রাষ্ট্রসংঘের সাধারণ সভার 75 তম অধিবেশন
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
অধিবেশনে ভারতের স্থায়ী সদস্যপদের সওয়াল করলেন নরেন্দ্র মোদি ।
তিনি বলেন আর কতদিন ভারতে অপেক্ষা করতে হবে ? কবে ভারতকে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যপদ দেওয়া হবে ?
ভারত যখন সবল ছিল তখন কাউকে আক্রম করেনি ।
দীর্ঘদিন পরাধীন থাকার পর ভারত দুর্বল হয়ে যায় । তখনও ভারত কারও উপর বোঝা হয়নি ।
কোরোনা প্যান্ডেমিকের সময় ভারত 150 টি দেশে ওষুধ সরবরায় করেছে ।
ভারতের ওষুধ তৈরির ক্ষমতা কোরোনা প্যান্ডেমিকের সময় সারা বিশ্বের কাজে আসবে ।
কোটি কোটি দেশবাসীকে দেশবাসীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া সহজ ছিল না।
তবুও ভারত বিপুলসংখ্যক মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দিয়েছে ।
বর্তমানে ভারত ডিজিটাল লেন-দেন বিশ্বের মধ্যে অন্যমত শক্তি হয়ে উঠেছে ।