ETV Bharat / bharat

সংখ্যালঘুরা এতদিন প্রতারিত হয়েছে, এটা রুখতে হবে : মোদি - loksabha election

নরেন্দ্র মোদি
author img

By

Published : May 25, 2019, 6:33 PM IST

Updated : May 26, 2019, 10:37 AM IST

2019-05-25 19:41:11

মোদি বলেন, "ভারতমাতার উপর আমাদের কাছে কোনও দেবতা নেই । আমরা ভারতমাতাকে সবথেকে বেশি সম্মান জানাই ।"

2019-05-25 19:17:37

প্রচারের মোহ থেকে বাঁচার নির্দেশ দেন মোদি । বলেন, "কারোর কথা বিশ্বাস করবেন না । কেউ ফোন করে বলতেই পারে । কিন্তু, ভরসা করবেন না । সরকারিভাবে ফোন এলেও একবার যাচাই করে দেখুন ।" সেইসঙ্গে VIP কালচার বন্ধ করারও নির্দেশ দেন মোদি । বলেন, "কেন চেকিং হবে না ? আমরাও তো নাগরিক । নিজেদের বদলাতে হবে । লালবাতি সরানোর পর দেশের মানুষের কাছে একটা বার্তা গেছে । মনোহর পর্রিকরজিও এরকম সাধারণ জীবনযাপন করতেন । একটা কথা মনে রাখবেন, আপনারা দেশের সাংসদ । কেরালা, কাশ্মীর সব জায়গারই চিন্তা করতে হবে । আমি আনন্দের সাথে বলতে পারি 2014-র পর 5 বছর আমরা গরিবের জন্য সরকার চালিয়েছি । এখন বলতে পারি, 5 বছর পর গরিবরাই আমাদের সরকার বানাল ।" তিনি আরও বলেন, "সংখ্যালঘুদের সঙ্গে এতদিন ধরে চিটিং হয়েছে । আমাদের এটা রুখতে হবে ।"

2019-05-25 19:05:52

  • PM Narendra Modi addressing NDA parliamentary meeting: We are here for those who trusted us today. We are here for those too whose trust we are yet to win. pic.twitter.com/3LcDwYrj5E

    — ANI (@ANI) May 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

NDA সংসদীয় দলের নেতা বলেন, "NDA-র কাছে এনার্জি ও সিনার্জি (তারুণ্য ও অভিজ্ঞতা) আছে । আমরা এখন NA-RA অর্থাৎ ন্যাশনাল অ্যাম্বিশন, রিজিওনাল অ্যাম্বিশন । আমাদের নিজেদের পরিবর্তন করা জরুরি । নাহলে দেশ ক্ষমা করবে না । অহংকারকে দূরে সরিয়ে রাখুন । নিজেদের মধ্যে অহংকার আসতে দেবেন না । মনে রাখবেন, আপনি নিজের কৃতিত্বে জেতেননি । মোদিও আপনাকে জেতায়নি । আমাদের দেশের মানুষ জেতায় । মনে রাখবেন, জনতার জন্যই আমরা আমাদের কাজটা করতে পারি । জনতার আদেশ পালন করতে হবে ।"

2019-05-25 18:58:51


মোদি বলেন, "2014-তে বলেছিলাম মোদিই মোদির চ্যালেঞ্জার । 2019-এ 2014-র রেকর্ড ভেঙে দিলাম । এত মহিলা সাংসদ এই প্রথম ।"

2019-05-25 18:52:24

  • PM Narendra Modi addressing NDA parliamentary meeting: We are here for those who trusted us today. We are here for those too whose trust we are yet to win. pic.twitter.com/3LcDwYrj5E

    — ANI (@ANI) May 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি বলেন, "এই দেশ পরিশ্রমের কদর করে । আর যে সৎ, তার পাশে থাকে দেশবাসী । এবারের নির্বাচন তারই প্রমাণ । যারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন । আমি তাদের জন্য রয়েছি । যাদের বিশ্বাস তৈরি করতে হবে, তাদের জন্যও রয়েছি । আমাদের ভাবনা, সব কা সাথ, সব কা বিকাশ । শাসক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে । জনপ্রতিনিধি হিসেবেও আমাদের একটা দায়িত্ব আছে । মনে রাখবেন, কেউ আমাদের পর নয় । আমি দেখেছি এই নির্বাচন দেশের জনতা লড়েছে । মোদি লড়েনি ।"

2019-05-25 18:41:51

  • PM Narendra Modi: 2019 elections have worked towards breaking down walls and connecting hearts. In a way they had become a way to unite the society...This gave a new height to these elections. The people have started a new era and all of us are a witness to it. pic.twitter.com/TnDhmbnAc0

