ETV Bharat / bharat

কুয়োয় 9 মৃতদেহ : মৃত্যুর আগে একসঙ্গে ছিলেন 6 বাঙালিসহ 9 জন - ফরেনসিক রিপোর্ট

ওয়ারাঙ্গলের কুয়ো থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ফের নয়া মোড় ৷ ফোনের লোকেশন ও কল রেকর্ড থেকে পুলিশ জানতে পেরেছে, মারা যাওয়ার আগেরদিন অর্থাৎ মঙ্গলবার রাত ন’টা থেকে বুধবার ভোর ছ’টা পর্যন্ত 9 জন একসঙ্গেই ছিলেন ৷

Warangal
Warangal
author img

By

Published : May 23, 2020, 8:57 PM IST

Updated : May 23, 2020, 9:30 PM IST

ওয়ারাঙ্গল, 23 মে : যতদিন যাচ্ছে, রহস্য আরও ঘনীভূত হচ্ছে ওয়ারাঙ্গলের কুয়োয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় ৷ ময়নাতদন্তের রিপোর্টে 9 জনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ ৷ মৃত ব্যক্তিদের ফোন উদ্ধার করছেন তদন্তকারীরা ৷ সেই ফোনের কললিস্ট ও লোকেশন দেখে তদন্তকারীরা নিশ্চিত, মৃত্যুর আগের রাতে 9 জনই একসঙ্গে, এক জায়গায় ছিলেন ৷

বৃহস্পতিবার 4 জন ও গতকাল আরও 5 জনের মৃতদেহ উদ্ধার হয় তেলাঙ্গানার ওয়ারাঙ্গল জেলার গোরেকুন্টা এলাকার একটি কুয়ো থেকে ৷ এর মধ্যে 6 জন একই পরিবারের সদস্য ৷ প্রত্যেকেই বাঙালি ৷ কর্মসূত্রে 20 বছর ধরে ওয়ারাঙ্গল জেলার গোরেকুন্টায় থাকতেন ৷ তাঁরা ওয়ারাঙ্গলে বসবাস শুরু করার আগে পশ্চিমবঙ্গে থাকতেন ৷ বাকি 3 জনের মধ্যে দুইজন বিহারের বাসিন্দা ছিলেন ৷ তাঁরাও কর্মসূত্রে থাকতেন তেলাঙ্গানায় ৷ তৃতীয়জনের নাম শাকিল ৷ তিনি এলাকারই বাসিন্দা ছিলেন ৷

সেদিন চাষের জমিতে থাকা একটি কুয়ো থেকে উদ্ধার করা হয় মকসুদ, তাঁর স্ত্রী নিশা, মেয়ে বুসরা ও তিন বছরের নাতির মৃতদেহ ৷ পর দিন, অর্থ্যাৎ শুক্রবার সেই কুয়োতেই ভেসে ওঠে আরও একটি মৃতদেহ ৷ প্রশাসনের তরফ থেকে কুয়োর সমস্ত জল তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ জল তুলতেই চোখে পড়ে আরও চারটি মৃতদেহ ৷ এর মধ্যে শাবাজ (21) ও সোহেল (20) মকসুদ আলমের ছেলে ৷ বাকি তিনজন হলেন শ্রীরাম (35), শ্যাম (40) ও শাকিল (40) ৷ শ্রীরাম ও শ্যাম বিহারের বাসিন্দা৷ স্থানীয় বাসিন্দা শাকিল একটি কারখানায় গাড়ি চালকের কাজ করতেন বলে জানা যায় ৷ তদন্তের জন্য 9 জনের মৃতদেহই আজ ময়নাতদন্তে পাঠানো হয় ৷

সবার একসঙ্গে কীভাবে মৃত্যু হল তা নিয়ে প্রথম থেকে ধোঁয়াশায় ছিল পুলিশ ৷ তাদের তরফে জোরকদমে তদন্ত শুরু করা হয় ৷ সেই সূত্রে মৃতদের ফোনের কল হিস্ট্রি বের করে চমকে ওঠে পুলিশ ৷ জানা যায়, মৃতদের সকলেরই ফোনের লোকেশন বুধবার রাত 9টা থেকে পরদিন ভোর 6টা অবধি একই জায়গায় ছিল ৷ কল রেকর্ড শুনে জানা যায়, 3 বছরের নাতির জন্মদিন পালন করতেই সকলকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন মকসুদ ৷ তাঁর বাড়ি থেকে পাওয়া খাবার ও পানীয় জন্মদিন উদযাপনের দিকেই ইঙ্গিত করছে ৷

পুলিশ খতিয়ে দেখছে ঘটনাস্থল

প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করলেও তদন্তে নেমে পুলিশের সন্দেহ, হয়তো খাবারে বিষ মিশিয়েই সকলকে মেরে ফেলা হয় এবং পরে মৃতদেহগুলি কুয়োতে ফেলে দেওয়া হয় ৷ পুলিশের তরফে জানানো হয়, মকসুদের মেয়ে বুসরা তাঁর স্বামীর থেকে আলাদা হয়ে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকছিল ৷ পুলিশ বুসরার স্বামীর ভূমিকা খতিয়ে দেখছে ৷

