ETV Bharat / bharat

চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি সময় মসনদে নরেন্দ্র মোদি

একদিন পরেই 74তম স্বাধীনতা দিবস । তার আগে দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি সময় পদে থাকার নজির গড়লেন নরেন্দ্র মোদি ।

4th longest-serving Prime Minister
নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 13, 2020, 8:16 PM IST

দিল্লি, ১৩ অগাস্ট : দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি সময় পদে থাকার নজির গড়লেন নরেন্দ্র মোদি । এই তালিকায় তাঁর আগে রয়েছেন- জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি ও মনমোহন সিং।

অ-কংগ্রেসি হিসেবে নরেন্দ্র মোদিই প্রথম যিনি সবথেকে বেশি সময় প্রধানমন্ত্রীর পদে রয়েছেন । এক্ষেত্রে অটলবিহারী বাজপেয়িকেও ছাপিয়ে গেছেন তিনি। 2014 সালের 26 মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নেন নরেন্দ্র মোদি । 30 মে, 2019-এ দ্বিতীয়বার তিনি প্রধানমন্ত্রীর পদে আসীন হন । সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রিত্ব করেছেন পণ্ডিত জওহরলাল নেহরু । প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সময়কাল ছিল 17 বছর । এরপরেই রয়েছেন ইন্দিরা গান্ধি । তিনি দু'বারে 11 বছর ও পাঁচ বছর প্রধানমন্ত্রী থেকেছেন । মনমোহন সিং দু'বারে পাঁচ বছর করে মোট 10 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন ।

যেসব অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী নিজেদের সময়কাল পর্যন্ত পদে থাকেননি, তাঁরা হলেন- মোরারজি দেশাই (24 মার্চ, 1977-28 জুলাই, 1979), চরণ সিং (28 জুলাই, 1979-14 জানুয়ারি, 1980), বিশ্বনাথ প্রতাপ সিং(2 ডিসেম্বর, 1989-10 নভেম্বর, 1990), চন্দ্র শেখর (10 নভেম্বর, 1990-21 জুন, 1991), এইচ ডি দেবেগৌড়া (1 জুন, 1996-21 এপ্রিল, 1997) এবং ইন্দর কুমার গুজরাল (21 এপ্রিল, 1997 -19 মার্চ, 1998) ।

74তম স্বাধীনতা দিবসের ঠিক দু'দিন আগে প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি সময় ধরে পদে থাকার নিরিখে চতুর্থ স্থানে উঠে এলেন নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী হিসেবে এবছর তিনি সপ্তমবার স্বাধীনতা দিবসে বক্তব্য রাখবেন ।

দিল্লি, ১৩ অগাস্ট : দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি সময় পদে থাকার নজির গড়লেন নরেন্দ্র মোদি । এই তালিকায় তাঁর আগে রয়েছেন- জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি ও মনমোহন সিং।

অ-কংগ্রেসি হিসেবে নরেন্দ্র মোদিই প্রথম যিনি সবথেকে বেশি সময় প্রধানমন্ত্রীর পদে রয়েছেন । এক্ষেত্রে অটলবিহারী বাজপেয়িকেও ছাপিয়ে গেছেন তিনি। 2014 সালের 26 মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নেন নরেন্দ্র মোদি । 30 মে, 2019-এ দ্বিতীয়বার তিনি প্রধানমন্ত্রীর পদে আসীন হন । সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রিত্ব করেছেন পণ্ডিত জওহরলাল নেহরু । প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সময়কাল ছিল 17 বছর । এরপরেই রয়েছেন ইন্দিরা গান্ধি । তিনি দু'বারে 11 বছর ও পাঁচ বছর প্রধানমন্ত্রী থেকেছেন । মনমোহন সিং দু'বারে পাঁচ বছর করে মোট 10 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন ।

যেসব অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী নিজেদের সময়কাল পর্যন্ত পদে থাকেননি, তাঁরা হলেন- মোরারজি দেশাই (24 মার্চ, 1977-28 জুলাই, 1979), চরণ সিং (28 জুলাই, 1979-14 জানুয়ারি, 1980), বিশ্বনাথ প্রতাপ সিং(2 ডিসেম্বর, 1989-10 নভেম্বর, 1990), চন্দ্র শেখর (10 নভেম্বর, 1990-21 জুন, 1991), এইচ ডি দেবেগৌড়া (1 জুন, 1996-21 এপ্রিল, 1997) এবং ইন্দর কুমার গুজরাল (21 এপ্রিল, 1997 -19 মার্চ, 1998) ।

74তম স্বাধীনতা দিবসের ঠিক দু'দিন আগে প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি সময় ধরে পদে থাকার নিরিখে চতুর্থ স্থানে উঠে এলেন নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী হিসেবে এবছর তিনি সপ্তমবার স্বাধীনতা দিবসে বক্তব্য রাখবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.