ETV Bharat / bharat

লাল শালুতেই বাজেট নথি নির্মলার হাতে - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আজ বাজেট পেশের সময় সংসদে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীর ৷ যেভাবে বিরোধীরা দেশের অর্থনীতি নিয়ে বার বার অভিযোগের আঙুল তুলছেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই যে আজকের বাজেটকে হাতিয়ার করতে চলেছেন মোদি ও তাঁর টিম তা একপ্রকার নিশ্চিত ৷

নির্মলা সীতারমন
নির্মলা সীতারমন
author img

By

Published : Feb 1, 2020, 9:48 AM IST

Updated : Feb 1, 2020, 9:58 AM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করাই আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ ৷ তিনি যে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সেকথাই যেন বুঝিয়ে দিলেন নির্মলা সীতারমন ৷ ঘড়িতে তখন সকাল ন'টা ৷ অর্থমন্ত্রকের সামনে লাল শালুতে মুড়ে বাজেট নথি নিয়ে সাংবাদিকদের সামনে দাঁড়ালেন সীতারমন ও তাঁর মন্ত্রকের সদস্যরা৷ ছিলেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুরও ৷গত বছরই প্রথা ভেঙে লাল শালুতে মুড়ে বাজেট নথি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেছিলেন নির্মলা সীতারামন ।

অর্থমন্ত্রকের বৈঠক সেরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে যান সীতারমন ও অনুরাগ ৷ বাজেট নিয়ে খুঁটিনাটি আলোচনার পর সকাল 10টা 15 নাগাদ সংসদ ভবনে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ৷ আজ কীভাবে কী রূপরেখায় বাজেট পেশ করা হবে, তা নিয়েই শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী ও তাঁর দলের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সেরে নেবেন সীতারমন ৷

আজ বাজেট পেশের সময় সংসদে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীর ৷ যেভাবে বিরোধীরা দেশের অর্থনীতি নিয়ে বার বার অভিযোগের আঙুল তুলছেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই যে আজকের বাজেটকে হাতিয়ার করতে চলেছেন মোদি ও তাঁর টিম তা একপ্রকার নিশ্চিত ৷ চাকরির সুযোগ বৃদ্ধি, বেকারত্ব হ্রাস, ঝিমিয়ে পড়া অর্থনীতিকে তার ট্র্যাকে ফেরানো, বিদেশি মূলধন বিনিয়োগের পথ সুগম করা, দ্রব্যমূল্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করার পাশাপাশি রেলের উন্নয়নে একাধিক পদক্ষেপের ভাবনাচিন্তাও আজ প্রতিফলিত হওয়ার সম্ভাবনা ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করাই আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ ৷ তিনি যে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সেকথাই যেন বুঝিয়ে দিলেন নির্মলা সীতারমন ৷ ঘড়িতে তখন সকাল ন'টা ৷ অর্থমন্ত্রকের সামনে লাল শালুতে মুড়ে বাজেট নথি নিয়ে সাংবাদিকদের সামনে দাঁড়ালেন সীতারমন ও তাঁর মন্ত্রকের সদস্যরা৷ ছিলেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুরও ৷গত বছরই প্রথা ভেঙে লাল শালুতে মুড়ে বাজেট নথি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেছিলেন নির্মলা সীতারামন ।

অর্থমন্ত্রকের বৈঠক সেরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে যান সীতারমন ও অনুরাগ ৷ বাজেট নিয়ে খুঁটিনাটি আলোচনার পর সকাল 10টা 15 নাগাদ সংসদ ভবনে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ৷ আজ কীভাবে কী রূপরেখায় বাজেট পেশ করা হবে, তা নিয়েই শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী ও তাঁর দলের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সেরে নেবেন সীতারমন ৷

আজ বাজেট পেশের সময় সংসদে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীর ৷ যেভাবে বিরোধীরা দেশের অর্থনীতি নিয়ে বার বার অভিযোগের আঙুল তুলছেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই যে আজকের বাজেটকে হাতিয়ার করতে চলেছেন মোদি ও তাঁর টিম তা একপ্রকার নিশ্চিত ৷ চাকরির সুযোগ বৃদ্ধি, বেকারত্ব হ্রাস, ঝিমিয়ে পড়া অর্থনীতিকে তার ট্র্যাকে ফেরানো, বিদেশি মূলধন বিনিয়োগের পথ সুগম করা, দ্রব্যমূল্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করার পাশাপাশি রেলের উন্নয়নে একাধিক পদক্ষেপের ভাবনাচিন্তাও আজ প্রতিফলিত হওয়ার সম্ভাবনা ৷

Mumbai, Feb 01 (ANI): Bollywood celebrities attended party thrown by producer Dinesh Vijan in Mumbai. Actors including Rakul Preet Singh, Rajkummar Rao, Pankaj Tripathi were in attendance. Diana Penty looked ravishing for the evening. Yami Gautam, Aparshakti Khurana were also clicked at the event. Varun Sharma 'Chucha' too posed for shutterbugs looking dapper in neon pink sweatshirt.
Last Updated : Feb 1, 2020, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.