ETV Bharat / bharat

হাফিজ় সৈয়দের 'মধ্যস্থতায়' পাকিস্তানে রেহাই খুনের মামলায় অভিযুক্ত পুলিশদের

মানসিকভাবে অসুস্থ সালাহউদ্দিন আয়ুবিকে চলতি বছরের অগাস্ট মাসে ATM থেকে টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার করে পাকিস্তানি পুলিশ ৷ এরপর তাকে জেলেই শারিরীক অত্যাচার করে ৷ জেলেই মৃত্যু হয় আয়ুবির ৷

আন্তর্জাতিক জঙ্গির মধ্যস্ততায় পাকিস্তানে রেহাই অভিযুক্ত 3 পুলিশকর্মী
author img

By

Published : Nov 4, 2019, 2:58 PM IST

লাহোর, 4 নভেম্বর : চোর সন্দেহে এক যুবককে জেলে পিটিয়ে খুন করেছিল তিন পুলিশকর্মী, অভিযোগ এমনই ৷ সেই তিন পুলিশকর্মীকে খুনের অভিযোগ থেকে রেহাই দিল একটি পাকিস্তান আদালত ৷ রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি হাফিজ় সৈয়দের মধ্যস্থতায় নাকি এই পুলিশকর্মীরা রেহাই পেলেন ৷

সংবাদমাধ্যম সূত্রে খবর, মানসিকভাবে অসুস্থ সালাহউদ্দিন আয়ুবিকে চলতি বছরের অগাস্ট মাসে ATM থেকে টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার করে পাকিস্তানি পুলিশ ৷ এরপর তাকে জেলেই শারীরিক অত্যাচার করার অভিযোগ ওঠে ৷ জেলেই মৃত্যু হয় আয়ুবির ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোদ দায়ের করে আয়ুবির পরিবারের লোক ৷ পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রের খবর, অভিযুক্ত পুলিশকর্মী ও মৃতের পরিবারের লোকের মধ্যে সমঝোতা করান আন্তর্জাতিক জঙ্গি হাফিজ় সৈয়দ ৷

26/11 মুম্বই হামলার মূলচক্রী হাফিজ় সৈয়দ লস্কর-ই-তইবা জঙ্গি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এক পাকিস্তানি প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, মৃতের পরিবার ও অভিযুক্ত পুলিশকর্মীদের মধ্যে মধ্যস্থতার জন্য জেলে কয়েকবার দেখা করে ও তাদের মধ্যে চুক্তি করিয়ে দেয় ৷ ক্ষতিগ্রস্ত পরিবারকে পাকিস্তানের গুজরানওয়ালায় কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে রাস্তা ও গ্যাস সরবরাহের ব্যবস্থা করে দেওয়ার চুক্তি হয় ৷

ওই আধিকারিক আরও জানেন, আয়ুবি ও তাঁর পরিবারের সদস্যরা সৈয়দের অনুগামী তাই পুলিশ জেলের অন্দরে তাদের 'বিশেষ সভা'-র ব্যবস্থা করেছিল ৷ সৈয়দ আয়ুবির পরিবারকে তিনটি উপায়ের একটি বেছে নিতে বলেন ৷ অভিযুক্ত পুলিশকর্মীদের থেকে ক্ষতিপূরণ হিসাবে টাকা নেওয়া, ঈশ্বরের নামে তাদের ক্ষমা করে দেওয়া এবং অন্যটি ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ৷ এরপর ওই পরিবার পুলিশকর্মীদের বিরুদ্ধে কোনও আইনত ব্যবস্থা না নিয়ে তাদের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷

সংবাদমাধ্যমের তরফে আয়ুবির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, সৈয়দের 'ইচ্ছার' জন্যই তারা অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করে তাদের ক্ষমা করে দেয় ৷

লাহোর, 4 নভেম্বর : চোর সন্দেহে এক যুবককে জেলে পিটিয়ে খুন করেছিল তিন পুলিশকর্মী, অভিযোগ এমনই ৷ সেই তিন পুলিশকর্মীকে খুনের অভিযোগ থেকে রেহাই দিল একটি পাকিস্তান আদালত ৷ রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি হাফিজ় সৈয়দের মধ্যস্থতায় নাকি এই পুলিশকর্মীরা রেহাই পেলেন ৷

সংবাদমাধ্যম সূত্রে খবর, মানসিকভাবে অসুস্থ সালাহউদ্দিন আয়ুবিকে চলতি বছরের অগাস্ট মাসে ATM থেকে টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার করে পাকিস্তানি পুলিশ ৷ এরপর তাকে জেলেই শারীরিক অত্যাচার করার অভিযোগ ওঠে ৷ জেলেই মৃত্যু হয় আয়ুবির ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোদ দায়ের করে আয়ুবির পরিবারের লোক ৷ পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রের খবর, অভিযুক্ত পুলিশকর্মী ও মৃতের পরিবারের লোকের মধ্যে সমঝোতা করান আন্তর্জাতিক জঙ্গি হাফিজ় সৈয়দ ৷

26/11 মুম্বই হামলার মূলচক্রী হাফিজ় সৈয়দ লস্কর-ই-তইবা জঙ্গি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এক পাকিস্তানি প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, মৃতের পরিবার ও অভিযুক্ত পুলিশকর্মীদের মধ্যে মধ্যস্থতার জন্য জেলে কয়েকবার দেখা করে ও তাদের মধ্যে চুক্তি করিয়ে দেয় ৷ ক্ষতিগ্রস্ত পরিবারকে পাকিস্তানের গুজরানওয়ালায় কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে রাস্তা ও গ্যাস সরবরাহের ব্যবস্থা করে দেওয়ার চুক্তি হয় ৷

ওই আধিকারিক আরও জানেন, আয়ুবি ও তাঁর পরিবারের সদস্যরা সৈয়দের অনুগামী তাই পুলিশ জেলের অন্দরে তাদের 'বিশেষ সভা'-র ব্যবস্থা করেছিল ৷ সৈয়দ আয়ুবির পরিবারকে তিনটি উপায়ের একটি বেছে নিতে বলেন ৷ অভিযুক্ত পুলিশকর্মীদের থেকে ক্ষতিপূরণ হিসাবে টাকা নেওয়া, ঈশ্বরের নামে তাদের ক্ষমা করে দেওয়া এবং অন্যটি ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ৷ এরপর ওই পরিবার পুলিশকর্মীদের বিরুদ্ধে কোনও আইনত ব্যবস্থা না নিয়ে তাদের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷

সংবাদমাধ্যমের তরফে আয়ুবির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, সৈয়দের 'ইচ্ছার' জন্যই তারা অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করে তাদের ক্ষমা করে দেয় ৷


Visakhapatnam (Andhra Pradesh), Nov 4 (ANI): Actor and Jana Sena chief, Pawan Kalyan took up a 'long march' on November 03 in Visakhapatnam against the ruling YSR Congress party over the issue of scarcity of sand in the region. While speaking to ANI, he said, "If they don't take a concrete action within 2 weeks, we'll intensify it."

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.