ETV Bharat / bharat

ওড়িশায় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ, 24 ঘণ্টায় প্রায় 4 হাজার - ওড়িশায় কোরোনা আক্রান্তের সংখ্যা

ওড়িশায় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ । 24 ঘণ্টায় কোরোনা সংক্রমিত 3 হাজার 991।

odisha
ফাইল ছবি
author img

By

Published : Sep 10, 2020, 6:02 PM IST

ভুবনেশ্বর, 10 সেপ্টেম্বর : ওড়িশায় 24 ঘণ্টায় কোরোনা সংক্রমিত 3 হাজার 991জন । যা এখনও দৈনিক নিরিখে সর্বোচ্চ । সংশ্লিষ্ট রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 39 হাজার 121 ।

24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11জনের । মোট মৃতের সংখ্যা 591 ।

খুরধা, কটক এবং পুরীতে দুইজন করে ব্যক্তির কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । ভদ্রক, গঞ্জম, কোরাপুট, নয়াগড় এবং রায়াগড়াতে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে । বর্তমানে 2 হাজার 315জন কোয়ারানটিনে রয়েছেন ।

খুরধায় আক্রান্ত হয়েছেন সর্বাধিক, 687জন । কটকে সংক্রমিত 392 । পুরীতে কোরোনা সংক্রমিত 332জন । বর্তমানে ওড়িশায় সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 33 হাজার 182 । মোট সুস্থ হয়েছেন 1 লাখ 5 হাজার 295জন ।

ভুবনেশ্বর, 10 সেপ্টেম্বর : ওড়িশায় 24 ঘণ্টায় কোরোনা সংক্রমিত 3 হাজার 991জন । যা এখনও দৈনিক নিরিখে সর্বোচ্চ । সংশ্লিষ্ট রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 39 হাজার 121 ।

24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11জনের । মোট মৃতের সংখ্যা 591 ।

খুরধা, কটক এবং পুরীতে দুইজন করে ব্যক্তির কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । ভদ্রক, গঞ্জম, কোরাপুট, নয়াগড় এবং রায়াগড়াতে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে । বর্তমানে 2 হাজার 315জন কোয়ারানটিনে রয়েছেন ।

খুরধায় আক্রান্ত হয়েছেন সর্বাধিক, 687জন । কটকে সংক্রমিত 392 । পুরীতে কোরোনা সংক্রমিত 332জন । বর্তমানে ওড়িশায় সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 33 হাজার 182 । মোট সুস্থ হয়েছেন 1 লাখ 5 হাজার 295জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.