    — ANI (@ANI) May 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নরেন্দ্র মোদি বলেন, "ভারতের গণতন্ত্রকে আমাদের বুঝতে হবে । দিনের পর দিন ভারতের গণতন্ত্র আরও বেশি পরিণত হয়েছে । ভারতের ভোটারদের প্রভাবিত করা যায় না । জনতা আমাদের ভোট দিয়েছে । বিপুল জনাদেশ দায়িত্ব বাড়ায় । আপনারা সবাই আমাকে নেতা হিসেবে নির্বাচিত করেছেন । আমিও আপনাদের একজন । আপনাদের সমান । আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে । কিছু ভুল হলে তার দায়িত্ব আমার । 2019-এর নির্বাচন দেওয়াল ভাঙার কাজ করেছে । মন জোড়ার কাজ করেছে । দেশের জনতা একটা নতুন যুগের সূচনা করেছে । আমরা তার সাক্ষী । আমরা রচিয়তা নয় ।"

2019-05-25 18:37:15

  • Narendra Modi: You all deserve greetings but those elected for the first time deserve an even bigger one. I offer all of you my greetings. pic.twitter.com/MWy9ii90eV

    — ANI (@ANI) May 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নরেন্দ্র মোদি বলেন, "ভারতের গণতন্ত্রকে আমাদের বুঝতে হবে । দিনের পর দিন ভারতের গণতন্ত্র আরও বেশি পরিণত হয়েছে ।"

2019-05-25 18:25:13

দিল্লি, 25 মে : দিল্লির সেন্ট্রাল হলে আজ বৈঠকে বসেছে সংসদীয় কমিটি । সেখানে NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হয় নরেন্দ্র মোদিকে । 

পরে নেতাদের উদ্দেশে অমিত শাহ বলেন, "দেশের নেতা হিসেবে মোদিকে বেছে নেওয়া হয়েছে । মানুষ মোদিকে চাইছে । মোদি 5 বছর দেশবাসীর সেবা করেছেন । দেশবাসী মোদির সাথেই আছে । দেশবাসী দেশের নেতাকে বেছে নিয়েছে । 20 বছরে একদিনও ছুটি নেননি মোদি । মানুষ তাই পরিবারতন্ত্রকে হটিয়ে ফের একবার মোদির উপরই ভরসা রেখেছে ।" 

2019-05-25 19:41:11

মোদি বলেন, "ভারতমাতার উপর আমাদের কাছে কোনও দেবতা নেই । আমরা ভারতমাতাকে সবথেকে বেশি সম্মান জানাই ।"

2019-05-25 19:17:37

প্রচারের মোহ থেকে বাঁচার নির্দেশ দেন মোদি । বলেন, "কারোর কথা বিশ্বাস করবেন না । কেউ ফোন করে বলতেই পারে । কিন্তু, ভরসা করবেন না । সরকারিভাবে ফোন এলেও একবার যাচাই করে দেখুন ।" সেইসঙ্গে VIP কালচার বন্ধ করারও নির্দেশ দেন মোদি । বলেন, "কেন চেকিং হবে না ? আমরাও তো নাগরিক । নিজেদের বদলাতে হবে । লালবাতি সরানোর পর দেশের মানুষের কাছে একটা বার্তা গেছে । মনোহর পর্রিকরজিও এরকম সাধারণ জীবনযাপন করতেন । একটা কথা মনে রাখবেন, আপনারা দেশের সাংসদ । কেরালা, কাশ্মীর সব জায়গারই চিন্তা করতে হবে । আমি আনন্দের সাথে বলতে পারি 2014-র পর 5 বছর আমরা গরিবের জন্য সরকার চালিয়েছি । এখন বলতে পারি, 5 বছর পর গরিবরাই আমাদের সরকার বানাল ।" তিনি আরও বলেন, "সংখ্যালঘুদের সঙ্গে এতদিন ধরে চিটিং হয়েছে । আমাদের এটা রুখতে হবে ।"

2019-05-25 19:05:52

  • PM Narendra Modi addressing NDA parliamentary meeting: We are here for those who trusted us today. We are here for those too whose trust we are yet to win. pic.twitter.com/3LcDwYrj5E

    — ANI (@ANI) May 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

NDA সংসদীয় দলের নেতা বলেন, "NDA-র কাছে এনার্জি ও সিনার্জি (তারুণ্য ও অভিজ্ঞতা) আছে । আমরা এখন NA-RA অর্থাৎ ন্যাশনাল অ্যাম্বিশন, রিজিওনাল অ্যাম্বিশন । আমাদের নিজেদের পরিবর্তন করা জরুরি । নাহলে দেশ ক্ষমা করবে না । অহংকারকে দূরে সরিয়ে রাখুন । নিজেদের মধ্যে অহংকার আসতে দেবেন না । মনে রাখবেন, আপনি নিজের কৃতিত্বে জেতেননি । মোদিও আপনাকে জেতায়নি । আমাদের দেশের মানুষ জেতায় । মনে রাখবেন, জনতার জন্যই আমরা আমাদের কাজটা করতে পারি । জনতার আদেশ পালন করতে হবে ।"

