মুম্বই, 12 নভেম্বর : আশঙ্কাই সত্যি হল । মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন । রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সুপারিশে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা । যদিও, তাদের সময় না দেওয়ার জন্য রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছে শিবসেনা ।
গতকাল রাজ্যপাল NCP নেতা শরদ পাওয়ারকে সরকার গড়ার জন্য 24 ঘণ্টা সময় দিয়েছিলেন । সে সময় আজই সন্ধে সাড়ে আটটায় শেষ হওয়ার কথা । এরই মধ্যে মহারাষ্ট্রের রাজ্যপাল কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন । তাতে সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা ।
গতকাল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ফোনে কথা হওয়ার পর মনে হচ্ছিল মহারাষ্ট্রে সেনাই বোধহয় সরকার গঠন করবে । তার আগে NCP সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে দেখা করেন উদ্ধব ঠাকরে । NCP-র শর্ত মেনে, শিবসেনার একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন । গতকাল এদিকে আদিত্য ঠাকরের নেতৃত্বে শিবসেনার নেতারা রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন । রবিবার সরকার গড়ার জন্য ডেকেছিলেন রাজ্যপাল। পাওয়ার-সোনিয়া কথা হওয়ার পর সরকার গঠনের জন্য NCP এগিয়ে আসে ।
উদ্ধ ঠাকরের সঙ্গে সোনিয়ার ফোনে সাত মিনিট কথা হওয়ার পর সেনার দিকে কংগ্রেস ঝুঁকছে বলে মনে হচ্ছিল । উদ্ধব এজন্য রাজ্যপালের কাছে অতিরিক্ত সময় চান । রাজ্যপাল সে সময় তাদের দেননি । কিন্তু পাওয়ার-সোনিয়া কথার পর NCP সরকার গড়তে এগিয়ে আসে । মহারাষ্ট্রে শিবসেনাকে সমর্থন করা নিয়ে কংগ্রেস দ্বিধায় ছিল । অন্যদিকে NCP-কে নীতিগত সমর্থনের কথা বললেও কাগজে কলমে কিছু জানায়নি । সেনা নেতা সঞ্জয় রাউত অসুস্থ হয়ে পড়ায় তাঁর সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেন পাওয়ার । কিন্তু এত অল্প সময়ের জন্য কংগ্রেস, সেনা আর NCP-র এক ছাতার তলায় আসা অসম্ভব ।