ETV Bharat / bharat

বিহারে জনশতাব্দী ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত 2 - পটনা-রাঁচি জন শতাব্দী স্পেশাল ট্রেন দুর্ঘটনা

রেলমন্ত্রকের তরফে জানানো হয়, ঘটনায় রেল চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি ৷ ট্রেন লাইন ধরে অবৈধভাবে গাড়িটি পারাপার করছিল, সেই সময় এই দুর্ঘটনা হয় ৷

Patna
Patna
author img

By

Published : Jul 18, 2020, 3:43 PM IST

পটনা, 18 জুলাই : পটনা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে পোতাহি ও নদওয়ানের মাঝামাঝি জায়গায় একটি গাড়ি অবৈধভাবে রেলপথ পারাপারের চেষ্টা করছিল ৷ সেই গাড়িটি উলটো দিক থেকে আসা পটনা-রাঁচি জনশতাব্দী স্পেশাল ট্রেনের সঙ্গে ধাক্কা খায় । সংঘর্ষে মৃত্যু হয় গাড়ির মধ্যে থাকা দু'জনের ৷ রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ট্রেনে ভ্রমণকারী কোনও যাত্রী আহত হননি এবং রেল চলাচলও বিঘ্নিত হয়নি ।

রেলমন্ত্রকের দেওয়া বিবৃতি থেকে জানা যায়, 02365 পটনা-রাঁচি জনশতাব্দী স্পেশাল ট্রেনটি সকাল 9:37 মিনিটে গয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। পটনা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে পোতাহি ও নদওয়ানের মধ্যে একটি জায়গায় অবৈধভাবে রেলপথ পারাপার করার চেষ্টা করার সময় একটি গাড়ির সাথে ওই ট্রেনের সংঘর্ষ হয় ৷

বিষয়টি নিয়ে পূর্ব-চিফ জনসংযোগ কর্মকর্তা (CPRO) রাজেশ কুমার বলেন, "সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয় । মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে । SPARMV (স্ব-চালিত দুর্ঘটনা ত্রাণ মোবাইল যানবাহন) করে ডাক্তারদের একটি দল দানাপুর থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে। DRM/DNR এবং রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।" তিনি আরও বলেন যে “প্রাথমিকভাবে এই দুর্ঘটনাটি অবৈধভাবে রেলপথ পারাপারের সময় অসতর্কতার ফলাফল।”

পটনা, 18 জুলাই : পটনা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে পোতাহি ও নদওয়ানের মাঝামাঝি জায়গায় একটি গাড়ি অবৈধভাবে রেলপথ পারাপারের চেষ্টা করছিল ৷ সেই গাড়িটি উলটো দিক থেকে আসা পটনা-রাঁচি জনশতাব্দী স্পেশাল ট্রেনের সঙ্গে ধাক্কা খায় । সংঘর্ষে মৃত্যু হয় গাড়ির মধ্যে থাকা দু'জনের ৷ রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ট্রেনে ভ্রমণকারী কোনও যাত্রী আহত হননি এবং রেল চলাচলও বিঘ্নিত হয়নি ।

রেলমন্ত্রকের দেওয়া বিবৃতি থেকে জানা যায়, 02365 পটনা-রাঁচি জনশতাব্দী স্পেশাল ট্রেনটি সকাল 9:37 মিনিটে গয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। পটনা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে পোতাহি ও নদওয়ানের মধ্যে একটি জায়গায় অবৈধভাবে রেলপথ পারাপার করার চেষ্টা করার সময় একটি গাড়ির সাথে ওই ট্রেনের সংঘর্ষ হয় ৷

বিষয়টি নিয়ে পূর্ব-চিফ জনসংযোগ কর্মকর্তা (CPRO) রাজেশ কুমার বলেন, "সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয় । মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে । SPARMV (স্ব-চালিত দুর্ঘটনা ত্রাণ মোবাইল যানবাহন) করে ডাক্তারদের একটি দল দানাপুর থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে। DRM/DNR এবং রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।" তিনি আরও বলেন যে “প্রাথমিকভাবে এই দুর্ঘটনাটি অবৈধভাবে রেলপথ পারাপারের সময় অসতর্কতার ফলাফল।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.