ETV Bharat / bharat

ফের মৃত্যু কোরোনায়, এবার পঞ্জাব - কোরোনা মৃত্যু

কোরোনা ভাইরাসের জেরে মৃত্যুু হল পঞ্জাবের একজনের ৷ এই নিয়ে দেশে মোট চারজনের মৃত্যু হল ৷

corona death
corona death
author img

By

Published : Mar 19, 2020, 3:21 PM IST

Updated : Mar 19, 2020, 5:50 PM IST

চণ্ডীগড়, 19 মার্চ : দেশে COVID-19 আক্রান্ত চতুর্থ ব্যক্তির মৃত্যু হল ৷ পঞ্জাবের নওয়ানশহর জেলার 72 বছরের ওই বৃদ্ধ ডায়াবেটিস ও হাইপারটেনশনে আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে ৷

পোস্ট গ্র্যাজ়ুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (PGIMER)-এর ডিরেক্টর জগৎ রাম জানিয়েছেন, মৃত ব্যক্তি 7 মার্চ জার্মানি থেকে ইটালি হয়ে দেশে ফিরেছিলেন ৷ বুকে প্রচণ্ড ব্যাথা নিয়ে গতকাল তিনি হাসপাতালে ভরতি হন ৷ ভরতি কিছু সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয় ৷ পরে পরীক্ষা করে বৃদ্ধের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া যায় ৷ এর আগে পাঞ্জাবে এক ব্যক্তির দেহে কোরোনা ভাইরাস পাওয়া যায় ৷

দেশে COVID-19 বা নভেল কোরোনা ভাইরাসে আক্রান্তের পরিমাণ দেড়শ ছাড়িয়েছে ৷ নতুন করে 18 জনের শরীরে কোরোনা পাওয়া যাওয়ায় COVID-19 আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 169 ৷

চণ্ডীগড়, 19 মার্চ : দেশে COVID-19 আক্রান্ত চতুর্থ ব্যক্তির মৃত্যু হল ৷ পঞ্জাবের নওয়ানশহর জেলার 72 বছরের ওই বৃদ্ধ ডায়াবেটিস ও হাইপারটেনশনে আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে ৷

পোস্ট গ্র্যাজ়ুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (PGIMER)-এর ডিরেক্টর জগৎ রাম জানিয়েছেন, মৃত ব্যক্তি 7 মার্চ জার্মানি থেকে ইটালি হয়ে দেশে ফিরেছিলেন ৷ বুকে প্রচণ্ড ব্যাথা নিয়ে গতকাল তিনি হাসপাতালে ভরতি হন ৷ ভরতি কিছু সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয় ৷ পরে পরীক্ষা করে বৃদ্ধের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া যায় ৷ এর আগে পাঞ্জাবে এক ব্যক্তির দেহে কোরোনা ভাইরাস পাওয়া যায় ৷

দেশে COVID-19 বা নভেল কোরোনা ভাইরাসে আক্রান্তের পরিমাণ দেড়শ ছাড়িয়েছে ৷ নতুন করে 18 জনের শরীরে কোরোনা পাওয়া যাওয়ায় COVID-19 আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 169 ৷

Last Updated : Mar 19, 2020, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.