ETV Bharat / bharat

"জঙ্গিরা জানে তাদের পাতাল থেকে খুঁজে খতম করবে মোদি" - vote

"দেশে যদি কোনও বিস্ফোরণ হয়, জঙ্গিরা জানে মোদি আছে । তাদের পাতাল থেকে খুঁজে বের করে খতম করবে ।" বললেন নরেন্দ্র মোদি ।

নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 22, 2019, 1:13 PM IST

নাসিক(মহারাষ্ট্র), 22 এপ্রিল : "জঙ্গিরা জেনে গেছে দেশে যদি কোনও বোমা বিস্ফোরণ হয়, তাহলে মোদি আছে । সে পাতাল থেকে বের করে জঙ্গিদের সাজা দেবে ।" মহারাষ্ট্রের দিনদোরির জনসভা থেকে একথা বললেন নরেন্দ্র মোদি ।

আজ রাজস্থানের বারমেরেও সভা করেন মোদি । সেখানে হুমকির সুরে বলেন, "পাকিস্তানের হুমকির কাছে ভারত মাথানত করবে না । ওরা প্রত্যেকদিন বলে ওদের হাতে পরমাণু অস্ত্র আছে । আমাদের তাহলে কী আছে ? আমরা কি ওগুলো দিওয়ালির জন্য বাঁচিয়ে রেখেছি ?"

নাসিক(মহারাষ্ট্র), 22 এপ্রিল : "জঙ্গিরা জেনে গেছে দেশে যদি কোনও বোমা বিস্ফোরণ হয়, তাহলে মোদি আছে । সে পাতাল থেকে বের করে জঙ্গিদের সাজা দেবে ।" মহারাষ্ট্রের দিনদোরির জনসভা থেকে একথা বললেন নরেন্দ্র মোদি ।

আজ রাজস্থানের বারমেরেও সভা করেন মোদি । সেখানে হুমকির সুরে বলেন, "পাকিস্তানের হুমকির কাছে ভারত মাথানত করবে না । ওরা প্রত্যেকদিন বলে ওদের হাতে পরমাণু অস্ত্র আছে । আমাদের তাহলে কী আছে ? আমরা কি ওগুলো দিওয়ালির জন্য বাঁচিয়ে রেখেছি ?"

Colombo (Sri Lanka), Apr 22 (ANI): Death toll rose to 290 and around 500 people are wounded in series of blasts that took place in Sri Lanka on April 21. These severe blasts occurred in churches and luxury hotels on the occasion of Easter in Sri Lanka. The last two of the total eight blasts were suicide bombings which took place when security personnel were about to arrest suspects.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.