ETV Bharat / bharat

সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজ়েলের দাম

শনিবার প্রতি লিটারে পেট্রল ও ডিজ়েলের দাম বেড়েছে 25 পয়সা করে৷ চলতি সপ্তাহে এই নিয়ে চারবার বাড়ল জ্বালানি তেলের দাম৷ যার জেরে সর্বকালীন রেকর্ড গড় পেট্রল ও ডিজ়েলের দাম ৷

https://www.ndtv.com/india-news/petrol-diesel-prices-touch-all-time-highs-with-4th-price-rise-in-week-2356931?pfrom=home-ndtv_topstories
পেট্রোল-ডিজেলের দামে রেকর্ড বৃদ্ধি
author img

By

Published : Jan 23, 2021, 5:38 PM IST

দিল্লি, 23 জানুয়ারি : দাম বৃদ্ধির জেরে সর্বকালীন রেকর্ড করল পেট্রল ও ডিজ়েলের দাম । চলতি সপ্তাহে এই নিয়ে চারবার বাড়ল জ্বালানি তেলের দাম৷ পেট্রোলিয়াম সংস্থাগুলির জারি করা বিজ্ঞপ্তি বলছে, শনিবার প্রতি লিটারে পেট্রল ও ডিজ়েলের দাম বেড়েছে 25 পয়সা করে৷ যার জেরে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে হল 85 টাকা 70 পয়সা৷ আর মুম্বইতে এক লিটার পেট্রোল কিনতে খরচ করতে হবে 92 টাকা 28 পয়সা৷ দামবৃদ্ধির পর দেশের এই দু‘টি শহরেই প্রতি লিটার ডিজ়েলের দাম হয়েছে যথাক্রমে 75 টাকা 88 পয়সা এবং 82 টাকা 66 পয়সা৷

তথ্য় বলছে, এই নিয়ে চলতি সপ্তাহে পরপর দু‘দিন বাড়ল পেট্রল, ডিজ়েলের দাম৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত চলতি সপ্তাহে দাম বেড়েছে চারবার৷ যার জেরে প্রতি লিটারে দামের বৃদ্ধি হয়েছে 1 টাকা৷ যা চিন্তা বাড়াচ্ছে আমজনতার৷ কোরোনাকালে এমনিতেই টান পড়েছে রোজগারে৷ লাগাতার পেট্রোপণ্য়ের দামবৃদ্ধি তাই অনেকটা গোদের উপর বিষফোঁড়ার মতোই জ্বালাচ্ছে গৃহস্থকে ৷ তবে দামবৃদ্ধি সার্বিক হলেও দেশের বিভিন্ন রাজ্য়ে স্থানীয় বিক্রয় কর ও ভ্য়াটের ফারাক অনুযায়ী নির্দিষ্ট হয় পেট্রল, ডিজ়েলের দাম৷ এই পরিস্থিতিতে গ্রাহকদের বোঝা কমাতে শুল্কের হার কমানোর দাবি উঠতে শুরু করেছে৷

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড প্রায় একমাস পর 6 জানুয়ারি পেট্রল, ডিজ়েলের রোজের মূল্য়তালিকা প্রকাশ করে৷ তারপর থেকে এখনও পর্যন্ত প্রতি লিটার পেট্রল ও ডিজ়েলের দাম বেড়েছে যথাক্রমে 1 টাকা 99 পয়সা এবং 2 টাকা 1 পয়সা৷

কোরোনাকালে দেশে দেশে জারি হয় লকডাউন৷ কলকারখানা থেকে পরিবহন, স্তব্ধ হয়ে যায় সবকিছুই ৷ ফলে চাহিদা কমে পেট্রল, ডিজ়েলেরও৷ কিন্তু ইতিমধ্য়েই কেটেছে তালাবন্দী জীবন৷ ভারত-সহ বিভিন্ন দেশে শুরু হয়েছে টিকাকরণ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এর জেরে ফের বাড়বে পেট্রল, ডিজ়েলের চাহিদা৷ ফলে আন্তর্জাতিক বাজারেও বাড়ছে জ্বালানি তেলের দাম৷ যার জের এসে পড়েছে ভারতের বাজারেও৷

দিল্লি, 23 জানুয়ারি : দাম বৃদ্ধির জেরে সর্বকালীন রেকর্ড করল পেট্রল ও ডিজ়েলের দাম । চলতি সপ্তাহে এই নিয়ে চারবার বাড়ল জ্বালানি তেলের দাম৷ পেট্রোলিয়াম সংস্থাগুলির জারি করা বিজ্ঞপ্তি বলছে, শনিবার প্রতি লিটারে পেট্রল ও ডিজ়েলের দাম বেড়েছে 25 পয়সা করে৷ যার জেরে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে হল 85 টাকা 70 পয়সা৷ আর মুম্বইতে এক লিটার পেট্রোল কিনতে খরচ করতে হবে 92 টাকা 28 পয়সা৷ দামবৃদ্ধির পর দেশের এই দু‘টি শহরেই প্রতি লিটার ডিজ়েলের দাম হয়েছে যথাক্রমে 75 টাকা 88 পয়সা এবং 82 টাকা 66 পয়সা৷

তথ্য় বলছে, এই নিয়ে চলতি সপ্তাহে পরপর দু‘দিন বাড়ল পেট্রল, ডিজ়েলের দাম৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত চলতি সপ্তাহে দাম বেড়েছে চারবার৷ যার জেরে প্রতি লিটারে দামের বৃদ্ধি হয়েছে 1 টাকা৷ যা চিন্তা বাড়াচ্ছে আমজনতার৷ কোরোনাকালে এমনিতেই টান পড়েছে রোজগারে৷ লাগাতার পেট্রোপণ্য়ের দামবৃদ্ধি তাই অনেকটা গোদের উপর বিষফোঁড়ার মতোই জ্বালাচ্ছে গৃহস্থকে ৷ তবে দামবৃদ্ধি সার্বিক হলেও দেশের বিভিন্ন রাজ্য়ে স্থানীয় বিক্রয় কর ও ভ্য়াটের ফারাক অনুযায়ী নির্দিষ্ট হয় পেট্রল, ডিজ়েলের দাম৷ এই পরিস্থিতিতে গ্রাহকদের বোঝা কমাতে শুল্কের হার কমানোর দাবি উঠতে শুরু করেছে৷

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড প্রায় একমাস পর 6 জানুয়ারি পেট্রল, ডিজ়েলের রোজের মূল্য়তালিকা প্রকাশ করে৷ তারপর থেকে এখনও পর্যন্ত প্রতি লিটার পেট্রল ও ডিজ়েলের দাম বেড়েছে যথাক্রমে 1 টাকা 99 পয়সা এবং 2 টাকা 1 পয়সা৷

কোরোনাকালে দেশে দেশে জারি হয় লকডাউন৷ কলকারখানা থেকে পরিবহন, স্তব্ধ হয়ে যায় সবকিছুই ৷ ফলে চাহিদা কমে পেট্রল, ডিজ়েলেরও৷ কিন্তু ইতিমধ্য়েই কেটেছে তালাবন্দী জীবন৷ ভারত-সহ বিভিন্ন দেশে শুরু হয়েছে টিকাকরণ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এর জেরে ফের বাড়বে পেট্রল, ডিজ়েলের চাহিদা৷ ফলে আন্তর্জাতিক বাজারেও বাড়ছে জ্বালানি তেলের দাম৷ যার জের এসে পড়েছে ভারতের বাজারেও৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.