ETV Bharat / bharat

হাফিজ় সইদের সংগঠনকে নিষিদ্ধ করল পাকিস্তান - Pakistan

জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। তার স্বেচ্ছাসেবী সংগঠন ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

হাফিজ় সইদ
author img

By

Published : Feb 21, 2019, 10:52 PM IST

ইসলামাবাদ, ২১ ফেব্রুয়ারি : জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। জঙ্গি সংগঠনটি মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ় সইদের। পাশাপাশি, তার স্বেচ্ছাসেবী সংগঠন ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র জানান, আজ প্রধানমন্ত্রীর দপ্তরে ন্যাশনাল সিকিউরিটি কমিটি (NSC)-র একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "এই দুটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হল, তা অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে।"

হাফিজ় সইদ ২০০৮ মুম্বই হামলার মাস্টারমাইন্ড। ভারত একাধিকবার দাবি জানিয়েছিল যে হাফিজ় সইদ পাকিস্তানেই রয়েছে। পাকিস্তানে গত নির্বাচনে প্রার্থী দিয়েছিল সে।

ইসলামাবাদ, ২১ ফেব্রুয়ারি : জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। জঙ্গি সংগঠনটি মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ় সইদের। পাশাপাশি, তার স্বেচ্ছাসেবী সংগঠন ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র জানান, আজ প্রধানমন্ত্রীর দপ্তরে ন্যাশনাল সিকিউরিটি কমিটি (NSC)-র একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "এই দুটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হল, তা অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে।"

হাফিজ় সইদ ২০০৮ মুম্বই হামলার মাস্টারমাইন্ড। ভারত একাধিকবার দাবি জানিয়েছিল যে হাফিজ় সইদ পাকিস্তানেই রয়েছে। পাকিস্তানে গত নির্বাচনে প্রার্থী দিয়েছিল সে।


Bengaluru, Feb 20 (ANI): Speaking on the sidelines of an aviation event in Bengaluru, Russian Minister of Industry and Trade Denis Manturov said that the country will support India in UN Security Council to declare Jaish-e-Mohammed (JeM) chief Masood Azhar as global terrorist. Extending his condolences for the victims of the recent Pulwama attack, Manturov said, "Russia supports India in the question of avoiding the terrorist and terrorism globally around the world."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.