ETV Bharat / bharat

তৃতীয় লিঙ্গের মানুষদের সুবিধার্থে পরামর্শ চাইল নয়ডা মেট্রো - মেট্রো রেল

NMRC-র তরফে গতবছর জানানো হয়েছিল, সেক্টর-50 মেট্রো স্টেশনকে তৃতীয় লিঙ্গের জন্য গড়ে তোলা হবে । সেইমতো NGO ও সাধারণ মানুষের কাছে পরামর্শ চেয়েছে NMRC ।

Facilities for third gender in noida metro
তৃতীয় লিঙ্গের মানুষের জন্য মেট্রো স্টেশনে সুবিধা
author img

By

Published : Jun 22, 2020, 6:37 AM IST

নয়ডা, 22 জুন : তৃতীয় লিঙ্গের মানুষদের সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন NGO ও সাধারণ মানুষের পরামর্শ চাইল নয়ডা মেট্রো রেল কর্পোরেশন (NMRC) । গত বছর NMRC-র তরফে জানানো হয়েছিল, সেক্টর-50 মেট্রো স্টেশনকে 'শি ম‍্যান' স্টেশনে পরিণত করা হবে । সেখানে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য সমস্ত সুবিধা দেওয়া হবে । তাদের চাকরির ব্যবস্থা করা হবে ।

অ্যাকোয়া লাইন নামে পরিচিত নয়ডা মেট্রো রেল কর্পোরেশনের প্রস্তাবে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে বহু মানুষ উত্তর দিয়েছেন । nmrcnoida@gmail.com এই মেল আইডিতে 6 জুলাইয়ের মধ্যে নিজেদের পরামর্শ দেওয়া যাবে বলে জানিয়েছেন NMRC-র ডেপুটি জেনেরাল ম্যানেজার (কর্পোরেট কমিউনিকেশন) সন্ধ্যা শর্মা । তিনি বলেন, “NMRC চায় তৃতীয় লিঙ্গের মানুষজন যাতে উৎসাহের সঙ্গে এই পদক্ষেপে শামিল হতে পারেন । অ্যাকোয়া লাইনে গর্বের সঙ্গে যেন তাঁঁরা যাতায়াত করতে পারেন ।”

এই পদক্ষেপের জন্য ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে NMRC-র তরফে । মেট্রোতে যাঁরা যাতায়াত করছেন তাঁঁদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালাতে মেসেজ পাঠানো এবং স্বাক্ষর নেওয়া হচ্ছে । পাশাপাশি সমস্ত মেট্রো স্টেশন এবং ট্রেনের কোচে এই বিষয়ে ঘোষণা করা হচ্ছে । মেট্রো স্টেশনে যেসব কর্মী রয়েছেন তাঁঁদের আরও সহানুভূতিশীল হওয়ার আর্জি জানানো হয়েছে ।

সেক্টর-50 স্টেশনে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য রেস্টরুমের পরিকাঠামো পরিবর্তন করা হচ্ছে । তাঁঁদের জন্য আলাদা রেস্ট রুম তৈরি হবে । তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য যে সমস্ত NGO কাজ করে, তাদের কাছে NMRC বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে । তারমধ্যে সেক্টর-50 স্টেশনের নামকরণের ক্ষেত্রে ট্রান্সজেন্ডার নাকি রেনবো রাখা হবে তা নিয়ে প্রশ্ন করা হয় । এর উত্তরে বিভিন্ন নাম এসেছে । সেইসব বিচার করে চূড়ান্ত নাম ঠিক করবে বিশেষ কমিটি ।

গত বছর জুনে NMRC সেক্টর-50 মেট্রো স্টেশনকে তৃতীয় লিঙ্গের স্টেশনে পরিণত করার ঘোষণা করেছিল । NMRC-র ম্যানেজিং ডিরেক্টর ঋতু মহেশ্বরী বলেন, “দেশে 4.9 লাখ তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন যাঁদের মধ্যে 30 থেকে 35 হাজার দিল্লিতে বসবাস করেন ।” গত বছর জানুয়ারি থেকে অ্যাকোয়া লাইন মেট্রো পরিষেবা চালু হয় । গৌতম বুদ্ধ নগরের দুই যমজ শহরের মধ্যে প্রথম পরিষেবা চালু করে NMRC । 30 কিলোমিটার জুড়ে 21টি স্টেশনে মেট্রো চলাচল করে । NMRC-র মতো কেরালার কোচি মেট্রো রেল লিমিটেডের তরফে 2017 সালে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য বিশেষ পদক্ষেপ করা হয় । 23 জন তৃতীয় লিঙ্গের কর্মীকে নিয়োগ করে কোচি মেট্রো রেল লিমিটেড ।

