ইসলামাবাদ, ২১ ফেব্রুয়ারি : জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। জঙ্গি সংগঠনটি মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ় সইদের। পাশাপাশি, তার স্বেচ্ছাসেবী সংগঠন ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র জানান, আজ প্রধানমন্ত্রীর দপ্তরে ন্যাশনাল সিকিউরিটি কমিটি (NSC)-র একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "এই দুটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হল, তা অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে।"
হাফিজ় সইদ ২০০৮ মুম্বই হামলার মাস্টারমাইন্ড। ভারত একাধিকবার দাবি জানিয়েছিল যে হাফিজ় সইদ পাকিস্তানেই রয়েছে। পাকিস্তানে গত নির্বাচনে প্রার্থী দিয়েছিল সে।