ETV Bharat / bharat

''কাশ্মীরে নেট ? খারাপ সিনেমা দেখা ছাড়া আর কিছু করার নেই'', মন্তব্য নীতি আয়োগ সদস্যের - জম্মু-কাশ্মীরে নেট পরিষেবা বন্ধ

ভি কে সারস্বত বলেন, "কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা না থাকলে কী সমস্যা হবে ? ইন্টারনেটে তাঁরা কী দেখেন ? খারাপ সিনেমা দেখা ছাড়া তো কিছুই করেন না ৷ "

NITI Aayog member V K Saraswat
ভি কে সারস্বত
author img

By

Published : Jan 19, 2020, 2:26 PM IST

গান্ধিনগর, 19 জানুয়ারি : উপত্যকায় নেট পরিষেবা বন্ধ রাখার পক্ষে দিলেন নীতি আয়োগ সদস্য ভি কে সারস্বত ৷ কাশ্মীরে নেট পরিষেবা বন্ধ রাখার পিছনে জানালেন নিজস্ব যুক্তিও ৷ তাঁর বক্তব্য, সেখানে ইন্টারনেট বন্ধ থাকায় কোনও ক্ষতি হয়নি ৷ কারণ খারাপ সিনেমা দেখা ছাড়া আর কিছু করার নেই সেখানে ৷ যদিও পরে তিনি বলেন, আর্থিক ক্ষতির কথা বলতে চেয়েছেন তিনি ৷

  • NITI Aayog member V K Saraswat: Why do politicians want to go to Kashmir? They want to re-create the protests happening on the roads of Delhi in Kashmir. They use social media to fuel protests. (1/2) (18.01.2020) pic.twitter.com/ZneAatkgTQ

    — ANI (@ANI) January 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল গান্ধিনগরে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে ভি কে সারস্বত এই মন্তব্য করেন ৷ তিনি বলেন, "কাশ্মীরে নেট বন্ধ রয়েছে ৷ কিন্তু গুজরাতে তো নেট পরিষেবা চালু রয়েছে ৷ কাশ্মীরে নেট বন্ধ করার পিছনে অন্য কারণ রয়েছে ৷ কাশ্মীরে নেট চালু থাকলে তার অপব্যবহার করা হবে ৷ এর ফলে দেশের শান্তিশৃঙ্খলার উপর প্রভাব পড়বে ৷ " পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের উদ্দেশে বলেন, " যে সব রাজনৈতিক নেতারা ওখানে যেতে চাইছেন তাঁরা কেন যেতে চাইছেন ? তাঁরা চাইছেন দিল্লির মত কাশ্মীরেও রাস্তায় নেমে মানুষ বিক্ষোভ শুরু করুক ৷ সোশাল মিডিয়া আগুন জ্বালানোর কাজ করে ৷ ওখানে (কাশ্মীরে ) ইন্টারনেট পরিষেবা না থাকলে কী ক্ষতি হবে ? আর ওখানে নেট পরিষেবা থেকেই বা কি লাভ ? খারাপ সিনেমা দেখা ছাড়া তো কিছুই হবে না ৷ "

  • #WATCH: NITI Aayog's VK Saraswat says "...They (politicians) use social media to fuel protests. What difference does it make if there’s no internet in Kashmir? What do you watch on internet there? What e-tailing is happening? Besides watching dirty films, you do nothing. (18.01) pic.twitter.com/slz9o88oF2

    — ANI (@ANI) January 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সারস্বতের কথা, অশান্তি তৈরি করতে সোশাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে ৷ কিন্তু তাতে কোনও লাভ হবে না ৷

  • NITI Aayog member V K Saraswat: What difference does it make if there’s no internet in Kashmir? What do you watch on internet there? What e-tailing is happening there? Besides watching dirty films, you do nothing there. 2/2 pic.twitter.com/LG81TcuBoA

    — ANI (@ANI) January 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে গত বছরের 5 অগাস্ট ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রের । সেসময় রাজ্যের মুখ্যসচিব বি ভি আর সুব্রমনিয়াম জানিয়েছিলেন, ধাপে ধাপে ফোন পরিষেবা চালু হবে সপ্তাহান্তেই ৷ সেই মতোই 17 অগাস্ট মোট 100টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে 17টি চালু করা হয় । চালু হয় প্রায় 50 হাজার ল্যান্ডলাইন । শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয় টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবা । তবে পরিস্থিতি খতিয়ে দেখে 18 অগাস্ট ফের বন্ধ হয় 2G মোবাইল পরিষেবা । প্ররোচনামূলক ভুয়ো খবর ছড়ানো রুখতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয় ।

প্রিপেইড গ্রাহকদের জন্য উপত্যকায় ফিরেছে ভয়েস কল ও SMS । চালু হয়েছে ব্রডব্যান্ড পরিষেবাও ৷ এমনই জানিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার ।

