ETV Bharat / bharat

নতুন করে কোনও গ্যাস লিকেজ হয়নি LG পলিমার্সে - জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

Vizag Gas Leak
ছবি
author img

By

Published : May 8, 2020, 12:37 PM IST

Updated : May 8, 2020, 12:58 PM IST

09:46 May 08

দ্বিতীয় দফায় লিকেজের কোনও ঘটনা ঘটেনি । জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সংবাদমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন ।

দিল্লি, 8 মে : বিশাখাপটনমের গ্যাস প্ল্যান্টে নতুন করে কোনও গ্যাস লিকের ঘটনা ঘটেনি । আজ সকালে এক ভিডিয়ো বার্তায় এই কথাই জানালেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান ।  

গতকাল গ্যাস প্ল্যান্টে লিকের খবর প্রকাশ্যে আসার পর সংবাদমাধ্যমের একাংশে সম্প্রচারিত হয়েছিল, দ্বিতীয় দফায় ফের গ্যাস লিক করেছে LG পলিমার্সের ওই কারখানা থেকে । কিন্তু এই তথ্য সম্পূর্ণভাবে ভুল বলেই আজ জানিয়ে দিলেন এস এন প্রধান ।

এস এন প্রধান ওই ভিডিয়ো বার্তায় বলেন, "বিশাখাপটনমের গ্যাস প্ল্যান্টে দ্বিতীয় দফায় গ্যাস লিক হয়েছে বলে কিছু গুজব শোনা যাচ্ছে । কিছু সংবাদমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়েছিল । কিন্তু এই খবরের কোনও বাস্তব ভিত্তি নেই । এই তথ্য সম্পূর্ণ ভুল ।"

পাশাপাশি বিশাখাপটনমের পরিস্থিতির ব্যাখ্যাও করেন তিনি । বলেন, "পুণে ও নাগপুর থেকে বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই ঘটনাস্থানে পৌঁছে গেছে । গতরাতেই তাঁরা দুর্ঘটনাস্থান পরিদর্শনে যান । স্থানীয় আধিকারিকরাও ছিলেন সেই সময়ে । আজ সকালে তাঁরা আরও একবার দুর্ঘটনাস্থানে যান । যেখান থেকে গ্যাস লিক করেছিল, সেই লিকেজ়ের জায়গাটা পুরোপুরিভাবে বন্ধ করার কাজ করছিলেন তাঁরা আজ । তখনই কিছু ধোঁয়া বেরিয়েছিল লিকেজ়ের জায়গা থেকে । কিন্তু সেটা নতুন কোনও লিক নয় । লিকেজ় বন্ধ করার সময় এটি সম্পূর্ণ প্রযুক্তিগত একটি বিষয় । আমি আবারও বলছি, দ্বিতীয় দফায় লিকেজের কোনও ঘটনা ঘটেনি । জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সংবাদমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন ।"

তিনি আরও বলেন, "লিকেজ কীভাবে সিল করা হবে, সেই বিষয়ে ওই বিশেষজ্ঞ দলই সিদ্ধান্ত নেবে । এই কাজে যে কেমিকেলের প্রয়োজন, তাও গতকাল রাতের মধ্যেই দমন থেকে আনিয়ে নিয়েছেন বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা । বর্তমানে তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণ কেমিকেল রয়েছে । আপনাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই । বিশেষজ্ঞরা সর্বক্ষণ কাজ করছেন । আমার বিশ্বাস, আজকের মধ্যেই তাঁরা লিকেজ সিল করার কাজ শেষ করে ফেলবেন ।"

09:46 May 08

দ্বিতীয় দফায় লিকেজের কোনও ঘটনা ঘটেনি । জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সংবাদমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন ।

দিল্লি, 8 মে : বিশাখাপটনমের গ্যাস প্ল্যান্টে নতুন করে কোনও গ্যাস লিকের ঘটনা ঘটেনি । আজ সকালে এক ভিডিয়ো বার্তায় এই কথাই জানালেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান ।  

গতকাল গ্যাস প্ল্যান্টে লিকের খবর প্রকাশ্যে আসার পর সংবাদমাধ্যমের একাংশে সম্প্রচারিত হয়েছিল, দ্বিতীয় দফায় ফের গ্যাস লিক করেছে LG পলিমার্সের ওই কারখানা থেকে । কিন্তু এই তথ্য সম্পূর্ণভাবে ভুল বলেই আজ জানিয়ে দিলেন এস এন প্রধান ।

এস এন প্রধান ওই ভিডিয়ো বার্তায় বলেন, "বিশাখাপটনমের গ্যাস প্ল্যান্টে দ্বিতীয় দফায় গ্যাস লিক হয়েছে বলে কিছু গুজব শোনা যাচ্ছে । কিছু সংবাদমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়েছিল । কিন্তু এই খবরের কোনও বাস্তব ভিত্তি নেই । এই তথ্য সম্পূর্ণ ভুল ।"

পাশাপাশি বিশাখাপটনমের পরিস্থিতির ব্যাখ্যাও করেন তিনি । বলেন, "পুণে ও নাগপুর থেকে বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই ঘটনাস্থানে পৌঁছে গেছে । গতরাতেই তাঁরা দুর্ঘটনাস্থান পরিদর্শনে যান । স্থানীয় আধিকারিকরাও ছিলেন সেই সময়ে । আজ সকালে তাঁরা আরও একবার দুর্ঘটনাস্থানে যান । যেখান থেকে গ্যাস লিক করেছিল, সেই লিকেজ়ের জায়গাটা পুরোপুরিভাবে বন্ধ করার কাজ করছিলেন তাঁরা আজ । তখনই কিছু ধোঁয়া বেরিয়েছিল লিকেজ়ের জায়গা থেকে । কিন্তু সেটা নতুন কোনও লিক নয় । লিকেজ় বন্ধ করার সময় এটি সম্পূর্ণ প্রযুক্তিগত একটি বিষয় । আমি আবারও বলছি, দ্বিতীয় দফায় লিকেজের কোনও ঘটনা ঘটেনি । জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সংবাদমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন ।"

তিনি আরও বলেন, "লিকেজ কীভাবে সিল করা হবে, সেই বিষয়ে ওই বিশেষজ্ঞ দলই সিদ্ধান্ত নেবে । এই কাজে যে কেমিকেলের প্রয়োজন, তাও গতকাল রাতের মধ্যেই দমন থেকে আনিয়ে নিয়েছেন বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা । বর্তমানে তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণ কেমিকেল রয়েছে । আপনাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই । বিশেষজ্ঞরা সর্বক্ষণ কাজ করছেন । আমার বিশ্বাস, আজকের মধ্যেই তাঁরা লিকেজ সিল করার কাজ শেষ করে ফেলবেন ।"

Last Updated : May 8, 2020, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.