ETV Bharat / bharat

মহারাষ্ট্রে জারি রাষ্ট্রপতি শাসন - মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ

রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সুপারিশে শিলমোহর  দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা । মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন ।

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের
author img

By

Published : Nov 12, 2019, 2:42 PM IST

Updated : Nov 12, 2019, 8:39 PM IST

মুম্বই, 12 নভেম্বর : আশঙ্কাই সত্যি হল । মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন । রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সুপারিশে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা । যদিও, তাদের সময় না দেওয়ার জন্য রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছে শিবসেনা ।

গতকাল রাজ্যপাল NCP নেতা শরদ পাওয়ারকে সরকার গড়ার জন্য 24 ঘণ্টা সময় দিয়েছিলেন । সে সময় আজই সন্ধে সাড়ে আটটায় শেষ হওয়ার কথা । এরই মধ্যে মহারাষ্ট্রের রাজ্যপাল কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন । তাতে সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা ।

গতকাল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ফোনে কথা হওয়ার পর মনে হচ্ছিল মহারাষ্ট্রে সেনাই বোধহয় সরকার গঠন করবে । তার আগে NCP সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে দেখা করেন উদ্ধব ঠাকরে । NCP-র শর্ত মেনে, শিবসেনার একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন । গতকাল এদিকে আদিত্য ঠাকরের নেতৃত্বে শিবসেনার নেতারা রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন । রবিবার সরকার গড়ার জন্য ডেকেছিলেন রাজ্যপাল। পাওয়ার-সোনিয়া কথা হওয়ার পর সরকার গঠনের জন্য NCP এগিয়ে আসে ।

উদ্ধ ঠাকরের সঙ্গে সোনিয়ার ফোনে সাত মিনিট কথা হওয়ার পর সেনার দিকে কংগ্রেস ঝুঁকছে বলে মনে হচ্ছিল । উদ্ধব এজন্য রাজ্যপালের কাছে অতিরিক্ত সময় চান । রাজ্যপাল সে সময় তাদের দেননি । কিন্তু পাওয়ার-সোনিয়া কথার পর NCP সরকার গড়তে এগিয়ে আসে । মহারাষ্ট্রে শিবসেনাকে সমর্থন করা নিয়ে কংগ্রেস দ্বিধায় ছিল । অন্যদিকে NCP-কে নীতিগত সমর্থনের কথা বললেও কাগজে কলমে কিছু জানায়নি । সেনা নেতা সঞ্জয় রাউত অসুস্থ হয়ে পড়ায় তাঁর সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেন পাওয়ার । কিন্তু এত অল্প সময়ের জন্য কংগ্রেস, সেনা আর NCP-র এক ছাতার তলায় আসা অসম্ভব ।

মুম্বই, 12 নভেম্বর : আশঙ্কাই সত্যি হল । মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন । রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সুপারিশে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা । যদিও, তাদের সময় না দেওয়ার জন্য রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছে শিবসেনা ।

গতকাল রাজ্যপাল NCP নেতা শরদ পাওয়ারকে সরকার গড়ার জন্য 24 ঘণ্টা সময় দিয়েছিলেন । সে সময় আজই সন্ধে সাড়ে আটটায় শেষ হওয়ার কথা । এরই মধ্যে মহারাষ্ট্রের রাজ্যপাল কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন । তাতে সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা ।

গতকাল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ফোনে কথা হওয়ার পর মনে হচ্ছিল মহারাষ্ট্রে সেনাই বোধহয় সরকার গঠন করবে । তার আগে NCP সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে দেখা করেন উদ্ধব ঠাকরে । NCP-র শর্ত মেনে, শিবসেনার একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন । গতকাল এদিকে আদিত্য ঠাকরের নেতৃত্বে শিবসেনার নেতারা রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন । রবিবার সরকার গড়ার জন্য ডেকেছিলেন রাজ্যপাল। পাওয়ার-সোনিয়া কথা হওয়ার পর সরকার গঠনের জন্য NCP এগিয়ে আসে ।

উদ্ধ ঠাকরের সঙ্গে সোনিয়ার ফোনে সাত মিনিট কথা হওয়ার পর সেনার দিকে কংগ্রেস ঝুঁকছে বলে মনে হচ্ছিল । উদ্ধব এজন্য রাজ্যপালের কাছে অতিরিক্ত সময় চান । রাজ্যপাল সে সময় তাদের দেননি । কিন্তু পাওয়ার-সোনিয়া কথার পর NCP সরকার গড়তে এগিয়ে আসে । মহারাষ্ট্রে শিবসেনাকে সমর্থন করা নিয়ে কংগ্রেস দ্বিধায় ছিল । অন্যদিকে NCP-কে নীতিগত সমর্থনের কথা বললেও কাগজে কলমে কিছু জানায়নি । সেনা নেতা সঞ্জয় রাউত অসুস্থ হয়ে পড়ায় তাঁর সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেন পাওয়ার । কিন্তু এত অল্প সময়ের জন্য কংগ্রেস, সেনা আর NCP-র এক ছাতার তলায় আসা অসম্ভব ।

Mumbai, Nov 12 (ANI): American singer-songwriter Katy Perry arrived in Mumbai on November 11. Katy is in Mumbai to perform at an upcoming music festival. She will perform LIVE for the first time in the city. She also shared the details of her India visit on her Instagram. The American singer married her now ex-husband Russell Brand in Rajasthan, India in 2010. After that she came to India to perform at the opening ceremony of T20 League in 2012 in Chennai. Bollywood director and producer, Karan Johar will host a grand party at his residence later this week.
Last Updated : Nov 12, 2019, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.