গান্ধিনগর, 19 জানুয়ারি : উপত্যকায় নেট পরিষেবা বন্ধ রাখার পক্ষে দিলেন নীতি আয়োগ সদস্য ভি কে সারস্বত ৷ কাশ্মীরে নেট পরিষেবা বন্ধ রাখার পিছনে জানালেন নিজস্ব যুক্তিও ৷ তাঁর বক্তব্য, সেখানে ইন্টারনেট বন্ধ থাকায় কোনও ক্ষতি হয়নি ৷ কারণ খারাপ সিনেমা দেখা ছাড়া আর কিছু করার নেই সেখানে ৷ যদিও পরে তিনি বলেন, আর্থিক ক্ষতির কথা বলতে চেয়েছেন তিনি ৷

  • NITI Aayog member V K Saraswat: Why do politicians want to go to Kashmir? They want to re-create the protests happening on the roads of Delhi in Kashmir. They use social media to fuel protests. (1/2) (18.01.2020) pic.twitter.com/ZneAatkgTQ

    — ANI (@ANI) January 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল গান্ধিনগরে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে ভি কে সারস্বত এই মন্তব্য করেন ৷ তিনি বলেন, "কাশ্মীরে নেট বন্ধ রয়েছে ৷ কিন্তু গুজরাতে তো নেট পরিষেবা চালু রয়েছে ৷ কাশ্মীরে নেট বন্ধ করার পিছনে অন্য কারণ রয়েছে ৷ কাশ্মীরে নেট চালু থাকলে তার অপব্যবহার করা হবে ৷ এর ফলে দেশের শান্তিশৃঙ্খলার উপর প্রভাব পড়বে ৷ " পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের উদ্দেশে বলেন, " যে সব রাজনৈতিক নেতারা ওখানে যেতে চাইছেন তাঁরা কেন যেতে চাইছেন ? তাঁরা চাইছেন দিল্লির মত কাশ্মীরেও রাস্তায় নেমে মানুষ বিক্ষোভ শুরু করুক ৷ সোশাল মিডিয়া আগুন জ্বালানোর কাজ করে ৷ ওখানে (কাশ্মীরে ) ইন্টারনেট পরিষেবা না থাকলে কী ক্ষতি হবে ? আর ওখানে নেট পরিষেবা থেকেই বা কি লাভ ? খারাপ সিনেমা দেখা ছাড়া তো কিছুই হবে না ৷ "

  • #WATCH: NITI Aayog's VK Saraswat says "...They (politicians) use social media to fuel protests. What difference does it make if there’s no internet in Kashmir? What do you watch on internet there? What e-tailing is happening? Besides watching dirty films, you do nothing. (18.01) pic.twitter.com/slz9o88oF2

    — ANI (@ANI) January 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সারস্বতের কথা, অশান্তি তৈরি করতে সোশাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে ৷ কিন্তু তাতে কোনও লাভ হবে না ৷

  • NITI Aayog member V K Saraswat: What difference does it make if there’s no internet in Kashmir? What do you watch on internet there? What e-tailing is happening there? Besides watching dirty films, you do nothing there. 2/2 pic.twitter.com/LG81TcuBoA

    — ANI (@ANI) January 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে গত বছরের 5 অগাস্ট ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রের । সেসময় রাজ্যের মুখ্যসচিব বি ভি আর সুব্রমনিয়াম জানিয়েছিলেন, ধাপে ধাপে ফোন পরিষেবা চালু হবে সপ্তাহান্তেই ৷ সেই মতোই 17 অগাস্ট মোট 100টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে 17টি চালু করা হয় । চালু হয় প্রায় 50 হাজার ল্যান্ডলাইন । শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয় টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবা । তবে পরিস্থিতি খতিয়ে দেখে 18 অগাস্ট ফের বন্ধ হয় 2G মোবাইল পরিষেবা । প্ররোচনামূলক ভুয়ো খবর ছড়ানো রুখতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয় ।

প্রিপেইড গ্রাহকদের জন্য উপত্যকায় ফিরেছে ভয়েস কল ও SMS । চালু হয়েছে ব্রডব্যান্ড পরিষেবাও ৷ এমনই জানিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার ।

Hyderabad, Jan 19 (ANI): Over 150 swine flu cases were reported in Telangana in January. Health officials expect rise in cases in coming days. Dr Shankar, Director, Institute of Preventive Medicine Telangana told ANI, "It is noticed that compared to last year, swine flu cases number is less. This year till now in January month we have tested around 370 swine flu suspected cases in which 30 were found positive. After dengue season swine flu starts in September month every year and will persist till February." "The Swine Flu cases may increase in the coming days; the government of Telangana has already alerted all the medical staff across the state regarding swine flu cases. In this season a total of around 200 swine flu positive cases expected and public should take all measures to protect themselves from fatal diseases."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.