ETV Bharat / bharat

"BJP শুধু হিন্দি বলয়ের দল ?", সমালোচকদের একহাত মোদির - narendra modi

BJP-বিরোধীরা দাবি করতেন, BJP হিন্দি বলয়ের দল । হিন্দিভাষী অধ্যুষিত রাজ্যগুলিতেই কেবল BJP-র রমরমা । তবে এবারের ভোটের রেজ়াল্ট সেই ধারণাকে ভেঙে দিয়েছে ।

মোদি
author img

By

Published : May 27, 2019, 6:23 PM IST

বারাণসী, 27 মে : "অঙ্কের উপর রসায়ণের জয় এই নির্বাচন ।" লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর প্রথমবার বারাণসী কর্মীসভায় যোগ দিয়ে সমালোচকদের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী মোদি । পাশাপাশি বারাণসী থেকে তাঁকে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান মোদি । বলেন, "আমি দেশের জন্য প্রধানমন্ত্রী । তবে আপনাদের জন্য আমি সাংসদ ও আপনাদের সেবক ।"

এদিকে গোটা দেশের BJP-র শক্তি-বৃদ্ধি নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী দলের নিচু তলার কর্মীদের অবদানকে কুর্নিশ জানিয়েছেন । নির্বাচনের আগে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত ছিল উত্তরপ্রদেশে SP-BSP জোটের কারণে BJP তাদের জমি হারাতে পারে । তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে উত্তরপ্রদেশে 64টি আসন পেয়েছে BJP । পাশাপাশি পূর্ব ও উত্তর পূর্ব ভারতেও ভালো ফল করেছে BJP

সেই প্রসঙ্গে মোদি বলেন, "এই দেশের প্রতি প্রান্তে আমাদের শক্তি-বৃদ্ধি হয়েছে । লাদাখ থেকেও আমাদের প্রার্থী জিতেছেন । কর্নাটকে সবচেয়ে শক্তিশালী দল আমাদের । গোয়া এবং উত্তর-পূর্বেও আমাদের সরকার রয়েছে । উত্তর-পূর্বে হিন্দির সমস্যা, তবু আমরা সেখানে রয়েছি । এরপরও রাজনৈতিক পণ্ডিতরা আমাদের শুধুমাত্র হিন্দি বলয়ের দল বলবে ?"

বারাণসী, 27 মে : "অঙ্কের উপর রসায়ণের জয় এই নির্বাচন ।" লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর প্রথমবার বারাণসী কর্মীসভায় যোগ দিয়ে সমালোচকদের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী মোদি । পাশাপাশি বারাণসী থেকে তাঁকে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান মোদি । বলেন, "আমি দেশের জন্য প্রধানমন্ত্রী । তবে আপনাদের জন্য আমি সাংসদ ও আপনাদের সেবক ।"

এদিকে গোটা দেশের BJP-র শক্তি-বৃদ্ধি নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী দলের নিচু তলার কর্মীদের অবদানকে কুর্নিশ জানিয়েছেন । নির্বাচনের আগে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত ছিল উত্তরপ্রদেশে SP-BSP জোটের কারণে BJP তাদের জমি হারাতে পারে । তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে উত্তরপ্রদেশে 64টি আসন পেয়েছে BJP । পাশাপাশি পূর্ব ও উত্তর পূর্ব ভারতেও ভালো ফল করেছে BJP

সেই প্রসঙ্গে মোদি বলেন, "এই দেশের প্রতি প্রান্তে আমাদের শক্তি-বৃদ্ধি হয়েছে । লাদাখ থেকেও আমাদের প্রার্থী জিতেছেন । কর্নাটকে সবচেয়ে শক্তিশালী দল আমাদের । গোয়া এবং উত্তর-পূর্বেও আমাদের সরকার রয়েছে । উত্তর-পূর্বে হিন্দির সমস্যা, তবু আমরা সেখানে রয়েছি । এরপরও রাজনৈতিক পণ্ডিতরা আমাদের শুধুমাত্র হিন্দি বলয়ের দল বলবে ?"

Gorakhpur (UP), May 19 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath voted at polling booth no. 246 in UP's Gorakhpur. Ravi Kishan is Bharatiya Janata Party's (BJP) candidate from Gorakhpur seat. The counting for 17th Lok Sabha elections will take place on May 23.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.