ETV Bharat / bharat

ট্রাম্পকে স্বাগত জানাতে প্রস্তুত আমেদাবাদ, গাছ লাগাতে খরচ 4 কোটি - গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

24 তারিখ ভারত সফরে আসছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ নরেন্দ্র মোদি তাঁকে আমেদাবাদ বিমানবন্দরে স্বাগত জানাবেন ৷ সেখান থেকে 22 কিমি দীর্ঘ এক পথ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যেখানে অংশ নেবেন 28টি রাজ্যের শিল্পীরা ৷

roads of Ahmedabad
সেজে উঠেছে রাস্তাঘাট
author img

By

Published : Feb 18, 2020, 10:51 PM IST

আমেদাবাদ, 18 ফেব্রুয়ারি: অপেক্ষা আর হাতে গোনা কয়েকদিনের ৷ তারপরই ভারতের মাটিতে পা রাখতে চলেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাকে স্বাগত জানাতে অতিমধ্যেই সেজে উঠেছে আমেদাবাদ শহর ৷

কী কী চমক রয়েছে এই সফরে -

22 কিমি পথ প্রদর্শনীর পরিকল্পনা:

আহমেদাবাদ পৌরনিগমের তরফ থেকে 22কিমি দীর্ঘ একটি পথ প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে ৷ ইন্দিরা ব্রিজ থেকে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম মোতেরা অবধি হবে এই পথ প্রদর্শনী ৷ শহরের ইতিহাসে এই প্রথম এত বড় প্রদর্শনী হতে চলেছে ৷ এই অনুষ্ঠানের থিম ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যশালী লোকনৃত্য ৷

এই প্রদর্শনীকে সফল করতে বিভিন্ন ধর্ম ও প্রতিষ্ঠানের তরফ থেকে 300 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত থাকবেন ৷

বিভিন্ন রাজ্যের তরফ থেকেও 50,000-এর বেশি মানুষ এই শো দেখতে উপস্থিত থাকবেন ৷

22 কিমি দীর্ঘ রাস্তায় মোট 28টি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে 28টি রাজ্যের শিল্পীরা তাদের ঐতিহ্যশালী পোশাকে লোকসঙ্গীত ও নৃত্য পরিবেশন করবে ৷

স্টেডিয়ামের উদ্বোধন করবেন মোদি ও ট্রাম্প:

পথ প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকলের হাতে ভারত ও অ্যামেরিকার পতাকা থাকবে ৷ আমেদাবাদ বিমানবন্দরে পৌছানোর পর অ্যামেরিকার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে তিরঙা দেখিয়ে স্বাগত জানাবেন ৷ পথ প্রদর্শনীর শেষে দুই দেশের প্রধান একসঙ্গে উদ্বোধন করবেন মোতেরা স্টেডিয়াম ৷ ট্রাম্প ঘুরতে যাবেন গান্ধি আশ্রমও ৷

রাস্তার সবুজায়নে খরচ 4 কোটি:

ট্রাম্পের পথ প্রদর্শনীকে আরও সুসজ্জিত করে তুলতে বিমানবন্দর থেকে গান্ধি আশ্রম ও মোতেরা স্টেডিয়াম পর্যন্ত রাস্তার ধারে লাগানো হবে এক লাখ চারা গাছ ৷ 30 কিমি পথে 1 লাখ চারা গাছ লাগাতে খরচ হয়েছে 4 কোটি টাকা ।

আমেদাবাদ পৌরনিগমের কর্মীরা রাস্তা পরিস্কার ও নালা পরিস্কারে ব্যস্ত যাতে ট্রাম্পের চোখে কোনও ধুলোবালি বা পাথর না ধরা পড়ে ৷ রাস্তার ধারের পাঁচিলগুলিকে হাতে আঁকা বিভিন্ন চিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ৷

