গোদাবরী, 6 সেপ্টেম্বর : জন্মের পর চোখ খুলেই যে শিশুর থাকার কথা মায়ের কোলে ৷ ঠাঁই পেল মাটি কাদায় ৷ হ্যাঁ , ঠিক এমনটাই ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার এটাপাকা মণ্ডলের কৃষ্ণাভরমে ৷ হঠাৎই মাঠের মাঝে কাদা পাথর মাটির মধ্যে থেকে শিশুর কান্নার আওয়াজে থমকে দাঁড়ায় স্থানীয় কয়েকজন লোক ৷ এরপর দেখতে পায় কাদা মাটির মধ্যে পড়ে রয়েছে একটি সদ্যোজাত শিশু ৷ শরীরের অর্ধেক মাটি চাপা দেওয়া কাদা পাথরে ছড়ে গেছে হাত , পা , পিঠ ৷ রক্ত বেরোচ্ছে ৷ অথচ পাশেই রয়েছে এক মহিলা ৷ সম্ভবত শিশুটির মা ৷
এরপর আর এক মূহূর্ত দেরি নয় ৷ সঙ্গে সঙ্গে শিশুটিকে তুলে নেয় স্থানীয়রা ৷ ওই মহিলা ও শিশুটিকে তারা নিয়ে আসে গান্নাভরম গ্রামে ৷ এরপর স্থানীয় মেডিকেল স্টাফদের সাহায্যে তাদের স্থানান্তরিত করা হয় লক্ষ্মীপুরম PHC তে ৷
এবিষয়ে মেডিকেল অফিসার স্বপনীল রেড্ডি জানায়, সেখান থেকে ওই শিশুটিকে পাঠানো হয় ভদ্রছালাম এরিয়া হাসপাতালে ৷ পুলিশ জানিয়েছে, বর্তমানে সুস্থ আছে শিশুটি ৷