ETV Bharat / bharat

গুজরাতে কোরোনা সংক্রমিত ব্যক্তির মৃত্যু, দেশে সংখ্যা বেড়ে 7

author img

By

Published : Mar 22, 2020, 3:54 PM IST

Updated : Mar 22, 2020, 4:34 PM IST

গুজরাতের সুরাতে কোরোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুু ৷

গুজরাতে কোরোনা সংক্রমিত ব্যক্তির মৃত্যু, দেশে সংখ্যা বেড়ে 7
গুজরাতে কোরোনা সংক্রমিত ব্যক্তির মৃত্যু, দেশে সংখ্যা বেড়ে 7

সুরাত, 22 মার্চ : কোরোনায় সংক্রমিত হয়ে মৃত আরও এক ৷ আজই গুজরাতের সুরাতের বাসিন্দাও ব্যক্তির কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রকাশ্যে আসে ৷ এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত ৷ পাশাপাশি রাজস্থানের জয়পুরে ইট্যালির এক নাগরিকের মৃত্যু হয়েছে ৷

  • One #COVID19 positive patient, male 69 yrs, died today in Surat hospital. He was having co-morbid conditions. One female, 65 years, died in Vadodara hospital but her test report for COVID is awaited. She was also having comorbid conditions: Health & Family Welfare Dept, Gujarat pic.twitter.com/ewXKn1TUbK

    — ANI (@ANI) March 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গুজরাতে এই প্রথম কোরোনায় আক্রান্ত হয়ে কোনও ব্যক্তির মৃত্যু হল ৷ গুজরাতের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, 67 বছর বয়সী ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যা নিয়ে সুরাতের এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন ৷

কোরোনায় সংক্রমিত সন্দেহে ভদোদরার এক হাসপাতালে ভরতি ছিলেন আরও এক 65 বছর বয়সী মহিলা ৷ আজ সকালেই ওই মহিলারও মৃত্যু হয় ৷ তবে ওই মহিলার সোয়াব পরীক্ষার রিপোর্ট এখনও পর্যন্ত হাতে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ভদোদরার হাসপাতালের ওই মহিলাও একই উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বলে গুজরাতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে ৷

এর আগে আজ সকালেই কোরোননায় আক্রান্ত আরও দু'জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে ৷ COVID-19-এ আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে গতরাতে মৃত্যু হয় একজনের । বয়স হয়েছিল ৬৩ বছর । তিনি ডায়াবেটিস, হাই ব্লাড প্রেসার ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন । মহারাষ্ট্র জনস্বাস্থ্য বিভাগের তরফে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । জনস্বাস্থ্য বিভাগের তরফে আরও জানানো হয়েছিল প্রায় দু'সপ্তাহ আগে তিনি সুরাট থেকে ফিরেছিলেন । পাশাপাশি বিহারেও অন্য এক ব্যক্তি কোরোনা আক্রান্ত হয়ে আজ মারা যায় ৷

সুরাত, 22 মার্চ : কোরোনায় সংক্রমিত হয়ে মৃত আরও এক ৷ আজই গুজরাতের সুরাতের বাসিন্দাও ব্যক্তির কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রকাশ্যে আসে ৷ এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত ৷ পাশাপাশি রাজস্থানের জয়পুরে ইট্যালির এক নাগরিকের মৃত্যু হয়েছে ৷

  • One #COVID19 positive patient, male 69 yrs, died today in Surat hospital. He was having co-morbid conditions. One female, 65 years, died in Vadodara hospital but her test report for COVID is awaited. She was also having comorbid conditions: Health & Family Welfare Dept, Gujarat pic.twitter.com/ewXKn1TUbK

    — ANI (@ANI) March 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গুজরাতে এই প্রথম কোরোনায় আক্রান্ত হয়ে কোনও ব্যক্তির মৃত্যু হল ৷ গুজরাতের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, 67 বছর বয়সী ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যা নিয়ে সুরাতের এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন ৷

কোরোনায় সংক্রমিত সন্দেহে ভদোদরার এক হাসপাতালে ভরতি ছিলেন আরও এক 65 বছর বয়সী মহিলা ৷ আজ সকালেই ওই মহিলারও মৃত্যু হয় ৷ তবে ওই মহিলার সোয়াব পরীক্ষার রিপোর্ট এখনও পর্যন্ত হাতে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ভদোদরার হাসপাতালের ওই মহিলাও একই উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বলে গুজরাতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে ৷

এর আগে আজ সকালেই কোরোননায় আক্রান্ত আরও দু'জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে ৷ COVID-19-এ আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে গতরাতে মৃত্যু হয় একজনের । বয়স হয়েছিল ৬৩ বছর । তিনি ডায়াবেটিস, হাই ব্লাড প্রেসার ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন । মহারাষ্ট্র জনস্বাস্থ্য বিভাগের তরফে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । জনস্বাস্থ্য বিভাগের তরফে আরও জানানো হয়েছিল প্রায় দু'সপ্তাহ আগে তিনি সুরাট থেকে ফিরেছিলেন । পাশাপাশি বিহারেও অন্য এক ব্যক্তি কোরোনা আক্রান্ত হয়ে আজ মারা যায় ৷

Last Updated : Mar 22, 2020, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.