ETV Bharat / bharat

ওয়াঘা সীমান্তে BSF-এর ইদের আমন্ত্রণ ফিরিয়ে দিল পাকিস্তান রেঞ্জার্স - Eid ul Adha

গতকাল পাকিস্তান রেঞ্জার্স BSF কর্মীদের জানিয়েছিল যে, এ বছর বকরি ইদ উপলক্ষ্যে মিষ্টি বিনিময় হবে না । এ বছর জুনের শুরুর দিকে ইদ উল ফিতর উপলক্ষ্যে BSF এবং পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা ওয়াঘা সীমান্তে মিষ্টি আদান প্রদান করেছিল । কিন্তু, কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ নিয়ে কড়া অবস্থান নিয়ে পাকিস্তান ।

ওয়াঘা সীমান্ত
author img

By

Published : Aug 12, 2019, 3:49 PM IST

ওয়াঘা, 12 অগাস্ট : পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে এবার ইদ উপলক্ষ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এবং পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় হল না । সূত্রের খবর, BSF কর্মীরা পাকিস্তান রেঞ্জার্সের সদস্যদের সঙ্গে মিষ্টি বিনিময় করতে রাজি ছিল । কিন্তু পাকিস্তান এ ব্যাপারে কোনও উৎসাহ দেখায়নি ।

সূত্রের খবর, গতকাল পাকিস্তান রেঞ্জার্স BSF কর্মীদের জানিয়েছিল যে, এ বছর বকরি ইদ উপলক্ষ্যে মিষ্টি বিনিময় হবে না । এ বছর জুনের শুরুর দিকে ইদ উল ফিতর উপলক্ষ্যে BSF এবং পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা ওয়াঘা সীমান্তে মিষ্টি আদান প্রদান করেছিল । কিন্তু, কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ নিয়ে কড়া অবস্থান নিয়ে পাকিস্তান ।

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে সরকার । এনিয়ে তীব্র আপত্তি জানায় পাকিস্তান । দিল্লির এই পদক্ষেপকে বেআইনি দাবি করে বিরোধিতা চালাবে বলেও হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ । বুধবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনমন ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার । পালটা বিবৃতি দিয়ে ইসলামাবাদকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলেছে দিল্লি, যাতে কূটনৈতিক যোগাযোগের সাধারণ পথগুলি খোলা থাকে । পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে, জম্মু ও কাশ্মীরের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয় ।

ওয়াঘা, 12 অগাস্ট : পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে এবার ইদ উপলক্ষ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এবং পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় হল না । সূত্রের খবর, BSF কর্মীরা পাকিস্তান রেঞ্জার্সের সদস্যদের সঙ্গে মিষ্টি বিনিময় করতে রাজি ছিল । কিন্তু পাকিস্তান এ ব্যাপারে কোনও উৎসাহ দেখায়নি ।

সূত্রের খবর, গতকাল পাকিস্তান রেঞ্জার্স BSF কর্মীদের জানিয়েছিল যে, এ বছর বকরি ইদ উপলক্ষ্যে মিষ্টি বিনিময় হবে না । এ বছর জুনের শুরুর দিকে ইদ উল ফিতর উপলক্ষ্যে BSF এবং পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা ওয়াঘা সীমান্তে মিষ্টি আদান প্রদান করেছিল । কিন্তু, কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ নিয়ে কড়া অবস্থান নিয়ে পাকিস্তান ।

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে সরকার । এনিয়ে তীব্র আপত্তি জানায় পাকিস্তান । দিল্লির এই পদক্ষেপকে বেআইনি দাবি করে বিরোধিতা চালাবে বলেও হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ । বুধবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনমন ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার । পালটা বিবৃতি দিয়ে ইসলামাবাদকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলেছে দিল্লি, যাতে কূটনৈতিক যোগাযোগের সাধারণ পথগুলি খোলা থাকে । পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে, জম্মু ও কাশ্মীরের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয় ।

Srinagar (JandK), Aug 12 (ANI): More than hundreds of people offered 'namaz' in Jammu and Kashmir's Srinagar in the morning at Mohalla mosques on the occasion of Eid-ul-Adha on August 12. Despite curfew, people are coming out of their houses to offer prayers and to celebrate the festival. Leverage has been given in curfew for the festival. Jammu and Kashmir police officials greeted people outside mosque. People across the nation are celebrating the festival with great zeal.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.