মুম্বই, 14 মার্চ : কোরোনায় আক্রান্ত সন্দেহে ভরতি ছিলেন মহারাষ্ট্রের হাসপাতালে । আজ মৃত্যু হল বৃদ্ধের । তিনি সম্প্রতি হজ থেকে ফিরেছিলেন বলে জানা গেছে । তবে, কোরোনাতেই যে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট করেনি হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । দু'দিনে নিশ্চিত জানা যাবে মৃত্যুর কারণ ।
কোরোনার প্রকোপে ইতিমধ্যে বিশ্বের 1 লাখ 45 হাজার মানুষ । মৃত্যু হয়েছে পাঁচ হাজারেরও বেশি । ভারতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 84-তে । মৃত্যু হয়েছে 2 জনের । এই মৃত্যুও যদি কোরোনায় হয়ে থাকে তাহলে ভারতে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াবে 3-এ ।
পুরো বিষয়টি মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রক COVID-19 কে উল্লেখযোগ্য বিপর্যয় হিসেবে বিবেচনা করছে । আতঙ্কের বদলে সতর্ক থাকতে বলা হচ্ছে সকলকে ৷