ETV Bharat / sports

অভিষেকে তিন উইকেট নাইট পেসারের, ইংল্য়ান্ডকে আড়াইশোর মধ্যে বাঁধল টিম ইন্ডিয়া - IND VS ENG 1ST ODI

নাগপুরে প্রথম ওডিআই ম্য়াচে আড়াইশোর মধ্যে গুটিয়ে গেল ইংল্যান্ড ৷ তিন উইকেট নিয়ে উজ্জ্বল হর্ষিত রানা ৷

HARSHIT RANA
উইকেটের উচ্ছ্বাস রানার (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 6, 2025, 5:23 PM IST

নাগপুর, 6 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্য়ান্ড সিরিজ ৷ যা পুরোপুরিভাবে আইসিসি মার্কি ইভেন্টের 'ড্রেস রিহার্সাল' ৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা অ্য়ান্ড কোম্পানির পারফরম্য়ান্স কেমন হতে পারে, এই সিরিজের ফলাফল একটা সম্যক ধারণা দেবে ৷ সেই লক্ষ্যে নাগপুরে প্রথম ম্য়াচে ইংল্য়ান্ডকে আড়াইশোর মধ্যে বেঁধে রাখলেন ভারতীয় বোলাররা ৷ যা দেখে আশান্বিত হতেই পারেন অনুরাগীরা ৷ উল্লেখযোগ্যভাবে অভিষেক ম্য়াচে তিন উইকেটে উজ্জ্বল হর্ষিত রানা ৷

নাইট ক্রিকেটার ছাড়াও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন ওডিআই অভিষেক হয় যশস্বী জয়সওয়ালেরও ৷ টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেন জস বাটলার ৷ তারকাখচিত ইংরেজ ব্য়াটারদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় বোলারদের কাছে শক্তি পরোখ করে নেওয়ার এটাই সবচেয়ে ভালো সুযোগ ৷ ফিল সল্ট ও বেন ডাকেটের 75 রানের ওপেনিং জুটিতে শুরুটা ভালো হয় ইংরেজদের ৷ 26 বলে ঝোড়ো 43 করে সল্ট রান-আউট হতেই পতন শুরু হয় ইংল্যান্ডের ৷ একই ওভারে বেন ডাকেট (32) ও হ্যারি ব্রুককে (0) ফিরিয়ে ভারতকে ম্য়াচে ফেরান রানা ৷

ওডিআই প্রত্যাবর্তনে জো রুটকে 19 রানে ফেরান রবীন্দ্র জাদেজা ৷ 18.3 ওভারে 111 রানে চার উইকেট হারানো ইংল্যান্ডের এই সময় প্রয়োজন ছিল একটা পোক্ত পার্টনারশিপের ৷ পঞ্চম উইকেটে 59 রান যোগ করে সেই কাজ কিছুটা করেন অধিনায়ক জস বাটলার ও জ্য়াকব বেথেল ৷ দু'জনের ব্যাটে অর্ধশতরান আসলেও রানের গতি নিয়ন্ত্রণে রাখেন জাদেজা, অক্ষর, শামিরা ৷ অর্ধশতরান পূর্ণ করে লম্বা হয়নি বাটলারের ইনিংস ৷ 67 বলে 52 রানে ইংরেজ অধিনায়ককে ফেরান অক্ষর প্যাটেল ৷ 51 রানে বেথেলকে ফেরান জাদেজা ৷

শেষদিকে জোফ্রা আর্চারের 18 বলে 31 রান আড়াইশোর দোরগোড়ায় নিয়ে যায় ইংল্যান্ডকে ৷ কিন্তু আড়াইশো পূর্ণ হয়নি তাঁদের ৷ 47.4 ওভারে 248 রানেই গুটিয়ে যায় সফরকারী দলের ইনিংস ৷ অলরাউন্ডারের ব্রাইডন কার্সের উইকেট নিলেন মহম্মদ শামি ৷ 2023 বিশ্বকাপ ফাইনালের পর ওডিআই প্রত্যাবর্তনে আট ওভারে 38 রান খরচ করলেন বাংলা পেসার ৷ নিলেন একটি মেডেনও ৷ তিন উইকেট নিলেও আত্মপ্রকাশে যথেচ্ছ রান দিলেন রানা ৷ সাত ওভারে 53 রান দিনে নাইট পেসার ৷ ন'ওভারে 26 রান দিয়ে তিন উইকেট গেল জাদেজার ঝুলিতে ৷ 9.4 ওভারে 53 রানে একটি উইকেট কুলদীপ যাদবের ঝুলিতে ৷ 38 রানে এক উইকেট গেল অক্ষরের ঝুলিতে ৷