আজ গুজরাতর মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মোতেরা স্টেডিয়ামের কাজ কতদূর এগিয়েছে, তা পরিদর্শনে যান ৷ তিনি বলেন, ‘‘সুরক্ষা, পার্কিং, বসার স্থানের ব্যবস্থা, খাবার, জল ও প্রবেশ ও বাইরে যাওয়ার পথ সংক্রান্ত যাবতীয় বিষয় নির্দেশ অনুযায়ী অনুসরণ করা হয়েছে এবং সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে ৷’’

আমেদাবাদ, 18 ফেব্রুয়ারি: অপেক্ষা আর হাতে গোনা কয়েকদিনের ৷ তারপরই ভারতের মাটিতে পা রাখতে চলেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাকে স্বাগত জানাতে অতিমধ্যেই সেজে উঠেছে আমেদাবাদ শহর ৷

কী কী চমক রয়েছে এই সফরে -

22 কিমি পথ প্রদর্শনীর পরিকল্পনা:

আহমেদাবাদ পৌরনিগমের তরফ থেকে 22কিমি দীর্ঘ একটি পথ প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে ৷ ইন্দিরা ব্রিজ থেকে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম মোতেরা অবধি হবে এই পথ প্রদর্শনী ৷ শহরের ইতিহাসে এই প্রথম এত বড় প্রদর্শনী হতে চলেছে ৷ এই অনুষ্ঠানের থিম ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যশালী লোকনৃত্য ৷

এই প্রদর্শনীকে সফল করতে বিভিন্ন ধর্ম ও প্রতিষ্ঠানের তরফ থেকে 300 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত থাকবেন ৷

বিভিন্ন রাজ্যের তরফ থেকেও 50,000-এর বেশি মানুষ এই শো দেখতে উপস্থিত থাকবেন ৷

22 কিমি দীর্ঘ রাস্তায় মোট 28টি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে 28টি রাজ্যের শিল্পীরা তাদের ঐতিহ্যশালী পোশাকে লোকসঙ্গীত ও নৃত্য পরিবেশন করবে ৷

স্টেডিয়ামের উদ্বোধন করবেন মোদি ও ট্রাম্প:

পথ প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকলের হাতে ভারত ও অ্যামেরিকার পতাকা থাকবে ৷ আমেদাবাদ বিমানবন্দরে পৌছানোর পর অ্যামেরিকার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে তিরঙা দেখিয়ে স্বাগত জানাবেন ৷ পথ প্রদর্শনীর শেষে দুই দেশের প্রধান একসঙ্গে উদ্বোধন করবেন মোতেরা স্টেডিয়াম ৷ ট্রাম্প ঘুরতে যাবেন গান্ধি আশ্রমও ৷

রাস্তার সবুজায়নে খরচ 4 কোটি:

ট্রাম্পের পথ প্রদর্শনীকে আরও সুসজ্জিত করে তুলতে বিমানবন্দর থেকে গান্ধি আশ্রম ও মোতেরা স্টেডিয়াম পর্যন্ত রাস্তার ধারে লাগানো হবে এক লাখ চারা গাছ ৷ 30 কিমি পথে 1 লাখ চারা গাছ লাগাতে খরচ হয়েছে 4 কোটি টাকা ।

আমেদাবাদ পৌরনিগমের কর্মীরা রাস্তা পরিস্কার ও নালা পরিস্কারে ব্যস্ত যাতে ট্রাম্পের চোখে কোনও ধুলোবালি বা পাথর না ধরা পড়ে ৷ রাস্তার ধারের পাঁচিলগুলিকে হাতে আঁকা বিভিন্ন চিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ৷

আজ গুজরাতর মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মোতেরা স্টেডিয়ামের কাজ কতদূর এগিয়েছে, তা পরিদর্শনে যান ৷ তিনি বলেন, ‘‘সুরক্ষা, পার্কিং, বসার স্থানের ব্যবস্থা, খাবার, জল ও প্রবেশ ও বাইরে যাওয়ার পথ সংক্রান্ত যাবতীয় বিষয় নির্দেশ অনুযায়ী অনুসরণ করা হয়েছে এবং সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.