শ্রীনগর, 5 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর ইশু নিয়ে চাপানউতোরের মাঝেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর প্রচুর সেনা মোতায়েন করেছে পাকিস্তান । সূত্রের খবর, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাঘ ও কোটলি সেক্টরে প্রায় 2000 সেনা মোতায়েন করেছে পাকিস্তান । নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থান করছে ওই সেনারা ।
ভারতীয় সেনার এক আধিকারিক এই বিষয়ে বলেন, "এখনও কোনও আক্রমণাত্মক মনোভাব পাকিস্তানের ওই সেনাদের মধ্যে দেখা যায়নি । তবে আমরা বিষয়টি নজরে রাখছি ।" পাশাপাশি ভারতীয় গোয়ান্দাদের দাবি, পাকিস্তানের তরফে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনে ।
গতকালই কাশ্মীরে অনুপ্রবেশের সময় ভারতীয় সেনার কাছে ধরা পড়েছিল দুই পাকিস্তানি নাগরিক ৷ সেই বিষয়ে লেফটেনন্ট জেনেরাল কে জে এস ধিলোঁ বলেন , "5 অগাস্টের পর পাকিস্তান উপত্যকার শান্তি নষ্ট করার চেষ্টা করছে ৷ পাকিস্তান কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে ৷ 21 অগাস্ট আমরা দুই পাক নাগরিককে গ্রেপ্তার করি ৷ তাঁরা দুজনেই জঙ্গি সংগঠন লস্কর-এ-তইবার সঙ্গে যুক্ত ৷"