ETV Bharat / bharat

ফের 'কাহে কা NRC?', বিহারে এসব হবে না, স্পষ্ট জানালেন নীতীশ - বিহার

NRC নিয়ে ফের একবার NDA জোটের মধ্যে অস্বস্তি বাড়ালেন নীতীশ কুমার । বিহারে কোনওভাবেই NRC হবে না বলে আরও একবার জানিয়ে দিলেন তিনি ।

nitish kumar
ছবি
author img

By

Published : Feb 23, 2020, 10:41 PM IST

দ্বারভাঙা, 23 ফেব্রুয়ারি : বিহার বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে আরও একবার চাপে ফেলল NDA জোটের অন্যতম শরিক দল JD(U) । বিহারে NRC হবে না বলে ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । তিনি আরও বলেন, 2010 সালে NPR যেভাবে হয়েছিল সেইভাবেই এইবছরও হতে হবে, অন্য কোনও উপায়ে NPR করা যাবে না । আজ দ্বারভাঙায় এসে আরও একবার এই বার্তাই দিলেন NDA জোটের অন্যতম প্রধান মুখ ।

এর আগেও 'কাহে কা NRC?' প্রশ্ন তুলে জোট সঙ্গী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলেছিলেন তিনি । গত বছরের ডিসেম্বরেই এই প্রশ্ন তুলেছিলেন তিনি । জানুয়ারিতেও তিনি বিহারের বিধানসভায় আরও একবার জানিয়ে দেন বিহারে কোনওভাবেই NRC হবে না ।

  • Bihar Chief Minister Nitish Kumar in Darbhanga: National Register of Citizens (NRC) will not be implemented here and National Population Register (NPR) should be done on the same basis as was done in 2010, not any other way. pic.twitter.com/lJ8x4aTMlF

    — ANI (@ANI) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ ফের একবার NRC নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন JD(U) প্রধান নীতীশ কুমার । তবে জোট ছেড়ে বেড়িয়ে আসার কোনও চিন্তা ভাবনা যে নেই সেই কথাও গতকালই পরিষ্কার করে দিয়েছিলেন তিনি । গতকাল তিনি জানিয়েছিলেন, "আসন্ন বিধানসভা নির্বাচনে 200 টিরও বেশি আসন পেতে চলেছে NDA জোট ।"

দ্বারভাঙা, 23 ফেব্রুয়ারি : বিহার বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে আরও একবার চাপে ফেলল NDA জোটের অন্যতম শরিক দল JD(U) । বিহারে NRC হবে না বলে ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । তিনি আরও বলেন, 2010 সালে NPR যেভাবে হয়েছিল সেইভাবেই এইবছরও হতে হবে, অন্য কোনও উপায়ে NPR করা যাবে না । আজ দ্বারভাঙায় এসে আরও একবার এই বার্তাই দিলেন NDA জোটের অন্যতম প্রধান মুখ ।

এর আগেও 'কাহে কা NRC?' প্রশ্ন তুলে জোট সঙ্গী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলেছিলেন তিনি । গত বছরের ডিসেম্বরেই এই প্রশ্ন তুলেছিলেন তিনি । জানুয়ারিতেও তিনি বিহারের বিধানসভায় আরও একবার জানিয়ে দেন বিহারে কোনওভাবেই NRC হবে না ।

  • Bihar Chief Minister Nitish Kumar in Darbhanga: National Register of Citizens (NRC) will not be implemented here and National Population Register (NPR) should be done on the same basis as was done in 2010, not any other way. pic.twitter.com/lJ8x4aTMlF

    — ANI (@ANI) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ ফের একবার NRC নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন JD(U) প্রধান নীতীশ কুমার । তবে জোট ছেড়ে বেড়িয়ে আসার কোনও চিন্তা ভাবনা যে নেই সেই কথাও গতকালই পরিষ্কার করে দিয়েছিলেন তিনি । গতকাল তিনি জানিয়েছিলেন, "আসন্ন বিধানসভা নির্বাচনে 200 টিরও বেশি আসন পেতে চলেছে NDA জোট ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.