শ্রীনগর, 4 অক্টোবর : ফের সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । আজ ভোররাত থেকে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনা । যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও ।
প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র বলেন, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে রাত 3টা 20 নাগাদ পুঞ্চের মানকোট সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান সেনা । জবাবে পালটা গুলি চালায় ভারতীয় সেনাও ।
চলতি বছরের শুরু থেকেই একাধিকবার সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি (1999) লঙ্ঘন করেছে পাকিস্তান ।
সেনা সূত্রে খবর, জানুয়ারি থেকে এপর্যন্ত 3 হাজার 190-এর বেশি বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান । এর জেরে 24 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে । আহত 100-রও বেশি ।