দিল্লি, 5 জুলাই : সদ্য লাদাখ থেকে ফিরেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তারপরই আজ দেখা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দেরসঙ্গে । রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, দুজনের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিকস্তরে নানা বিষয়ে আলোচনা হয়েছে । তবে লাদাখ থেকে ফিরেই রাষ্ট্রপতি সঙ্গে এহেনসাক্ষাৎ নিয়ে ইতিমধ্যেই নতুন করে জল্পনা শুরু হয়েছে ।
15 জুনলাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষে 20 জন জওয়ান শহিদ হন । তারপর থেকেই আরওউত্তপ্ত সীমান্ত পরিস্থিতি । এর মাঝে 3 জুলাই লাদাখে সেনাদের উদ্দেশে ভাষণদেন প্রধানমন্ত্রী । দেখা করেন চিন-ভারত সংঘর্ষে জখম সেনা জওয়ানদের সঙ্গে । সেখানেতাঁর স্পষ্ট বার্তা ছিল, আগ্রাসনেরযুগ শেষ । এখন উন্নয়ন ও বিকাশের যুগ । এরপর লাদাখ থেকে ফিরেই আজ রাষ্ট্রপতি ভবনেপৌঁছান প্রধানমন্ত্রী । সেখানে সকাল সাড়ে এগারোটা নাগাদ রাষ্ট্রপতির সঙ্গেসাক্ষাৎ করেন । আলোচনা চলে প্রায় 30 মিনিট । এই পরিস্থিতিতে লাদাখ ইশু যেসর্বাধিক প্রাধান্য পেয়েছে, তা কার্যতপরিষ্কার । উঠে এসেছে বর্তমান সীমান্ত পরিস্থিতির নানা বিষয় । লাদাখ সীমান্তেসামরিক কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েও কথা হতে পারে দুজনের মধ্যে । সীমান্ত নিয়েহয়তো নতুন রণকৌশলও তৈরি হয়েছে । রাইসিনা থেকে সেরে ফেলেছেন প্রত্যাঘাতের প্রস্তুতি। বৈঠকে উঠে আসতে পারে নেপাল প্রসঙ্গও ।
আজকের বৈঠকে প্রতিবেশী দেশগুলিরসঙ্গে সীমান্ত সমস্যার পাশাপাশি ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণের বিষয়টি নিয়েও দুজনেরমধ্যে আলোচনা হতে পারে । দেশের এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠক যেঅত্যন্ত তাৎপর্যপূর্ণ , তা বলার অপেক্ষা রাখে না ।
-
Prime Minister @narendramodi called on President Kovind and briefed him on the issues of national and international importance at Rashtrapati Bhavan today. pic.twitter.com/yKBXCnfboE
— President of India (@rashtrapatibhvn) July 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Prime Minister @narendramodi called on President Kovind and briefed him on the issues of national and international importance at Rashtrapati Bhavan today. pic.twitter.com/yKBXCnfboE
— President of India (@rashtrapatibhvn) July 5, 2020Prime Minister @narendramodi called on President Kovind and briefed him on the issues of national and international importance at Rashtrapati Bhavan today. pic.twitter.com/yKBXCnfboE
— President of India (@rashtrapatibhvn) July 5, 2020