উন্নাও, 7 ডিসেম্বর : উন্নাও ধর্ষণের ঘটনায় নির্যাতিতার মৃতদেহ আনা হল তাঁর গ্রামে । গতরাত 11 টা 40 মিনিট নাগাদ দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি । এদিকে আজই নির্যাতিতার পরিবারকে উত্তরপ্রদেশ সরকারের তরফে 25 লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয় ৷
আজ রাত 9 টা 30 মিনিট নাগাদ পুলিশি প্রহরায় উন্নাওয়ের গ্রামে আনা হয় নির্যাতিতার মৃতদেহ । তাঁকে দেখতে এলাকায় লোকজন ভিড় করে । অন্যদিকে আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান যোগীর মন্ত্রিসভার দুই মন্ত্রী কমলরানি বরুণ ও স্বামী প্রসাদ মৌর্য । পরিবারের সঙ্গে কথা বলার পর কমলরানি বলেন, "রাজ্য সরকার নির্যাতিতার পরিবারকে 25 লাখ আর্থিক সাহায্য করবে । পাশাপাশি নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি বাড়িও দেওয়া হবে ।"
মার্চে উন্নাওয়ের ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা । ঘটনায় দু'জন গ্রেপ্তার হয় । তাদের জেল হয় ঠিকই । কিন্তু পরে জামিনে মুক্তিও পেয়ে যায় । এই মামলার শুনানির জন্য বৃহস্পতিবার(5 ডিসেম্বর) রায়বরেলি যাচ্ছিলেন যুবতি । ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তিন সঙ্গীকে নিয়ে চড়াও হয় যুবতির উপর ৷ প্রথমে তাঁকে মারধর করে । পরে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় । সাহায্যের জন্য চিৎকার করতে করতে ওই অবস্থায় রাস্তায় ছুটতে শুরু করেন তিনি । 90 শতাংশ দেহ পুড়ে যায় নির্যাতিতার । ঘটনার দিনই চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । গতরাতে মৃত্যু হয় । চিকিৎসকরা জানান, কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর । তাই আর বাঁচানো সম্ভব হয়নি ।