আরও পড়ুন:

নাগপুর, 6 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্য়ান্ড সিরিজ ৷ যা পুরোপুরিভাবে আইসিসি মার্কি ইভেন্টের 'ড্রেস রিহার্সাল' ৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা অ্য়ান্ড কোম্পানির পারফরম্য়ান্স কেমন হতে পারে, এই সিরিজের ফলাফল একটা সম্যক ধারণা দেবে ৷ সেই লক্ষ্যে নাগপুরে প্রথম ম্য়াচে ইংল্য়ান্ডকে আড়াইশোর মধ্যে বেঁধে রাখলেন ভারতীয় বোলাররা ৷ যা দেখে আশান্বিত হতেই পারেন অনুরাগীরা ৷ উল্লেখযোগ্যভাবে অভিষেক ম্য়াচে তিন উইকেটে উজ্জ্বল হর্ষিত রানা ৷

নাইট ক্রিকেটার ছাড়াও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন ওডিআই অভিষেক হয় যশস্বী জয়সওয়ালেরও ৷ টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেন জস বাটলার ৷ তারকাখচিত ইংরেজ ব্য়াটারদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় বোলারদের কাছে শক্তি পরোখ করে নেওয়ার এটাই সবচেয়ে ভালো সুযোগ ৷ ফিল সল্ট ও বেন ডাকেটের 75 রানের ওপেনিং জুটিতে শুরুটা ভালো হয় ইংরেজদের ৷ 26 বলে ঝোড়ো 43 করে সল্ট রান-আউট হতেই পতন শুরু হয় ইংল্যান্ডের ৷ একই ওভারে বেন ডাকেট (32) ও হ্যারি ব্রুককে (0) ফিরিয়ে ভারতকে ম্য়াচে ফেরান রানা ৷

ওডিআই প্রত্যাবর্তনে জো রুটকে 19 রানে ফেরান রবীন্দ্র জাদেজা ৷ 18.3 ওভারে 111 রানে চার উইকেট হারানো ইংল্যান্ডের এই সময় প্রয়োজন ছিল একটা পোক্ত পার্টনারশিপের ৷ পঞ্চম উইকেটে 59 রান যোগ করে সেই কাজ কিছুটা করেন অধিনায়ক জস বাটলার ও জ্য়াকব বেথেল ৷ দু'জনের ব্যাটে অর্ধশতরান আসলেও রানের গতি নিয়ন্ত্রণে রাখেন জাদেজা, অক্ষর, শামিরা ৷ অর্ধশতরান পূর্ণ করে লম্বা হয়নি বাটলারের ইনিংস ৷ 67 বলে 52 রানে ইংরেজ অধিনায়ককে ফেরান অক্ষর প্যাটেল ৷ 51 রানে বেথেলকে ফেরান জাদেজা ৷

শেষদিকে জোফ্রা আর্চারের 18 বলে 31 রান আড়াইশোর দোরগোড়ায় নিয়ে যায় ইংল্যান্ডকে ৷ কিন্তু আড়াইশো পূর্ণ হয়নি তাঁদের ৷ 47.4 ওভারে 248 রানেই গুটিয়ে যায় সফরকারী দলের ইনিংস ৷ অলরাউন্ডারের ব্রাইডন কার্সের উইকেট নিলেন মহম্মদ শামি ৷ 2023 বিশ্বকাপ ফাইনালের পর ওডিআই প্রত্যাবর্তনে আট ওভারে 38 রান খরচ করলেন বাংলা পেসার ৷ নিলেন একটি মেডেনও ৷ তিন উইকেট নিলেও আত্মপ্রকাশে যথেচ্ছ রান দিলেন রানা ৷ সাত ওভারে 53 রান দিনে নাইট পেসার ৷ ন'ওভারে 26 রান দিয়ে তিন উইকেট গেল জাদেজার ঝুলিতে ৷ 9.4 ওভারে 53 রানে একটি উইকেট কুলদীপ যাদবের ঝুলিতে ৷ 38 রানে এক উইকেট গেল অক্ষরের ঝুলিতে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.