ETV Bharat / bharat

ভারতীয় রাষ্ট্রদূতকে ফেরত, দ্বিপাক্ষিক বাণিজ্যে ছেদ পাকিস্তানের - isi

আজ পাকিস্তানের নিরাপত্তা কমিটির বৈঠকের পর ভারতীয় রাষ্ট্রদূতকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান ।

ভারতীয় রাষ্ট্রদূতকে ফেরত, দ্বিপাক্ষিক বাণিজ্যে ছেদ পাকিস্তানের
author img

By

Published : Aug 7, 2019, 8:06 PM IST

Updated : Aug 7, 2019, 8:42 PM IST

ইসলামাবাদ, 7 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহার হজম করতে পারছে না পাকিস্তান । গতকালই পাকিস্তানের সংসদে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । আর আজ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিল পাকিস্তান । ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান । আজ সেই দেশের নিরাপত্তা কমিটির বৈঠকের পর নেওয়া হয় সিদ্ধান্তটি । তাছাড়া ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ছেদের সিদ্ধান্তও নিল পাকিস্তান ।

আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে নিরাপত্তা কমিটির বৈঠকে বসে পাকিস্তানের শীর্ষ আধিকারিকরা । সেই বৈঠকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয় । পাশাপাশি এই বিষয়টিকে রাষ্ট্রসংঘের দরবারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তানের নিরাপত্তা কমিটি । বৈঠকে ইমরান খান ছাড়াও ছিলেন সেই দেশের বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনা প্রধান, DG ISI, DG ISPR । এর আগে 5 অগাস্ট 370 ধারা প্রতাহার হওয়ার পরেই ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল পাকিস্তান ।

গতকালই পাকিস্তানের সংসদের যৌথ অধিবেশনে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহারের জেরে আরও একটি পুলওয়ামা কাণ্ড ঘটবে সেখানে ।" সেই মন্তব্যের পর পাকিস্তানের এই সিদ্ধান্ত যা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল হিসেবে দেখছে বিশেষজ্ঞরা । পাশাপাশি পাকিস্তানের এই সিদ্ধান্ত ভারতকে কূটনৈতিক ভাবে চাপে রাখার কৌশল বলে মনে করছেন অনেকে ।

এদিকে পাকিস্তানের এই পদক্ষেপ সত্ত্বেও উপমহাদেশের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার থেকে এই বিষয়ে সমর্থন পেয়েছে ভারত । গতকাল জম্মু ও কাশ্মীর থেকে লাদাখের পৃথকীকরণকে স্বাগত জানিয়ে টুইট করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে । পাশাপাশি জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেন তিনি । যার ফলে প্রমাণিত হয় আন্তর্জাতিক স্তরে ভারতের এই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা রয়েছে । তবে সেই গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত ।

গতকাল ইমরান খান দাবি করেন, "যখন পুলওয়ামা হামলা হয়েছিল তখন পাকিস্তানকে দোষারোপ করেছিল ভারত । এই অভিযোগের সত্যতা না থাকা সত্ত্বেও বারংবার পাকিস্তানের দিকেই অভিযোগের আঙুল তুলেছে মোদি সরকার । কিন্তু তা সত্ত্বেও উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত পাঠিয়েছি আমরা ।"

কাশ্মীরে অশান্তির পিছনে তাদের হাত নেই । পাকিস্তানের বারবার এই দাবি করলেও ভারতের কাছে সেই সংক্রান্ত অনেক প্রমাণ আছে বলে জানিয়েছে ভারতীয় সেনা । কয়েকদিন আগেই পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের মদতে LoC পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন জঙ্গি । সেই চেষ্টা রুখে দেয় ভারতীয় সেনা । সেনা সূত্রের খবর, অনুপ্রবেশকারীদের মধ্যে পাকিস্তানি সেনার জওয়ানরাও থাকতে পারে বলে অনুমান ।

