ETV Bharat / bharat

গুজরাতে পাকিস্তানের ড্রোন, ধ্বংস করল সেনা - pulwama

গুজরাত সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন নষ্ট করল ভারতীয় সেনা। আজ সকাল ৬.৩০টা নাগাদ গুজরাতের কচ সীমান্তে ড্রোনটি নজরে আসে জওয়ানদের। ড্রোনটি ভেঙে ফেলেন তাঁরা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলার ঘটনার সাথে এই ড্রোনটির কোনও যোগাযোগ আছে কি না তা এখনও জানা যায়নি।

পাকিস্তানি ড্রোন ধ্বংস করল ভারত
author img

By

Published : Feb 26, 2019, 2:49 PM IST

Updated : Feb 26, 2019, 3:04 PM IST

আহমেদাবাদ, ২৬ ফেব্রুয়ারি : গুজরাত সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন নষ্ট করল ভারতীয় সেনা। আজ সকাল ৬.৩০টা নাগাদ গুজরাতের কচ সীমান্তে ড্রোনটি নজরে আসে জওয়ানদের। ড্রোনটি ভেঙে ফেলেন তাঁরা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলার ঘটনার সাথে এই ড্রোনটির কোনও যোগাযোগ আছে কি না তা এখনও জানা যায়নি।

আজ ভোর রাতে LoC পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে(POK) অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেয় জইশ-ই-মহম্মদের ঘাঁটিসহ একাধিক ঘাঁটি। জানা গেছে, আজকের হামলায় ধ্বংস হয়েছে জইশের কন্ট্রোলরুমও।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪০-এরও বেশি জওয়ান। দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। তারই প্রত্যুত্তরে ভারতীয় সেনা জওয়ানরা আজ এই হামলা করে।

আহমেদাবাদ, ২৬ ফেব্রুয়ারি : গুজরাত সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন নষ্ট করল ভারতীয় সেনা। আজ সকাল ৬.৩০টা নাগাদ গুজরাতের কচ সীমান্তে ড্রোনটি নজরে আসে জওয়ানদের। ড্রোনটি ভেঙে ফেলেন তাঁরা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলার ঘটনার সাথে এই ড্রোনটির কোনও যোগাযোগ আছে কি না তা এখনও জানা যায়নি।

আজ ভোর রাতে LoC পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে(POK) অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেয় জইশ-ই-মহম্মদের ঘাঁটিসহ একাধিক ঘাঁটি। জানা গেছে, আজকের হামলায় ধ্বংস হয়েছে জইশের কন্ট্রোলরুমও।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪০-এরও বেশি জওয়ান। দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। তারই প্রত্যুত্তরে ভারতীয় সেনা জওয়ানরা আজ এই হামলা করে।

Murshidabad (WB), Feb 26 (ANI): TMC youth leader of Murshidabad, Najmul Sheikh was shot dead on Tuesday morning. His wife and relative made allegation against party's another group. His wife said, "Najmul Sheikh was working with TMC leader Rajib Hossain group and recently joined another TMC leader and Domkal municipality chairman Shamik Hossain's group. That's why he was murdered." Police started the investigation, no arrests have been made till now.
Last Updated : Feb 26, 2019, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.