ETV Bharat / bharat

101 জন BSF জওয়ানসহ ত্রিপুরায় নতুন করে কোরোনা আক্রান্ত 223

BSF -এর মুখপাত্র জানাচ্ছেন, সম্প্রতি অনেকে ছুটিতে বাড়ি গিয়েছিলেন । এখন কাজে যোগ দিয়েছেন । অন্য রাজ্য থেকেও অনেকে বদলি হয়ে ত্রিপুরায় এসেছেন । ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে ।

Covid 19 situation in tripura
Covid 19 situation in tripura
author img

By

Published : Jul 20, 2020, 5:18 PM IST

আগরতলা, 20 জুলাই : ত্রিপুরায় নতুন করে কোরোনা আক্রান্ত 223 জন ৷ যার মধ্যে 101 জন BSF জওয়ান । এই নিয়ে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 2,892 । জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লবকুমার দেব ।

নতুন আক্রান্তদের মধ্যে 6 জন সম্প্রতি অন্য রাজ্য থেকে ত্রিপুরায় ফিরেছেন । 30 জন অন্য কোরোনা রোগীদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন । এবং 179 জনের অ্যান্টিজেনের নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । শুধুমাত্র 8 জন নতুন যাঁদের শরীরে সংক্রমণের খোঁজ মিলেছে । ত্রিপুরায় এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1,114 । সুস্থ হয়েছেন 1,759 জন । এখনও পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 5 জনের ।

"প্রত্যেকের সুরক্ষার কথা ভেবে বেশি সংখ্যক নমুনা পরীক্ষার চেষ্টা চলছে । প্যানডেমিকের মোকাবিলার জন্য আমাদের কাছে পর্যাপ্ত স্বাস্থ্যপরিষেবা প্রদানের পরিকাঠামো রয়েছে ।" টুইট করে দাবি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ।

অন্যদিকে BSF -এর মুখপাত্র জানান, শালবাগানকে ইতিমধ্যেই কনটেনমেন্ট এলাকা ঘোষণা করা হয়েছে । আক্রান্ত BSF জওয়ানদের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । বলেন, "অনেক BSF জওয়ান ছুটিতে বাড়ি গিয়েছিলেন । এখন কাজে যোগ দিয়েছেন । অন্য রাজ্য থেকেও অনেকে বদলি হয়ে ত্রিপুরায় এসেছেন । ফলে আরও সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে । "

আগরতলা, 20 জুলাই : ত্রিপুরায় নতুন করে কোরোনা আক্রান্ত 223 জন ৷ যার মধ্যে 101 জন BSF জওয়ান । এই নিয়ে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 2,892 । জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লবকুমার দেব ।

নতুন আক্রান্তদের মধ্যে 6 জন সম্প্রতি অন্য রাজ্য থেকে ত্রিপুরায় ফিরেছেন । 30 জন অন্য কোরোনা রোগীদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন । এবং 179 জনের অ্যান্টিজেনের নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । শুধুমাত্র 8 জন নতুন যাঁদের শরীরে সংক্রমণের খোঁজ মিলেছে । ত্রিপুরায় এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1,114 । সুস্থ হয়েছেন 1,759 জন । এখনও পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 5 জনের ।

"প্রত্যেকের সুরক্ষার কথা ভেবে বেশি সংখ্যক নমুনা পরীক্ষার চেষ্টা চলছে । প্যানডেমিকের মোকাবিলার জন্য আমাদের কাছে পর্যাপ্ত স্বাস্থ্যপরিষেবা প্রদানের পরিকাঠামো রয়েছে ।" টুইট করে দাবি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ।

অন্যদিকে BSF -এর মুখপাত্র জানান, শালবাগানকে ইতিমধ্যেই কনটেনমেন্ট এলাকা ঘোষণা করা হয়েছে । আক্রান্ত BSF জওয়ানদের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । বলেন, "অনেক BSF জওয়ান ছুটিতে বাড়ি গিয়েছিলেন । এখন কাজে যোগ দিয়েছেন । অন্য রাজ্য থেকেও অনেকে বদলি হয়ে ত্রিপুরায় এসেছেন । ফলে আরও সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.