ইসলামাবাদ, 7 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহার হজম করতে পারছে না পাকিস্তান । গতকালই পাকিস্তানের সংসদে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । আর আজ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিল পাকিস্তান । ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান । আজ সেই দেশের নিরাপত্তা কমিটির বৈঠকের পর নেওয়া হয় সিদ্ধান্তটি । তাছাড়া ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ছেদের সিদ্ধান্তও নিল পাকিস্তান ।

আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে নিরাপত্তা কমিটির বৈঠকে বসে পাকিস্তানের শীর্ষ আধিকারিকরা । সেই বৈঠকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয় । পাশাপাশি এই বিষয়টিকে রাষ্ট্রসংঘের দরবারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তানের নিরাপত্তা কমিটি । বৈঠকে ইমরান খান ছাড়াও ছিলেন সেই দেশের বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনা প্রধান, DG ISI, DG ISPR । এর আগে 5 অগাস্ট 370 ধারা প্রতাহার হওয়ার পরেই ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল পাকিস্তান ।

গতকালই পাকিস্তানের সংসদের যৌথ অধিবেশনে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহারের জেরে আরও একটি পুলওয়ামা কাণ্ড ঘটবে সেখানে ।" সেই মন্তব্যের পর পাকিস্তানের এই সিদ্ধান্ত যা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল হিসেবে দেখছে বিশেষজ্ঞরা । পাশাপাশি পাকিস্তানের এই সিদ্ধান্ত ভারতকে কূটনৈতিক ভাবে চাপে রাখার কৌশল বলে মনে করছেন অনেকে ।

এদিকে পাকিস্তানের এই পদক্ষেপ সত্ত্বেও উপমহাদেশের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার থেকে এই বিষয়ে সমর্থন পেয়েছে ভারত । গতকাল জম্মু ও কাশ্মীর থেকে লাদাখের পৃথকীকরণকে স্বাগত জানিয়ে টুইট করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে । পাশাপাশি জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেন তিনি । যার ফলে প্রমাণিত হয় আন্তর্জাতিক স্তরে ভারতের এই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা রয়েছে । তবে সেই গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত ।

গতকাল ইমরান খান দাবি করেন, "যখন পুলওয়ামা হামলা হয়েছিল তখন পাকিস্তানকে দোষারোপ করেছিল ভারত । এই অভিযোগের সত্যতা না থাকা সত্ত্বেও বারংবার পাকিস্তানের দিকেই অভিযোগের আঙুল তুলেছে মোদি সরকার । কিন্তু তা সত্ত্বেও উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত পাঠিয়েছি আমরা ।"

কাশ্মীরে অশান্তির পিছনে তাদের হাত নেই । পাকিস্তানের বারবার এই দাবি করলেও ভারতের কাছে সেই সংক্রান্ত অনেক প্রমাণ আছে বলে জানিয়েছে ভারতীয় সেনা । কয়েকদিন আগেই পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের মদতে LoC পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন জঙ্গি । সেই চেষ্টা রুখে দেয় ভারতীয় সেনা । সেনা সূত্রের খবর, অনুপ্রবেশকারীদের মধ্যে পাকিস্তানি সেনার জওয়ানরাও থাকতে পারে বলে অনুমান ।

Hamirpur (Uttar Pradesh), Aug 07 (ANI): Abrar Khan, the owner of an over 200 kg male goat, has set the price for the auction of animal at a whopping Rs 8 lakh ahead of Eid-ul-Adha which will be celebrated this week. Khan, a resident of Hamirpur in Uttar Pradesh, said he has spent a lot of money and time to raise the goat which has rich diet consisting of cashew, almonds, raisins and other food items. Khan added that the goat requires a one-hour daily massage. Khan further said many interested people contacted him to buy the goat, and have offered him up to Rs 6 lakh to sacrifice the animal on Eid. However, Khan has set the base price at Rs 8 lakh, and he thinks his animal is one of the rarest in the country when it comes to its weight. Khan claims the weight of the goat to be 211 kg.
Last Updated : Aug 7, 2019, 8:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.