ইসলামাবাদ, 7 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহার হজম করতে পারছে না পাকিস্তান । গতকালই পাকিস্তানের সংসদে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । আর আজ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিল পাকিস্তান । ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান । আজ সেই দেশের নিরাপত্তা কমিটির বৈঠকের পর নেওয়া হয় সিদ্ধান্তটি । তাছাড়া ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ছেদের সিদ্ধান্তও নিল পাকিস্তান ।
আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে নিরাপত্তা কমিটির বৈঠকে বসে পাকিস্তানের শীর্ষ আধিকারিকরা । সেই বৈঠকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয় । পাশাপাশি এই বিষয়টিকে রাষ্ট্রসংঘের দরবারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তানের নিরাপত্তা কমিটি । বৈঠকে ইমরান খান ছাড়াও ছিলেন সেই দেশের বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনা প্রধান, DG ISI, DG ISPR । এর আগে 5 অগাস্ট 370 ধারা প্রতাহার হওয়ার পরেই ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল পাকিস্তান ।
গতকালই পাকিস্তানের সংসদের যৌথ অধিবেশনে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহারের জেরে আরও একটি পুলওয়ামা কাণ্ড ঘটবে সেখানে ।" সেই মন্তব্যের পর পাকিস্তানের এই সিদ্ধান্ত যা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল হিসেবে দেখছে বিশেষজ্ঞরা । পাশাপাশি পাকিস্তানের এই সিদ্ধান্ত ভারতকে কূটনৈতিক ভাবে চাপে রাখার কৌশল বলে মনে করছেন অনেকে ।
এদিকে পাকিস্তানের এই পদক্ষেপ সত্ত্বেও উপমহাদেশের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার থেকে এই বিষয়ে সমর্থন পেয়েছে ভারত । গতকাল জম্মু ও কাশ্মীর থেকে লাদাখের পৃথকীকরণকে স্বাগত জানিয়ে টুইট করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে । পাশাপাশি জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেন তিনি । যার ফলে প্রমাণিত হয় আন্তর্জাতিক স্তরে ভারতের এই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা রয়েছে । তবে সেই গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত ।
গতকাল ইমরান খান দাবি করেন, "যখন পুলওয়ামা হামলা হয়েছিল তখন পাকিস্তানকে দোষারোপ করেছিল ভারত । এই অভিযোগের সত্যতা না থাকা সত্ত্বেও বারংবার পাকিস্তানের দিকেই অভিযোগের আঙুল তুলেছে মোদি সরকার । কিন্তু তা সত্ত্বেও উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত পাঠিয়েছি আমরা ।"
কাশ্মীরে অশান্তির পিছনে তাদের হাত নেই । পাকিস্তানের বারবার এই দাবি করলেও ভারতের কাছে সেই সংক্রান্ত অনেক প্রমাণ আছে বলে জানিয়েছে ভারতীয় সেনা । কয়েকদিন আগেই পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের মদতে LoC পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন জঙ্গি । সেই চেষ্টা রুখে দেয় ভারতীয় সেনা । সেনা সূত্রের খবর, অনুপ্রবেশকারীদের মধ্যে পাকিস্তানি সেনার জওয়ানরাও থাকতে পারে বলে অনুমান ।