তবে রহস্যের শেষ এখানেই নয় ৷ জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বুসরার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ এর ফলে কোনও অশান্তি হয়েছিল কি না, তাও দেখা হচ্ছে ৷ ওয়ারাঙ্গলের পুলিশ কমিশনার ভি রবিন্দর বলেন, ‘‘ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে ৷"

ওয়ারাঙ্গল, 23 মে : যতদিন যাচ্ছে, রহস্য আরও ঘনীভূত হচ্ছে ওয়ারাঙ্গলের কুয়োয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় ৷ ময়নাতদন্তের রিপোর্টে 9 জনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ ৷ মৃত ব্যক্তিদের ফোন উদ্ধার করছেন তদন্তকারীরা ৷ সেই ফোনের কললিস্ট ও লোকেশন দেখে তদন্তকারীরা নিশ্চিত, মৃত্যুর আগের রাতে 9 জনই একসঙ্গে, এক জায়গায় ছিলেন ৷

বৃহস্পতিবার 4 জন ও গতকাল আরও 5 জনের মৃতদেহ উদ্ধার হয় তেলাঙ্গানার ওয়ারাঙ্গল জেলার গোরেকুন্টা এলাকার একটি কুয়ো থেকে ৷ এর মধ্যে 6 জন একই পরিবারের সদস্য ৷ প্রত্যেকেই বাঙালি ৷ কর্মসূত্রে 20 বছর ধরে ওয়ারাঙ্গল জেলার গোরেকুন্টায় থাকতেন ৷ তাঁরা ওয়ারাঙ্গলে বসবাস শুরু করার আগে পশ্চিমবঙ্গে থাকতেন ৷ বাকি 3 জনের মধ্যে দুইজন বিহারের বাসিন্দা ছিলেন ৷ তাঁরাও কর্মসূত্রে থাকতেন তেলাঙ্গানায় ৷ তৃতীয়জনের নাম শাকিল ৷ তিনি এলাকারই বাসিন্দা ছিলেন ৷

সেদিন চাষের জমিতে থাকা একটি কুয়ো থেকে উদ্ধার করা হয় মকসুদ, তাঁর স্ত্রী নিশা, মেয়ে বুসরা ও তিন বছরের নাতির মৃতদেহ ৷ পর দিন, অর্থ্যাৎ শুক্রবার সেই কুয়োতেই ভেসে ওঠে আরও একটি মৃতদেহ ৷ প্রশাসনের তরফ থেকে কুয়োর সমস্ত জল তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ জল তুলতেই চোখে পড়ে আরও চারটি মৃতদেহ ৷ এর মধ্যে শাবাজ (21) ও সোহেল (20) মকসুদ আলমের ছেলে ৷ বাকি তিনজন হলেন শ্রীরাম (35), শ্যাম (40) ও শাকিল (40) ৷ শ্রীরাম ও শ্যাম বিহারের বাসিন্দা৷ স্থানীয় বাসিন্দা শাকিল একটি কারখানায় গাড়ি চালকের কাজ করতেন বলে জানা যায় ৷ তদন্তের জন্য 9 জনের মৃতদেহই আজ ময়নাতদন্তে পাঠানো হয় ৷

সবার একসঙ্গে কীভাবে মৃত্যু হল তা নিয়ে প্রথম থেকে ধোঁয়াশায় ছিল পুলিশ ৷ তাদের তরফে জোরকদমে তদন্ত শুরু করা হয় ৷ সেই সূত্রে মৃতদের ফোনের কল হিস্ট্রি বের করে চমকে ওঠে পুলিশ ৷ জানা যায়, মৃতদের সকলেরই ফোনের লোকেশন বুধবার রাত 9টা থেকে পরদিন ভোর 6টা অবধি একই জায়গায় ছিল ৷ কল রেকর্ড শুনে জানা যায়, 3 বছরের নাতির জন্মদিন পালন করতেই সকলকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন মকসুদ ৷ তাঁর বাড়ি থেকে পাওয়া খাবার ও পানীয় জন্মদিন উদযাপনের দিকেই ইঙ্গিত করছে ৷

পুলিশ খতিয়ে দেখছে ঘটনাস্থল

প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করলেও তদন্তে নেমে পুলিশের সন্দেহ, হয়তো খাবারে বিষ মিশিয়েই সকলকে মেরে ফেলা হয় এবং পরে মৃতদেহগুলি কুয়োতে ফেলে দেওয়া হয় ৷ পুলিশের তরফে জানানো হয়, মকসুদের মেয়ে বুসরা তাঁর স্বামীর থেকে আলাদা হয়ে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকছিল ৷ পুলিশ বুসরার স্বামীর ভূমিকা খতিয়ে দেখছে ৷

তবে রহস্যের শেষ এখানেই নয় ৷ জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বুসরার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ এর ফলে কোনও অশান্তি হয়েছিল কি না, তাও দেখা হচ্ছে ৷ ওয়ারাঙ্গলের পুলিশ কমিশনার ভি রবিন্দর বলেন, ‘‘ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে ৷"

Last Updated : May 23, 2020, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.