2019-05-25 18:58:51


মোদি বলেন, "2014-তে বলেছিলাম মোদিই মোদির চ্যালেঞ্জার । 2019-এ 2014-র রেকর্ড ভেঙে দিলাম । এত মহিলা সাংসদ এই প্রথম ।"

2019-05-25 18:52:24

  • PM Narendra Modi addressing NDA parliamentary meeting: We are here for those who trusted us today. We are here for those too whose trust we are yet to win. pic.twitter.com/3LcDwYrj5E

    — ANI (@ANI) May 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি বলেন, "এই দেশ পরিশ্রমের কদর করে । আর যে সৎ, তার পাশে থাকে দেশবাসী । এবারের নির্বাচন তারই প্রমাণ । যারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন । আমি তাদের জন্য রয়েছি । যাদের বিশ্বাস তৈরি করতে হবে, তাদের জন্যও রয়েছি । আমাদের ভাবনা, সব কা সাথ, সব কা বিকাশ । শাসক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে । জনপ্রতিনিধি হিসেবেও আমাদের একটা দায়িত্ব আছে । মনে রাখবেন, কেউ আমাদের পর নয় । আমি দেখেছি এই নির্বাচন দেশের জনতা লড়েছে । মোদি লড়েনি ।"

2019-05-25 18:41:51

  • PM Narendra Modi: 2019 elections have worked towards breaking down walls and connecting hearts. In a way they had become a way to unite the society...This gave a new height to these elections. The people have started a new era and all of us are a witness to it. pic.twitter.com/TnDhmbnAc0

    — ANI (@ANI) May 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নরেন্দ্র মোদি বলেন, "ভারতের গণতন্ত্রকে আমাদের বুঝতে হবে । দিনের পর দিন ভারতের গণতন্ত্র আরও বেশি পরিণত হয়েছে । ভারতের ভোটারদের প্রভাবিত করা যায় না । জনতা আমাদের ভোট দিয়েছে । বিপুল জনাদেশ দায়িত্ব বাড়ায় । আপনারা সবাই আমাকে নেতা হিসেবে নির্বাচিত করেছেন । আমিও আপনাদের একজন । আপনাদের সমান । আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে । কিছু ভুল হলে তার দায়িত্ব আমার । 2019-এর নির্বাচন দেওয়াল ভাঙার কাজ করেছে । মন জোড়ার কাজ করেছে । দেশের জনতা একটা নতুন যুগের সূচনা করেছে । আমরা তার সাক্ষী । আমরা রচিয়তা নয় ।"

2019-05-25 18:37:15

  • Narendra Modi: You all deserve greetings but those elected for the first time deserve an even bigger one. I offer all of you my greetings. pic.twitter.com/MWy9ii90eV

    — ANI (@ANI) May 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নরেন্দ্র মোদি বলেন, "ভারতের গণতন্ত্রকে আমাদের বুঝতে হবে । দিনের পর দিন ভারতের গণতন্ত্র আরও বেশি পরিণত হয়েছে ।"

2019-05-25 18:25:13

দিল্লি, 25 মে : দিল্লির সেন্ট্রাল হলে আজ বৈঠকে বসেছে সংসদীয় কমিটি । সেখানে NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হয় নরেন্দ্র মোদিকে । 

পরে নেতাদের উদ্দেশে অমিত শাহ বলেন, "দেশের নেতা হিসেবে মোদিকে বেছে নেওয়া হয়েছে । মানুষ মোদিকে চাইছে । মোদি 5 বছর দেশবাসীর সেবা করেছেন । দেশবাসী মোদির সাথেই আছে । দেশবাসী দেশের নেতাকে বেছে নিয়েছে । 20 বছরে একদিনও ছুটি নেননি মোদি । মানুষ তাই পরিবারতন্ত্রকে হটিয়ে ফের একবার মোদির উপরই ভরসা রেখেছে ।" 


New Delhi, May 25 (ANI): Congress leader Randeep Singh Surjewala on Saturday briefed about the Congress Working Committee (CWC) which was held in Delhi. He said that Congress president Rahul Gandhi offered his resignation but it was rejected by the members of CWC unanimously. He also informed that Congress has accepted people's mandate with humility and will redeem its job as responsible Opposition.
Last Updated : May 26, 2019, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.