ETV Bharat / bharat

নেতৃত্ব সংকট নিয়ে সোনিয়াকে চিঠি শীর্ষ কংগ্রেস নেতৃত্বের - CWC

দলের নেতৃত্বের বিষয়টি নিয়ে সোনিয়া গান্ধির সঙ্গে আলোচনার জন্য আবেদন জানিয়েছেন 20 জনেরও বেশি শীর্ষ কংগ্রেস নেতা । একটি “সম্মিলিত নেতৃত্ব”-এর আহ্বান জানান হয়েছে এই চিঠিতে ।

Congress
Congress
author img

By

Published : Aug 23, 2020, 5:18 PM IST

দিল্লি, 23 অগাস্ট : দলের অভ্যন্তরীণ সংকটের কথা উল্লেখ করে নেতৃত্বের বিষয়টি নিয়ে সোনিয়া গান্ধিকে চিঠি দিল শীর্ষ কংগ্রেস নেতৃত্ব । দলীয় সূত্রে জানা গিয়েছে, এ'বিষয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির আগামীকালের বৈঠকে আলোচনার জন্য আবেদন জানিয়েছেন 20 জনেরও বেশি শীর্ষ কংগ্রেস নেতা । চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে সংসদ সদস্য, প্রাক্তন মন্ত্রী ও মুখ্যমন্ত্রী এবং CWC-র সদস্যরা রয়েছেন ।

কংগ্রেসের আভ্যন্তরীণ "অনিশ্চয়তা" নিয়ে চিঠিতে অসন্তোষ প্রকাশ করেছেন বেশিরভাগ প্রবীণ নেতাই । তরুণ প্রজন্ম দলের প্রতি আস্থা হারাচ্ছে এই দাবি করে একটি “সম্মিলিত নেতৃত্ব”-এর আহ্বান জানান হয়েছে এই চিঠিতে । এর আগে সঞ্জয় ঝা একটি টুইটে দাবি করেছিলেন, প্রায় 100 জন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধিকে নেতৃত্ব পরিবর্তনের জন্য চিঠি দিয়েছেন । যদিও তাঁর এই দাবি উড়িয়ে দেয় কংগ্রেস ।

আজ সকালে সঞ্জয় ঝা দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাকে উদ্দেশ করে একটি টুইটে "BJP কট্টরপন্থী" বলে উল্লেখ করেন । কংগ্রেসের দলীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন নেতা যেভাবে দলটি পরিচালনা করছেন এবং তাঁদের দিকনির্দেশনা অভাব নিয়ে বিগত এক বছর ধরে দলের বেশকিছু প্রবীণ ও তরুণ নেতা । এদিকে, 73 বছর বয়সি সোনিয়া গান্ধিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশেষত স্বাস্থ্যের কারণে আর এই দায়িত্বে থাকতে চান না তিনি । কংগ্রেস সভাপতির পদে এবং দলকে নেতৃত্ব দেওয়ার জন্য রাহুল গান্ধিকে ফিরিয়ে আনতে অবশ্য আগ্রহী অনেকেই ।

দিল্লি, 23 অগাস্ট : দলের অভ্যন্তরীণ সংকটের কথা উল্লেখ করে নেতৃত্বের বিষয়টি নিয়ে সোনিয়া গান্ধিকে চিঠি দিল শীর্ষ কংগ্রেস নেতৃত্ব । দলীয় সূত্রে জানা গিয়েছে, এ'বিষয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির আগামীকালের বৈঠকে আলোচনার জন্য আবেদন জানিয়েছেন 20 জনেরও বেশি শীর্ষ কংগ্রেস নেতা । চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে সংসদ সদস্য, প্রাক্তন মন্ত্রী ও মুখ্যমন্ত্রী এবং CWC-র সদস্যরা রয়েছেন ।

কংগ্রেসের আভ্যন্তরীণ "অনিশ্চয়তা" নিয়ে চিঠিতে অসন্তোষ প্রকাশ করেছেন বেশিরভাগ প্রবীণ নেতাই । তরুণ প্রজন্ম দলের প্রতি আস্থা হারাচ্ছে এই দাবি করে একটি “সম্মিলিত নেতৃত্ব”-এর আহ্বান জানান হয়েছে এই চিঠিতে । এর আগে সঞ্জয় ঝা একটি টুইটে দাবি করেছিলেন, প্রায় 100 জন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধিকে নেতৃত্ব পরিবর্তনের জন্য চিঠি দিয়েছেন । যদিও তাঁর এই দাবি উড়িয়ে দেয় কংগ্রেস ।

আজ সকালে সঞ্জয় ঝা দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাকে উদ্দেশ করে একটি টুইটে "BJP কট্টরপন্থী" বলে উল্লেখ করেন । কংগ্রেসের দলীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন নেতা যেভাবে দলটি পরিচালনা করছেন এবং তাঁদের দিকনির্দেশনা অভাব নিয়ে বিগত এক বছর ধরে দলের বেশকিছু প্রবীণ ও তরুণ নেতা । এদিকে, 73 বছর বয়সি সোনিয়া গান্ধিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশেষত স্বাস্থ্যের কারণে আর এই দায়িত্বে থাকতে চান না তিনি । কংগ্রেস সভাপতির পদে এবং দলকে নেতৃত্ব দেওয়ার জন্য রাহুল গান্ধিকে ফিরিয়ে আনতে অবশ্য আগ্রহী অনেকেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.