দিল্লি, 5 জুলাই : লিটার পিছু 1 টাকা সেস বরাদ্দ হল পেট্রল-ডিজেলে ।
সংসদে আজ পেশ হল দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট । বাজেট পেশ করেন প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ।
বাজেট পেশের সময় তিনি তিনি জানান 2019 সালে তুলনামূলক ভাবে পেট্রল ও ডিজেলের দাম বাড়বে । পেট্রল-ডিজেলে লিটার পিছু 1 টাকা সেস চাপালেন অর্থমন্ত্রী।
পেট্রল-ডিজেলে সেস ছাড়াও বাড়ছে সোনার দামও ।