা মনে করে, এখানে স্নান করলে পুণ্য লাভ করা যায়। তীর্থযাত্রীদের জন্য নদীর তীরে থাকার ব্যবস্থা করা হয়েছে।