ETV Bharat / bharat

প্লাস্টিক বর্জনে ভারতের পথ অনুসরণ করা উচিত বিশ্বের : প্রধানমন্ত্রী - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিশ্বকে একবার ব্যবহারযোগ্য (সিঙ্গল-ইউজ়) প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে সচেতন হতে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দিল্লিতে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে মোদি বলেন, "ভারতের মতো গোটা বিশ্বেরও সিঙ্গল ইউজ় প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ করা উচিত ।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Sep 9, 2019, 3:44 PM IST

Updated : Sep 9, 2019, 4:05 PM IST

দিল্লি, 9 সেপ্টেম্বর : 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে একবার ব্যবহারযোগ্য (সিঙ্গল-ইউজ়) প্লাস্টিকের ব্যাগ, কাপ এবং স্ট্র ৷ বিশ্বকে এই বিষয়ে সচেতন হতে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দিল্লিতে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে মোদি বলেন, "ভারতের মতো গোটা বিশ্বেরও সিঙ্গল ইউজ় প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ করা উচিত । টিমওয়ার্কের মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আনা জরুরি এবং আমাদের তাই করতে হবে ।"

আজ মোদি তাঁর ভাষণে বলেন, "এই নিষেধাজ্ঞাগুলি (প্লাস্টিক ব্যবহারে) কড়া ভাবে মেনে চলা হবে । এই জাতীয় দ্রব্য উৎপাদন, ব্যবহার ও আমদানির বিষয়টিও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হবে ।" পাশাপাশি তিনি জানান, ই-কমার্স সংস্থাগুলিকেও প্লাস্টিকের প্যাকেজিং বন্ধ করতে বলবে সরকার । দেশে বছরে যত প্লাস্টিক ব্যবহার করা হয়, তার মধ্যে প্রায় 40 শতাংশ এই সংস্থাগুলি ব্যবহার করে ।

মোহনদাস করমচাঁদ গান্ধির জন্মবার্ষিকী উপলক্ষে 2 অক্টোবর থেকেই 6 রকমের প্লাস্টিক দ্রব্যের উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার । নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে প্লাস্টিকের ব্যাগ, কাপ, প্লেট, ছোট বোতল, স্ট্র ও নির্দিষ্ট ধরনের স্যাশে । এই নিষেধাজ্ঞার ফলে ভারতের প্লাস্টিক দ্রব্যের ব্যবহার বছরে প্রায় 14 মিলিয়ন টন অর্থাৎ প্রায় পাঁচ শতাংশ হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে । কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে মোটা অঙ্কের জরিমানাও করা হবে বলে জানা গেছে, তবে প্লাস্টিক দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারির ছয় মাস পর থেকে ওই জরিমানা কার্যকর হবে ।

প্লাস্টিক দূষণ সম্পর্কে গোটা বিশ্বে উদ্বেগ ক্রমশই বাড়ছে । প্লাস্টিক দূষণের শিকার হয়েছে স্থলভাগের পাশাপাশি সমুদ্র । বিরূপ প্রভাব পড়ছে বাস্তুতন্ত্রে ।

দিল্লি, 9 সেপ্টেম্বর : 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে একবার ব্যবহারযোগ্য (সিঙ্গল-ইউজ়) প্লাস্টিকের ব্যাগ, কাপ এবং স্ট্র ৷ বিশ্বকে এই বিষয়ে সচেতন হতে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দিল্লিতে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে মোদি বলেন, "ভারতের মতো গোটা বিশ্বেরও সিঙ্গল ইউজ় প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ করা উচিত । টিমওয়ার্কের মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আনা জরুরি এবং আমাদের তাই করতে হবে ।"

আজ মোদি তাঁর ভাষণে বলেন, "এই নিষেধাজ্ঞাগুলি (প্লাস্টিক ব্যবহারে) কড়া ভাবে মেনে চলা হবে । এই জাতীয় দ্রব্য উৎপাদন, ব্যবহার ও আমদানির বিষয়টিও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হবে ।" পাশাপাশি তিনি জানান, ই-কমার্স সংস্থাগুলিকেও প্লাস্টিকের প্যাকেজিং বন্ধ করতে বলবে সরকার । দেশে বছরে যত প্লাস্টিক ব্যবহার করা হয়, তার মধ্যে প্রায় 40 শতাংশ এই সংস্থাগুলি ব্যবহার করে ।

মোহনদাস করমচাঁদ গান্ধির জন্মবার্ষিকী উপলক্ষে 2 অক্টোবর থেকেই 6 রকমের প্লাস্টিক দ্রব্যের উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার । নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে প্লাস্টিকের ব্যাগ, কাপ, প্লেট, ছোট বোতল, স্ট্র ও নির্দিষ্ট ধরনের স্যাশে । এই নিষেধাজ্ঞার ফলে ভারতের প্লাস্টিক দ্রব্যের ব্যবহার বছরে প্রায় 14 মিলিয়ন টন অর্থাৎ প্রায় পাঁচ শতাংশ হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে । কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে মোটা অঙ্কের জরিমানাও করা হবে বলে জানা গেছে, তবে প্লাস্টিক দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারির ছয় মাস পর থেকে ওই জরিমানা কার্যকর হবে ।

প্লাস্টিক দূষণ সম্পর্কে গোটা বিশ্বে উদ্বেগ ক্রমশই বাড়ছে । প্লাস্টিক দূষণের শিকার হয়েছে স্থলভাগের পাশাপাশি সমুদ্র । বিরূপ প্রভাব পড়ছে বাস্তুতন্ত্রে ।

Lucknow (UP), Sep 09 (ANI): While addressing the media on his Rampur visit, Uttar Pradesh's former chief minister Akhilesh Yadav said that he has delayed his programme due to Muharram and Ganesha Visarjan. He said, "Since there is Muharram and 'Ganesh Visarjan' I am delaying my program by 2 days. I will send my next program of Rampur on 13 and 14 September to the district administration and I will also give a detail of my movement".
Last Updated : Sep 9, 2019, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.