ETV Bharat / bharat

জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে গণধর্ষণ যুবতিকে - GANGRAPE

মুম্বইয়ে যুবতিকে গণধর্ষণের অভিযোগ

জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে গণধর্ষণ যুবতিকে
author img

By

Published : Aug 3, 2019, 9:23 AM IST

Updated : Aug 3, 2019, 9:32 AM IST

মুম্বই, 3 অগাস্ট : বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন যুবতি ৷ সেদিন ছিল তাঁর জন্মদিন ৷ বাড়ি ফেরার পথেই তাঁকে গণধর্ষণের অভিযোগ উঠল মুম্বইয়ে ৷

চেম্বুর এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ ঘটনায় প্রথমে জ়িরো FIR দায়ের করলেও পরে চুনাভাত্তি স্টেশনে ঘটনাটি তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে ৷ 7 জুলাইয়ের ঘটনাটি প্রকাশ্যে এসেছে গতকাল (শুক্রবার) ৷ ওইদিনই নিজের জন্মদিনের পার্টি দিয়ে ফেরার পথে চার যুবক মেয়েটিকে গণধর্ষণ করে বলে অভিযোগ ৷

ওই যুবতি বাড়িতে এসে কিছু না জানালেও পরে অসুস্থ হয়ে পড়ে ৷ সারা সপ্তাহ ধরে কান্নাকাটিও করছিল ৷ ঔরঙ্গাবাদের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয় তাঁকে ৷ পরে তিনি ঘটনার কথা জানান ।

ভারতীয় দণ্ডবিধির চার ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ তবে অজ্ঞাতপরিচয় চার অভিযুক্ত এখনও অধরা ৷

মুম্বই, 3 অগাস্ট : বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন যুবতি ৷ সেদিন ছিল তাঁর জন্মদিন ৷ বাড়ি ফেরার পথেই তাঁকে গণধর্ষণের অভিযোগ উঠল মুম্বইয়ে ৷

চেম্বুর এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ ঘটনায় প্রথমে জ়িরো FIR দায়ের করলেও পরে চুনাভাত্তি স্টেশনে ঘটনাটি তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে ৷ 7 জুলাইয়ের ঘটনাটি প্রকাশ্যে এসেছে গতকাল (শুক্রবার) ৷ ওইদিনই নিজের জন্মদিনের পার্টি দিয়ে ফেরার পথে চার যুবক মেয়েটিকে গণধর্ষণ করে বলে অভিযোগ ৷

ওই যুবতি বাড়িতে এসে কিছু না জানালেও পরে অসুস্থ হয়ে পড়ে ৷ সারা সপ্তাহ ধরে কান্নাকাটিও করছিল ৷ ঔরঙ্গাবাদের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয় তাঁকে ৷ পরে তিনি ঘটনার কথা জানান ।

ভারতীয় দণ্ডবিধির চার ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ তবে অজ্ঞাতপরিচয় চার অভিযুক্ত এখনও অধরা ৷

Coimbatore (Tamil Nadu), Aug 03 (ANI): The Mahali Amman Temple in Tamil Nadu's Coimbatore has been decorated with 2000 kg of fruits, ranging of 28 varieties. The fruits are distributed to the devotees following special prayers. The Mahali Amman Temple is known for special prayers being conducted in hope of good monsoon.
Last Updated : Aug 3, 2019, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.