ETV Bharat / bharat

আজ দেশে শুরু কোভিশিল্ড-এর দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল - ব্রিটিশ-সুইডিশ ফার্মা কোম্পানি আস্ট্রাজ়েনেকা

দেশে দ্বিতীয় পর্যায়ের হিউমান ট্রায়াল শুরু হতে চলেছে অক্সফোর্ডের কোরোনা ভ্যাকসিনের । 17টি শহরে 1600 জনের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে ।

vaccine
vaccine
author img

By

Published : Aug 25, 2020, 10:39 AM IST

দিল্লি, 25 অগাস্ট : আজ দেশে অক্সফোর্ডের কোরোনা ভ্যাকসিন কোভিশিল্ড-এর দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হবে । পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার(SII) উদ্যোগে এই ভ্যাকসিনের প্রয়োগের সমস্তরকম প্রস্তুতি নেওয়া হয়েছে । ভারতী বিদ্যাপীঠ মেডিকেল কলেজ এবং হাসপাতালে সুস্থ প্রাপ্তবয়স্কদের উপর এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে ।

ব্রিটিশ-সুইডিশ ফার্মা কম্পানি আস্ট্রাজ়েনেকার সঙ্গে মিলে কোরোনার ভ্যাকসিন তৈরি করছে সিরাম ইনস্টিটিউট । সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার অ্যাডিশনাল ডিরেক্টর প্রকাশকুমার সিং বলেন, "সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের তরফে আমরা সবরকম অনুমোদন পেয়েছি । আজ থেকে ভারতী বিদ্যাপীঠ মেডিকেল কলেজ এবং হাসপাতালে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা হচ্ছে ।"

প্রত্যেকে যাতে এই ভ্যাকসিন পান সেইদিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, "আমাদের দেশকে আত্ম-নির্ভর বানব ।"

17টি শহরে 18-এর বেশি বয়সি 1600 জনের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে । দিল্লির AIIMS, পুনের বিজে মেডিকেল কলেজ , পটনার রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, চণ্ডীগড়ের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ , যোধপুরের AIIMS , গোরখপুরের নেহরু হাসপাতাল এবং বিশাখাপটনমের অন্ধ্রপ্রদেশ মেডিকেল কলেজ এবং জেএসএস অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন মাইসোর হাসপাতালে এই ভ্যাকসিনের ট্রায়াল চলবে ।

দিল্লি, 25 অগাস্ট : আজ দেশে অক্সফোর্ডের কোরোনা ভ্যাকসিন কোভিশিল্ড-এর দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হবে । পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার(SII) উদ্যোগে এই ভ্যাকসিনের প্রয়োগের সমস্তরকম প্রস্তুতি নেওয়া হয়েছে । ভারতী বিদ্যাপীঠ মেডিকেল কলেজ এবং হাসপাতালে সুস্থ প্রাপ্তবয়স্কদের উপর এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে ।

ব্রিটিশ-সুইডিশ ফার্মা কম্পানি আস্ট্রাজ়েনেকার সঙ্গে মিলে কোরোনার ভ্যাকসিন তৈরি করছে সিরাম ইনস্টিটিউট । সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার অ্যাডিশনাল ডিরেক্টর প্রকাশকুমার সিং বলেন, "সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের তরফে আমরা সবরকম অনুমোদন পেয়েছি । আজ থেকে ভারতী বিদ্যাপীঠ মেডিকেল কলেজ এবং হাসপাতালে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা হচ্ছে ।"

প্রত্যেকে যাতে এই ভ্যাকসিন পান সেইদিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, "আমাদের দেশকে আত্ম-নির্ভর বানব ।"

17টি শহরে 18-এর বেশি বয়সি 1600 জনের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে । দিল্লির AIIMS, পুনের বিজে মেডিকেল কলেজ , পটনার রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, চণ্ডীগড়ের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ , যোধপুরের AIIMS , গোরখপুরের নেহরু হাসপাতাল এবং বিশাখাপটনমের অন্ধ্রপ্রদেশ মেডিকেল কলেজ এবং জেএসএস অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন মাইসোর হাসপাতালে এই ভ্যাকসিনের ট্রায়াল চলবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.