দিল্লি, 22 সেপ্টেম্বর : নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় রাতের অন্ধকারে পাকিস্তানের দিক থেকে পাঠানো হচ্ছে অস্ত্র । ড্রোন ব্যবহার করে AK-47-এর মতো বন্দুক সাপ্লাই দেওয়া হচ্ছে । জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে আজ এই কথা জানানো হয়েছে । গতরাতে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন আখনুর গ্রাম থেকে বেশ কিছু বন্দুক ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হাত রয়েছে এই ঘটনায় । প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গিহানা সহ একাধিক হামলার ঘটনায় জইশ-ই-মহম্মদ যুক্ত ছিল ।
গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায়, ওই এলাকায় ভোর রাতে পাকিস্তানের দিক থেকে ড্রোনে করে অস্ত্র সাপ্লাই দেওয়া হচ্ছে । সেই মতো তল্লাশি অভিযান শুরু করে পুলিশ । নিয়ন্ত্রণরেখা সংলগ্ন জ়াদ সোহাল গ্রাম থেকে দু'টি AK - 47 একটি পিস্তল ও তিনটি ম্যাগাজ়িন ও 90 রাউন্ড গুলি উদ্ধার করা হয় ।
আরও পড়ুন : বুদগামে গুলির লড়াই, খতম জঙ্গি
সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার দূরে আখনুর থেকেও অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে । এই সমস্ত অস্ত্র কাশ্মীর উপত্যকার জঙ্গিদের জন্য পাঠানো হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে ।
জম্মুর এক আধিকারিক শ্রীধর পাটিল জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই ঘটনায় জইশ-ই-মহম্মদের হাত রয়েছে ।
প্রসঙ্গত, গত বছরে পঞ্জাব সীমান্তে পাকিস্তানের তৈরি ড্রোন দেখা গেছিল । সেই সময় স্থানীয় পুলিশ সীমান্তরক্ষী বাহিনীকে সতর্কও করেছিল । গতবছরের অক্টোবরে পঞ্জাব পুলিশও ড্রোন দিয়ে পাঠানো AK-47, গ্রেনেড ও স্য়াটেলাইট ফোন উদ্ধার করেছিল ।