নয়ডা, 22 জুন : তৃতীয় লিঙ্গের মানুষদের সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন NGO ও সাধারণ মানুষের পরামর্শ চাইল নয়ডা মেট্রো রেল কর্পোরেশন (NMRC) । গত বছর NMRC-র তরফে জানানো হয়েছিল, সেক্টর-50 মেট্রো স্টেশনকে 'শি ম‍্যান' স্টেশনে পরিণত করা হবে । সেখানে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য সমস্ত সুবিধা দেওয়া হবে । তাদের চাকরির ব্যবস্থা করা হবে ।

অ্যাকোয়া লাইন নামে পরিচিত নয়ডা মেট্রো রেল কর্পোরেশনের প্রস্তাবে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে বহু মানুষ উত্তর দিয়েছেন । nmrcnoida@gmail.com এই মেল আইডিতে 6 জুলাইয়ের মধ্যে নিজেদের পরামর্শ দেওয়া যাবে বলে জানিয়েছেন NMRC-র ডেপুটি জেনেরাল ম্যানেজার (কর্পোরেট কমিউনিকেশন) সন্ধ্যা শর্মা । তিনি বলেন, “NMRC চায় তৃতীয় লিঙ্গের মানুষজন যাতে উৎসাহের সঙ্গে এই পদক্ষেপে শামিল হতে পারেন । অ্যাকোয়া লাইনে গর্বের সঙ্গে যেন তাঁঁরা যাতায়াত করতে পারেন ।”

এই পদক্ষেপের জন্য ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে NMRC-র তরফে । মেট্রোতে যাঁরা যাতায়াত করছেন তাঁঁদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালাতে মেসেজ পাঠানো এবং স্বাক্ষর নেওয়া হচ্ছে । পাশাপাশি সমস্ত মেট্রো স্টেশন এবং ট্রেনের কোচে এই বিষয়ে ঘোষণা করা হচ্ছে । মেট্রো স্টেশনে যেসব কর্মী রয়েছেন তাঁঁদের আরও সহানুভূতিশীল হওয়ার আর্জি জানানো হয়েছে ।

সেক্টর-50 স্টেশনে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য রেস্টরুমের পরিকাঠামো পরিবর্তন করা হচ্ছে । তাঁঁদের জন্য আলাদা রেস্ট রুম তৈরি হবে । তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য যে সমস্ত NGO কাজ করে, তাদের কাছে NMRC বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে । তারমধ্যে সেক্টর-50 স্টেশনের নামকরণের ক্ষেত্রে ট্রান্সজেন্ডার নাকি রেনবো রাখা হবে তা নিয়ে প্রশ্ন করা হয় । এর উত্তরে বিভিন্ন নাম এসেছে । সেইসব বিচার করে চূড়ান্ত নাম ঠিক করবে বিশেষ কমিটি ।

গত বছর জুনে NMRC সেক্টর-50 মেট্রো স্টেশনকে তৃতীয় লিঙ্গের স্টেশনে পরিণত করার ঘোষণা করেছিল । NMRC-র ম্যানেজিং ডিরেক্টর ঋতু মহেশ্বরী বলেন, “দেশে 4.9 লাখ তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন যাঁদের মধ্যে 30 থেকে 35 হাজার দিল্লিতে বসবাস করেন ।” গত বছর জানুয়ারি থেকে অ্যাকোয়া লাইন মেট্রো পরিষেবা চালু হয় । গৌতম বুদ্ধ নগরের দুই যমজ শহরের মধ্যে প্রথম পরিষেবা চালু করে NMRC । 30 কিলোমিটার জুড়ে 21টি স্টেশনে মেট্রো চলাচল করে । NMRC-র মতো কেরালার কোচি মেট্রো রেল লিমিটেডের তরফে 2017 সালে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য বিশেষ পদক্ষেপ করা হয় । 23 জন তৃতীয় লিঙ্গের কর্মীকে নিয়োগ করে কোচি মেট্রো রেল লিমিটেড ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.