আহমেদাবাদ, ২৬ ফেব্রুয়ারি : গুজরাত সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন নষ্ট করল ভারতীয় সেনা। আজ সকাল ৬.৩০টা নাগাদ গুজরাতের কচ সীমান্তে ড্রোনটি নজরে আসে জওয়ানদের। ড্রোনটি ভেঙে ফেলেন তাঁরা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলার ঘটনার সাথে এই ড্রোনটির কোনও যোগাযোগ আছে কি না তা এখনও জানা যায়নি।
আজ ভোর রাতে LoC পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে(POK) অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেয় জইশ-ই-মহম্মদের ঘাঁটিসহ একাধিক ঘাঁটি। জানা গেছে, আজকের হামলায় ধ্বংস হয়েছে জইশের কন্ট্রোলরুমও।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪০-এরও বেশি জওয়ান। দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। তারই প্রত্যুত্তরে ভারতীয় সেনা জওয়ানরা আজ এই হামলা করে।